![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ
আমাদের স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ফিল্ডমার্শালের মতো। তাঁকে দেখলেই সবাই ভয়ে তটস্থ ও আতঙ্কিত হয়ে থাকতো। আমাদের বাড়ি স্কুলের পাশেই আবার বিভিন্ন সংগঠন করতাম ছোট সময় থেকেই। ফলে তিনি আমাকে চিনতেন। স্কুলে কোন শিক্ষক না আসলে ওদিন সাধারণত তার ক্লাসগুলো হতো না। শিক্ষার্থীরা গণ্ডগোল করতো। গণ্ডগোল থামাতে স্যার ক্লাসে ঢুকে জোড়া বেত দিয়ে গণপিটুনি দিতেন। সপাৎ সপাৎ পিটাতে পিটাতে আমার কাছে এসে পেটানোর অভিনয় করে পাশের জনকে পেটালেন। বাকিদের পিটিয়ে তিনি বের হয়ে গেলেন।
[সিক্সে পড়ার সময়কার ঘটনা-৩]
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮
মুজিব রহমান বলেছেন: শিশু-কিশোরদের সংগঠন নিয়ে আপনার ধারণা নেই! কিভাবে বিকশিত হবেন? তাইতো বলি, এতোটা অবুঝ কিভাবে হন?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
শিশু কিশোরদের সংগঠন নিয়ে আমার ধারণা আছে; এবং আরো ভালো ধারণা হলো, এগুলো করতো কিছু বয়স্ক লোকজন; তারা যেসব শিশুকে নীচু ক্লাশে পড়ার সময়ে এগুলোতে জড়ায়েছে, সেইসব শিশুরা পড়া লেখায় ডাব্বা মেরেছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৫
মুজিব রহমান বলেছেন: বেকুবীয় ধারণা নিয়ে আছেন।
দেশের স্বনামধন্য মানুষদের দেখুন তাদের বহুজনই খেলাঘর করে এসেছেন বাল্যকালে। গতকালও একজন অধ্যাপকের সাথে কথা বলার সময় বললেন, ‘আমিতো খেলাঘর করা মানুষ’।
আপনিতো দেখছি মৌলবাদীদের মতোই অন্ধ। অকাট মূর্খ না হলে সবার দোষ ধরে বেড়াতেন না। নিজের দিকেও তাকাতেন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৬
রেজওয়ান ইসলাম বলেছেন: রাজ কপাল আপনার।জয়তু মুজিব ভাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১
মুজিব রহমান বলেছেন: ডাবল রাজ কপাল
১। গণপিট্টি থেকে বেঁচেছি
২। চাঁদগাজী ভাইর আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছি
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "আপনিতো দেখছি মৌলবাদীদের মতোই অন্ধ। অকাট মূর্খ না হলে সবার দোষ ধরে বেড়াতেন না। নিজের দিকেও তাকাতেন। "
-আমি মৌবাদীদের থেকেও অন্ধ হতে পারি কারো কারো কাছে; আপনি "খেলাঘর করা" অধ্যাপকের সাথে কাছে বলেছেন, ভালো; উনি কি ছাত্রদের পড়ায়ে সুনাম অর্জন করেছেন, কেহ উনাকে মনে রেখেছেন, বা রাখবেন বলে আপনার মনে হয়?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৪
মুজিব রহমান বলেছেন: ওনি খুবই জনপ্রিয় এবং যথেষ্ট কম বয়সেই অধ্যাপক হয়েছেন। ওনি শিক্ষক সমিতির নেতাও হয়েছিলেন। বিভাগের সেরা শিক্ষক হিসেবেই পরিচিত। বিটিভিতে দীর্ঘদিন একটি বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: শিক্ষক না আসলে ক্লাশ হবে না কেন? অন্য শিক্ষক ক্লাশ নেবেন। স্যার মারবেন কেন? এটা ঠিক না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫
মুজিব রহমান বলেছেন: অবশ্যই ঠিক নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় পিট্টি দেয়াটার বৈধতা দীর্ঘদিন ছিল।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছোট বেলার স্মৃতি খুবই ভাল লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫
মুজিব রহমান বলেছেন: ধন্যবাদ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৫
নেওয়াজ আলি বলেছেন: খেলাঘর কিশোরদের সংগঠন। রাইট গ্রামের স্কুলে এমন হয়
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৭
মুজিব রহমান বলেছেন: আমার গ্রামে আমাদের একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে। এখানে শিশুদের উপযোগী বহু বই রয়েছে। আমরা বই উৎসব করি, প্রতিযোগিতা করি। সাধারণত ভাল ছাত্ররাই আমাদের বই পড়ে, প্রতিযোগিতায় ভাল করে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি ক্লাশ সিক্সে থাকতেই "সংগঠন" করতেন? মায়ের পেটে থাকার সময়ও কি কোন সংঠনের সাথে যুক্ত ছিলেন?