নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

নারীদের কারণে কিছু বদল সমাজের হয়েছে

২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:২০


বাংলাদেশের সিংহভাগ মানুষই নারী বিষয়ক কিছু রাষ্ট্রীয় আইন মেনে নিয়েছে শ্রদ্ধার সাথেই৷ আরো কিছু বিষয়েও নারীরা সমাজ বদলাতে ভূমিকা রাখছে৷ যেমন-

১) তিন তালাক বললেই আর তালাক হয়না, আইনী বিধান মেনেই পুরুষ তালাক দিতে পারছে৷ নারীও চাইলেই তালাক দিতে পারছে৷ এখন নারীরাই বেশি তালাক দিচ্ছে৷
২) চাইলেই দ্বিতীয় বিয়ে করা যাবে না, প্রথম স্ত্রীর অনুমোদন লাগবে৷ বাস্তবিক বহু বিবাহের রীতিও খুবই কমে এসেছে৷
৩) আঠারো বছরের আগে বিয়ে দেয়াটাও সমাজ ভাল চোখে দেখছে না৷ সচেতন মহলে আঠারো পার না হলে মেয়েকে তো বিয়ে দেয়া হয়ই না, তারা মেয়েদের স্বাবলম্বি দেখতে চায়৷
৪) মেয়েরা চাকরি করছে, একা বাইরে যাচ্ছে, কাচা বাজার করছে, শপিং করছে৷
৫) প্রাইমারি শিক্ষার মান যথেষ্ট এগিয়ে নিয়েছে মেয়েরাই৷ ব্যাংক, প্রশাসনসহ বিভিন্ন স্থানে সম্মানের সাথে চাকরি করছে৷
৬) দোকান থেকে নিজেরাই প্যান্টি, ব্রা কিনছে, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও কিনতে পারছে৷
৭) উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থানে মেয়েরা সাইকেল চালাচ্ছে৷ শহরগুলোতে মটরসাইকেল ও ব্যক্তিগত কার চালাতে অহরহই দেখা যাচ্ছে৷
৮) বিচারক ও প্রশাসক পদে তারা দক্ষতার পরিচয় দিয়ে আসছেন৷ ব্যাংকগুলোতেও তারা দক্ষতার সাথে কাজ করছে৷ অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা এখন সেলোয়ার কামিজ পরেই অফিস করছে৷
৯) ইউনিয়ন পরিষদসহ সর্বস্তরে নারী প্রতিনিধিরা সক্রিয় থেকে পুরুষের সাথে থেকেই কাজ করছে, শালিসমিমাংশা করে দিচ্ছে৷
১০) স্পীকার, মন্ত্রী, বিচারপতি বা প্রধানমন্ত্রী হয়ে তারা দক্ষতার পরিচয় দিয়েছেন৷ ইত্যাদি
১১) অবগুণ্ঠন থেকে পোশাকেও বিপ্লব ঘটাচ্ছে নারীরাই। শহরগুলোতে অশিক্ষিত ও দরিদ্র/নিম্নমধ্যবিত্ত কিছু নারী যারা শ্রমজীবী নয় তাদের বাদ দিলে অধিকাংশ নারীই সাবলিল পোশাক পরিধান করছেন। অনেক সময়ই নারীদের জিন্স/প্যান্ট, টিশার্ট পরতে দেখা যায়। কিছু পুরুষ এসব নিয়ে বিঘ্ন সৃষ্টি করলেও দশজন পাশে গিয়ে দাঁড়ায়। নারীদের এই প্রচেষ্টাও সমাজ বদলে ভূমিকা রাখছে।

সমাজকে বদলাতে নারীরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছে৷ অথচ মৌলবাদীগোষ্ঠী সবচেয়ে নিপীড়নের মধ্যে রাখতো নারীদেরই৷ তাদের অবরুদ্ধ রাখতে বহু ফতোয়া বা ধর্মীয় আইন জারী করতো৷ নারীরা ধীরে ধীরে বেরিয়ে আসছে এবং নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে৷ বাংলাদেশের এই নারীদের আবারো আফগানিস্তান বা ইরানের মতো পরিণতি ঘটবে যদি মৌলবাদিরা ক্ষমতায় এসে যায়৷ তাই সমাজ বদলাতে নারীদের আরো জোরকদমে এগিয়ে আসতে হবে৷ সব ধরনের পেশার সাথেই থাকতে হবে৷ নারীরা হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে৷ দেশ নিপতিত হবে অন্ধকার ছায়ার নীচে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.