নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: লাউডগা

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪২


অজানা নাচের মূদ্রায় নিরন্তর নৃত্যরত দিগন্তগামী লাউডগা
তার অভিযাত্রা ব্যহত হয় না সম্পর্কের টানাপোড়েনে
হিজলের ডালে বসে কী ভেবে চমকে উঠেছিল মাছরাঙা
লাউডগা তার কোন হিসাবই রাখে না, জেনে বা না জেনে।

বর্বরতার কোন ইতিহাসই তাকে পারে না ছুঁতে
লাউডগার কাছে গেলেই থেমে যায় জীবনের হাহাকার
আমরা যখন সংগ্রাম করি, তখন বেঁচে থাকে সে
তখনও বেঁচে থাকে, যখন কথাবলি বিপ্লবের ব্যর্থতার।

মানুষ আর লাউগডার মাঝে খরস্রোতা জীবনের হা-হুতাস
বকের পালকের মতো উত্তাল আছড়ে পড়ে রোদেলা নদী
কথা না ফোটা শিশুর মুখে উপচে উঠা হাসি অবধি
কোথায় উড়ে গেছে অজানায় পানকৌড়ির ইতিহাস।

এই লাউক্ষেতে ঘুমিয়ে পড়েছে বিশ্রাম আর দুর্বলতা
কোন কথা না বলেও সে সকাল সন্ধ্যা বলে কত কথা।

১৮/০৪/২০২১
ছবি: ইন্টারনেট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.