![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
‘যারা বই প্রকাশের দায়ে মানুষ হত্যা করতে পারে, তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যাপ্রচেষ্টায় অংশগ্রহণকারী অপরাধীরা বেঁচে থাকলে আনসার আল ইসলামের বিচারের বাইরে থাকা সদস্যরা একই অপরাধ করতে উৎসাহিত হবে। অভিযুক্ত আসামিরা আনসার আল ইসলামের সদস্য হিসেবে সাংগঠনিকভাবে ফয়সল আরেফিন দীপনকে হত্যাপ্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, সে জন্য তাদের একই সাজা দেওয়া বাঞ্ছনীয়। মামলার সকল (আট) আসামির সাজা মৃত্যুদণ্ড দেওয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং এটা হবে একটা দৃষ্টান্ত মূলক শাস্তি। ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হলে একদিকে নিহত ব্যক্তির আত্মীয়রা মানসিক শান্তি পাবেন, অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ করতে অন্যরা ভয় পাবে এবং নিরুৎসাহিত হবে। লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যার অংশ হিসেবে অভিজিৎ রায়ের বই প্রকাশের জন্য জাগৃতি প্রকাশনীর প্রকাশক দীপনকে হত্যা করা হয়।'
- ট্রাইব্যুনালের বিচারকের এই বক্তব্য ও রায় যথার্থ৷ অনতিবিলম্বে রায় কার্যকর হোক৷ মৌলবাদ ও সাম্প্রদায়িক অন্ধকার শক্তি নিপাত যাক৷
২০০৪ সালে হুমায়ুন আজাদকে খুনের জন্য চাপাতি দিয়ে হামলা করে উগ্র মৌলবাদীরা। সে কারণেই তিনি পরবর্তীতে মারা যান। এখনো হামলাকারীদের বিচার হয়নি। শাহজাহান বাচ্চু ভাইর খুনিদের মধ্যে সম্ভবত ৫জনকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। একজনকে এখনো ধরা সম্ভব হয়নি। আরো বহু হত্যার রায় হয়নি। সবগুলো হত্যার দৃষ্টান্তমূলক রায় দ্রুত দিয়ে দেশ থেকে চীরতরেই দূর করতে হবে মৌলবাদ ও উগ্রসাম্প্রদায়িকতা। এরা শুধু খুনই নয়, মানসম্মত শিক্ষারও অন্তরায়। সমাজ পরিবর্তনের প্রধান বাঁধা। এদের রুখতেই হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
মুজিব রহমান বলেছেন: মৌলবাদী মাত্রই ঊণমানুষ।
আমাদের অনবরত কথা বলার মাধ্যমেই তাদের ভাবাদর্শ বদলে দিতে হবে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২০
জগতারন বলেছেন:
দীপন হত্যার বিচার চাই।
খুনিয়ারা নিপাত যাক।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৪
মুজিব রহমান বলেছেন: শুধু দীপনেরই নয়, সকল মুক্তমনা মানুষের হত্যাকারীদের দ্রুত বিচার দরকার। মৌলবাদকে জাদুঘরেই পাঠাতে হবে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: ফাঁসি মনে হয় এখনই হবে না। আসামীরা উচ্চ আদালতে আপিল করবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫
মুজিব রহমান বলেছেন: সেটাতো হবেই। সেটা যেনো দ্রুত হয়। কারণ এ রায় প্রদানেও অনেক দিন লেগেছে।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৬
শাকিল ওসমান বলেছেন: আমার মনে হয়, শুধু বই প্রকাশের জন্য দীপনকে হত্যা করা হয়নি। হত্যার পেছনের ঘটনাটা মিডিয়া হাইড করেছে। মিডিয়াকে সর্বদা সত্যনিষ্ঠ ও বাস্তব হতে হবে। একপেশে অবস্থা হলে সংবাদমাধ্যম নিজের মতবাদ প্রকাশেরই নামান্তর।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০
মুজিব রহমান বলেছেন: বই প্রকাশের জন্য জঙ্গিগোষ্ঠী তাকে বহুবারই হুমকি দিয়ে আসছিল। একই সময়ে অন্যত্রও জঙ্গিরা হামলা করেছে। বহু কারণেই মনে হয়েছে এটা জঙ্গিদেরই কাজ এবং বই প্রকাশের জন্যই।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সকল হত্যা কান্ডকে যারা ইনিয়ে বিনিয়ে সমর্ন করে তাদেরও বিচার হওয়া দরকার।