নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

পুরুষ কেন কম বয়সী নারী বিয়ে করে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪


আমার এক সিনিয়র বন্ধু তাঁর কন্যার বিয়ে ভেঙে গেলে কারণ জানার জন্য আমাকে ফোন করলো৷ পাত্র আমার এক সহপাঠী যে কয়েকবার ফেল করে আমার সাথে পড়েছে ক্লাস এইট নাইনে৷ দীর্ঘদিন প্রবাসে ছিল৷ তখন ওর বয়স ৪২/৪৩৷ আমি ওর কাছে জানতে চাইলাম সমস্যা কি?
ও বলল, মেয়েটির বয়স বেশি?
কত?
২৫-২৬ হবে!
তো কত বছরের মেয়ে বিয়ে করতে চাও?
রানিং নাইন টেনে পড়ে, ১৫/১৬ বছর৷

গতকালও একজন অধ্যাপিকা ও তাঁর আইনজীবী স্বামীর সাথে পরিচয় হল৷ এই মুসলিম দম্পত্তির বয়সের ব্যবধান ১৯ বছর৷ মুসলিম দম্পত্তির বয়সের ব্যবধান সাধারণত ৪-৬ বছরই বেশি৷ তবে চাকরিজীবীদের ক্ষেত্রে বয়সের ব্যবধান ০-২ বছরও অনেক৷ পুরানত ঢাকার প্রচুর সংখ্যক হিন্দু দম্পত্তির বয়সের ব্যবধান আমাকে বিস্মিত করেছে৷ অনেক স্বামীই স্ত্রীর চেয়ে ২০-২৫ বছরের বড়! আমি দুবার পিতা কন্যাই ভেবেছি৷ পরে ভুল ভেঙ্গেছে তাদের আপত্তিতে৷ হিন্দুরা সংখ্যালঘু হওয়ার কারণে প্রতিষ্ঠা হওয়াকেই অধিক গুরুত্ব দেয়ার কারণে আরো বেশি বয়সে বিয়ে করে৷

কেন ছেলেরা অল্প বয়সী মেয়েদের বিয়ে করে? হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর সাথেও তাঁর বয়সের অনেক ব্যবধান ছিল কিন্তু দ্বিতীয় বিয়ের সময় বয়সের ব্যধান আরো বাড়িয়ে নেন৷ কিছু অসৎ পুরুষ মেয়েদের কথার জালে ফাঁসিয়েই এমন বিয়ে করেন৷ নইলে তারা দরিদ্র পরিবারের মেয়েদেরই বেছে নেন৷ কেন?
প্রধান কারণ অসুস্থ থাকার সময় নিশ্চিত সেবা পাওয়ার আশা৷ নিজে মারা গেলেও সেবা পেতে পেতে মরবেন৷ বিধবা স্ত্রীকে রেখে যাবেন সন্তানদের ছেলেমেয়েদের লালনপালন ও গৃহকর্ম করার জন্য৷ স্ত্রী অসুস্থ হলে দেখার কেউ থাকে না৷ অনেকে দাবি করে বসেন মেয়েদের অসুক হয় না বা তাদের সেবা করার লোকের অভার হয় না৷ দ্বিমত পোষণ করি৷

বিধবা বহু নারীরই আহাজারি শুনেছি৷ চলৎহীন হলে কেউ বিছানা থেকে উঠিয়েও বসায় না৷ অতি বয়স্ক হলে ভাঙ্গা পরিত্যক্ত ঘরেই আশ্রয় মিলে৷ শীত, বৃষ্টি ও খাদ্য সংকট তেরি হয়৷ বিধবা হিন্দু নারীদের বিয়ে এদেশে কার্যত এখনো হয় না৷ এরা অতি বৃদ্ধা হলে খুবই অসহায় হয়ে পড়ে৷ শুধু স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য থাকার কারণেই মেয়েরা ভয়ানক ও বহুবিধ সমস্যায় পড়ে শেষ জীবনে৷ আমার মা ও চাচী বিধবা হয়েছেন, নানী সুদীর্ঘকাল একা ও নিঃসঙ্গ কাটিয়েছেন৷
অল্প বয়সী নারী বিয়ে করার আরেকটি কারণের কথাও শুনি৷ পুরুষদের মধ্যে একটি ধারণা রয়েছে যে, মেয়েরা দ্রুতই যৌন আগ্রহ হারায়৷ ফলে কম বয়সী মেয়ে বিয়ে করলে স্বামীর জন্য যৌনতার সুবিধা হয়৷ এটাও সত্য নয়৷ আগে নারীরা ডজনখানেক সন্তান জন্ম দিতে গিয়ে শরীর ভেঙ্গে ফেলতো৷ এখন একটি বা দুটি সন্তান জন্ম দেয়ার পরে তারা অনেকটাই সুস্থ থাকেন৷ পুরুষের বহুগামিতার আকাঙ্ক্ষার কারণেই আগের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে গিয়ে কম বয়সী নারী বা গৃহকর্মীর উপর আকর্ষণ জন্মে৷ বুড়ো বয়সে ভীমরতি বাড়লেও ক্ষমতাবানরা ছোট নারীকে বিয়ে করতে আগ্রহ বোধ করেন৷ বিকৃত ও অনাহুত চাহিদার কারণেই এমনটা মনে হয়৷ যৌনতা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক৷ দুজনের মধ্যে ভাল সম্পর্ক না থাকলে চাহিদার মিল হয় না৷ বয়স কম হলে এমনিতেই শরীর কথা বলে আর পুরুষ যত্রতত্র সেটা কাজে লাগাতে পারে৷ এক্ষেত্রেও ক্ষতিগ্রস্থ হয় নারীরা৷ তাদের যৌন চাহিদা থাকতেই স্বামী যৌন ক্ষমতা হারায় বা মরে যায়৷

আরেকটি বিষয় আছে, তা হল কর্তৃত্ব করা৷ ছোট কিশোরীদের উপর কর্তৃত্ব করা সহজ৷ মুখের উপর কথা বলবে না, ভিন্নমত প্রকাশ করবে না, গালগপ্ল বিশ্বাস করানো সহজ, নিজের ইচ্ছে মত পুতুলের বা রোবটের মতো করে সাজিয়ে নেয়া যায়৷ তারা ধরেই নেয় নারীর কাছ থেকে শেখার কিছু নেই, পরামর্শ করারও কিছু নেই৷ এদের অনেকেই নারীকে মানুষ মনে করে না৷ স্ত্রী যে বন্ধু হয়, পরামর্শ করার ও মতবিনিময় করার নির্ভরযোগ্য মানুষ হয় এ বোধটুকু ওদের থাকেনা৷

ছবিগুলো আমার মেয়ের আঁকা৷ তার ঘরের দরজা থেকে অনুমতি নিয়ে তোলা৷

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কারন গুলোর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন।তবে মুসলমানদের বিষয়টা অন্য।হাদিসে আছে তোমরা তমবয়সী মেয়েদের বিবাহ কর।যাতে বেশি বেশি মুসলমান শিশু জন্ম গ্রহন করে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

মুজিব রহমান বলেছেন: ধর্ম সবসময় বিজ্ঞানবিরোধী বিষয়। মানবতা, সভ্যতা ও আধুনিকতার সাথে ধর্মের সম্পর্ক নেই।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২

এম ডি মুসা বলেছেন: সুন্দর, কথা, ভালো লাগলো ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
তবে আমাদের নবিজি (স) কম বয়সী এবং বেশী বয়সী দুই শ্রেণীকেই বিয়ে করেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২১

মুজিব রহমান বলেছেন: তাঁর চেয়ে বেশি বয়সী কাউকে তিনি বিয়ে করেন নি সম্ভবত।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৭

স্প্যানকড বলেছেন: এক অল্প বয়স্ক বা কচি হইলে সুবিধা হইল " ভার্জিন " হতে পারে এই লোভ। লোভে পাপ পাপে বাপ ( হা হা হা )। ধন্যবাদ, ভালো থাকবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২

মুজিব রহমান বলেছেন: ভার্জিন নিয়ে একটি জঘণ্য ধারণা পুরুষের মধ্যে রয়েছে।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০৪

নেওয়াজ আলি বলেছেন: যুক্তিসংগত লেখা। আসলেই পুরুষ কেন কম বয়সী মেয়ে খোজে

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মুজিব রহমান বলেছেন: গবেষণা হলে হয়তো আরো বিস্তারিত বের হয়ে আসবে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষের মন ও দেহের ভাষা
একেক দেশে একেক রকম হয়ে থাকে ,
তবে ঐতিহাসিক ভাবে দেখা যায় যে,
পুরুষের মন রোমান্টিকতা ও নতুনত্বর মাঝে আনন্দ খুঁজে পায় ।

.........................................................................................
বিজ্ঞানীরা সঠিক তত্ব বলতে পারবে, দেহ ও মনের রসায়ন কি ???

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:২৭

রানার ব্লগ বলেছেন: যে নিজে ভার্জিন না সে নিজের জন্য ভার্জিন খোজে কোন যুক্তিতে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৪

মুজিব রহমান বলেছেন: মানুষ ভুল বা মৌলবাদী চেতনা থেকেই ভার্জিন খোঁজে।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেয়েতো অসাধারন আঁকে !
তার জন্য শুভ কামনা।
পোস্ট ভাল লেগেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৪

মুজিব রহমান বলেছেন: সে আঁকতে পছন্দ করে।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১০

কবিতা ক্থ্য বলেছেন: ছবিগুলো সুন্দর হইসে।
আঁকা আঁকিতে ভবিষ্যত উজ্বল আপনার কন্যার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

মুজিব রহমান বলেছেন: িএ নিয়ে পড়ার ইচ্ছা ওর আছে।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন একটা নাটকে দেখেছিলাম
অভিনেতা ডা. এজাজ আহমেদ দ্বিতীয়বার
বিয়ে করার সময় তার কন্যার চেয়েও
ছোট একটি মেয়েকে পছন্দ করে। কে একজন
প্রশ্ন করলো এত ছোট মেয়েকে কেন বিয়ে করছো।
তার জবাব ছিলো বাজারে কিয়ে লাউ কিনতে গেলে
আপনিকি বুড়া লাউ (কদু) কিনবেন?
কি অকাট্য যুক্তি!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৬

মুজিব রহমান বলেছেন: উদ্ভট যুক্তি!
কই মাছ কিনতে গেলে কেউ কচি দেখে কিনে না।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

নতুন নকিব বলেছেন:



ধর্ম সবসময় বিজ্ঞানবিরোধী বিষয়। মানবতা, সভ্যতা ও আধুনিকতার সাথে ধর্মের সম্পর্ক নেই।

-প্রথম মন্তব্যে আপনার প্রত্যুত্তর এটা। এই কথার বিশ্লেষনে গেলে অনেক কথা উঠে আসতে পারে বিধায় আপনাকে কষ্টে ফেলতে চাই না। তবে, আমাদের ধারনা, ধর্ম সম্মন্ধে এই ধরণের মতামত ব্যক্ত করার সাথে সাথে প্রত্যেকেরই উচিত এসব কথার পক্ষে যুক্তি এবং প্রমানগুলোও উপস্থাপন করা। তাতে করে এসব অভিমতের সত্যাসত্য যাচাই করতে পাঠকবৃন্দের সুবিধা হবে।

অনেক ভালো থাকার প্রার্থনা। ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মুজিব রহমান বলেছেন: বিজ্ঞান প্রমাণের বিষয়
ধর্ম বিশ্বাসের বিষয়।
দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। শুধু মৌলবাদীরাই দাবি করে ধর্মগ্রন্থ বিজ্ঞানময়।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ছোট ছোট বাচ্চারা ছবি আঁকতে পছন্দ করে। তাদের ছবি আঁকার জন্য উৎসাহ দিন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মুজিব রহমান বলেছেন: মেয়েটিকে উৎসাহ দেই তো অবশ্যই। আমি ব্যক্তিগতভাবেও অংকন প্রতিযোগিতার আয়োজনের সাথে জড়িত থাকি। তাদের জন্য উপহার কিনি।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২১

সাসুম বলেছেন: কচি মানেই ভার্জিন। কচি মানেই যা ইচ্ছে তা চাপিয়ে দিতে পারবে। কচি মানেই যখন তখন চাইবে কাপড় খুলে নেমে যেতে পারবে কারন ছোট তাই সাহস নাই। বাংগালি মোসলমান এই কারনে কচি খোজে।

আর রিসেন্ট কিছু ছাগল কচি খোজে, এই জন্য প্রেম ট্রেম করে নাই। পারলে হবার পর দিন থেকে বিয়ের জন্য পাগল। না আছে সেক্স এজুকেশান না আছে জ্ঞান বিজ্ঞান এর সাথে কোন রিলেশান।

সুন্দর লিখা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩১

মুজিব রহমান বলেছেন: ধর্মান্ধদের বিশেষ কারণে শিশু বিয়ে করতে চায়।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৯

নতুন বলেছেন: নিয়ন্ত্রন করতে পারে এই কারনেই কম বয়সী মেয়ে বিয়ে করতে চায়।

নারীর উপরে নিয়ন্ত্রন থাকলে তাকে দিয়ে সব কিছুই করারনো যায়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

মুজিব রহমান বলেছেন: একদমই ঠিক বলেছেন।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৮

স্থিতধী বলেছেন: প্রবল হুমায়ূন ভক্ত আমার এক সহকর্মী একবার আড্ডায় বলছিলেন যে মেয়েদের সাথে প্রেম অথবা বিয়ে করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সে মেয়ের আগে কোন বয়ফ্রেন্ড/ প্রেম/ জামাই টাইপ কিছু না থাকে। উনি নিজেও অনেক বছর প্রেম করে দু বছর আগে বিয়ে করেছেন । আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি ভাবীর কোন প্রাক্তন থাকতোওবা ( যেটা ওনার ভাষায় নেই, কারন তাঁদের প্রায় টিনেজ থেকে প্রেম শুরু) তবে কি ভাবীর মানুষ হিসেবে থাকা সব গুণাবলী ওনার কাছে ম্লান হয়ে যেতো? প্রশ্নটার কোন সরাসরি জবাব দেননি তিনি। হুমায়নের দ্বিতীয় স্ত্রী শাওনের সাথে তাঁর বয়স পার্থক্য নিয়ে সমালোচনা মুখর হওয়া অনেক কে দেখেছি এটা ভুলে যেতে যে আসলে হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর সাথেও তাঁর বয়স পার্থক্য কম নয়, দু ক্ষেত্রেই তিনি টিনেজ মেয়ে বেছেছেন। জীবনসঙ্গী সিলেক্ট করার ক্ষেত্রে এই একটি বিষয়ে এ লেখক কন্সিস্টেন্ট থেকেছেন দুই বার ই । ১০ নং কমেন্টে নূরু সাহেব যে ঘটনা বর্ণনা করলেন, সেটা সত্য হলে মনে হয় ব্যাক্তি জীবনে ডা এজাজ তাকে পরিচিতি এনে দেয়া তাঁর হুমায়ূন স্যারের অন্ধ অনুকরণ করতে চেয়েছেন। যেকোন কিছুর অন্ধ ভক্তদের আমার অপছন্দ। অন্ধ ভক্তি যুক্তিকে গাছে তোলে।

শুধু শারিরীক নয়, অনেক পুরুষ আসলে মানসিক দৃষ্টিকোণ থেকেও কচি মেয়ে খুঁজে বেড়ায়, কারন কোন প্রাক্তনের ছায়াও যাতে তারা তাঁদের জীবনসঙ্গীর মনের মধ্যে খুঁজে না পায়। এতে তাঁর নারী জীবন সঙ্গী এমন কি স্মৃতিতেও শুধু একজন পুরুষকেই পাবে, তুলনা করার মতো কোন ডাটাবেইজ ই থাকবেনা সে নারীর মস্তিষ্কে ! এটাই তাঁদের কামনা ।

লেখাটা ভালো। আপনার মেয়ের আঁকার হাতও মাশাল্লাহ চমৎকার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

মুজিব রহমান বলেছেন: হুমায়ূন আহমেদ বিভিন্ন সংকটের মধ্য দিয়ে বড় হয়েছেন। পিতা ওসি ছিলেন মানে ভাল জীবন যাপন করেছেন। আবার তার মৃত্যু তাদের দরিদ্র বানিয়ে দিয়েছিল। তিনি খুব খারাপ রেজাল্ট করেছেন আবার খুব ভাল রেজাল্টও করেছেন। এসব মিলিয়ে বলা যায় তিনি মেধাবী তবে কিছু মানসিক সংকটের মধ্য দিয়েই গিয়েছেন। তারই পরিণতি হয়তো কম বয়স্ক নারীর প্রতি মোহ। এক্ষেত্রে তিনিও নিয়ন্ত্রণেই রাখতে চেয়ৈছেন। ওনি মেডিটেশন করতেন- েএটা প্রমাণ করে তিনি বিজ্ঞানমনষ্ক নন।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

এমেরিকা বলেছেন: পুরুষ কম বয়েসী নারী বিয়ে করে, কারণঃ
- পুরুষকে বিয়ের যোগ্য হতে হয় আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে। কম বয়েসী পুরুষের ক্ষেত্রে তা সম্ভব নয়।
- পুরুষ শারীরিকভাবে বিয়ে করতে সক্ষম হয় একটু বেশি বয়েসে।
- পুরুষের মানসিক বিকাশ নারীর তুলনায় দেরিতে হয়।

তা সত্ত্বেও বেশী বয়েসী নারী বিয়ে করে, এমন পুরুষের সংখ্যা কম নয়। আমার নিকটাত্মীয়দের মধ্যেও এরকম অন্তত ১০ জোড়া দম্পতি আছে। একজন ডাক্তার আপু তো দ্বিতীয় বিয়ে করেছেন তার ছাত্রকে যে তার মেয়ের চেয়েও বয়েসে ছোট। সেই ছেলের ঔরসে দুটি সন্তানেরও জন্ম দিয়েছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৩

মুজিব রহমান বলেছেন: স্ত্রীর বয়স বেশি এমনটা ১%ও নয় বাংলাদেশে। প্রভাবশালী নারীরা মাঝেমধ্যে কম বয়সী ছেলে বিয়েও করেন। আমরা সুবর্ণাকে দেখেছি। আমাদের মহানবীও করেছেন।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩

নতুন নকিব বলেছেন:



শুধু মৌলবাদীরাই দাবি করে ধর্মগ্রন্থ বিজ্ঞানময়।

-মৌলবাদী যাদের বলা হয়, শুধু তারাই কি পবিত্র কুরআনকে বিজ্ঞানময় বলেন? না কি, এই কুরআন যিনি অবতীর্ণ করেছেন তিনিও বলেন? তিনি কে? তিনি তো স্বয়ং বিশ্বজগতের স্রষ্টা মহান আল্লাহ তাআ'লা। তিনিই তো 'কুরআনকে প্রজ্ঞাপূর্ণ এবং বিজ্ঞানময়' বলেছেন। প্রমান দেখতে পারেন, সূরা ইয়া সীন এর ২ নং আয়াত-

By the Qur’ân, full of wisdom ( i.e. full of laws, evidence, and proofs ) ,

সূত্র: Surah Ya­Sin

ধন্যবাদ, পূর্বের মন্তব্যের উত্তর দেয়ার জন্য। শুধুই বিতর্ক করার উদ্দেশ্যে এই মন্তব্য নয়। আপনি ভালো লিখে থাকেন। আপনার গোছানো লেখা মাঝে মধ্যে পড়ি। আপনার বিশ্বাসের প্রতি অবশ্যই শ্রদ্ধা রয়েছে। কিন্তু চিন্তার অবকাশ থাকতেই পারে। সে কারণে আশা করতে পারি, বিরক্ত হবেন না।

আপনার অনিঃশেষ কল্যান কামনা করছি। অনেক ভালো থাকবেন, প্রার্থনা নিরন্তর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮

মুজিব রহমান বলেছেন: দেখুন কোন ভাবেই বিজ্ঞান/প্রমাণ ছাড়া কথা বলতে পারি না যুক্তি হিসেবে। পৃথিবীতে ৪৩০০টি ধর্ম এখনো বিদ্যমান। সবাই নিজের ধর্মকে সত্য মনে করে আর বৈজ্ঞানিক যুক্তি-প্রমাণে কোনটিই টিকে না। ধর্ম কি বলছে তা দিয়ে সত্যতা যাচাই করা যায় না।

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

মাহমুদ শরীফ মুন্না বলেছেন: এ দিকে সিনিয়র আপুদের প্রতি দুর্বল আমার মন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৯

মুজিব রহমান বলেছেন: শুভ কামনা

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:২৯

কল্পদ্রুম বলেছেন: ৩ নম্বরের প্রতিউত্তরের প্রেক্ষিতে, শেষনবীর প্রথম স্ত্রী খাদিজা (রাঃ) এর বয়স ওনার থেকে বেশি ছিলো।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

নতুন নকিব বলেছেন:



দেখুন কোন ভাবেই বিজ্ঞান/প্রমাণ ছাড়া কথা বলতে পারি না যুক্তি হিসেবে। পৃথিবীতে ৪৩০০টি ধর্ম এখনো বিদ্যমান। সবাই নিজের ধর্মকে সত্য মনে করে আর বৈজ্ঞানিক যুক্তি-প্রমাণে কোনটিই টিকে না। ধর্ম কি বলছে তা দিয়ে সত্যতা যাচাই করা যায় না।

-দুঃখিত! কথা প্রসঙ্গে কথা এসে যায়। বিজ্ঞান যে মানুষের সৃষ্টি- এ কথাটায় আশা করি, দ্বিমত করবেন না। মানুষের জ্ঞান খুবই সীমিত। এটা বড় বড় বিজ্ঞানীগণ পর্যন্ত অকপটে এবং অহরহ স্বীকারও করে থাকেন। পবিত্র কুরআন কিন্তু এই কথাটি প্রায় দেড় হাজার বছর পূর্বেই বলে দিয়েছে। প্রমান দেখে নিতে পারেন-

'তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে।' -সূরা ইসরা, আয়াত-৮৫

They ask thee concerning the Spirit (of inspiration). Say: "The Spirit (cometh) by command of my Lord: of knowledge it is only a little that is communicated to you, (O men!)"

Sura Isra

তো, মানুষের এই সীমিত জ্ঞান দিয়ে, মানব উদ্ভাবিত বিজ্ঞানের দ্বারা মানুষের স্রষ্টার বাণীর সত্যাসত্য যাচাই করার প্রয়াস শুধু হাস্যকরই নয়, নিতান্ত...

যাক, অনেক অনেক ভালো থাকুন। আপনার কল্যান কামনা করছি।

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১০

মুজিব রহমান বলেছেন: ্প্রমাণ দিয়েই কথা বলতে হবে।
আত্মা বা রুহু বলতে কিছু নেই, দরকার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.