নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

মুজিব রহমান

মুক্তচিন্তা ও বিজ্ঞানমনষ্ক মানুষ

মুজিব রহমান › বিস্তারিত পোস্টঃ

এ কবিতা নষ্টদের বিরুদ্ধে

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০০


যে ধর্ষক, সেতো আমাকে ঘৃণা করে চক্ষু মুদে
মনে মনে রশিতে গিরা দিয়ে বানায় আমার ফাঁস
মানুষতো পিঁপড়ের মতো কখনোই হবে না ক্ষুদে
প্রকৃত মানুষই কামড় বসায়, না-হয়ে দাস৷

যে দস্যু সেতো মটকাতে চাইবে পাঁজরের হাড়
তীক্ষ্ণ চোখে দেখবে পেঁচা, ভেদ করে অন্ধকার
মানুষ অন্ধ নয়, মৃত্যুর গলা তার ধরতে জানা
তারা প্রভেদ করে রক্ত আর রক্তিম বেদানা৷

যে মৌলবাদি-জঙ্গি, ধর্মের চিহ্ন ভরা বুক
আমাকে ঘৃণা করবেই ওই প্রতারক উজবুক
মানুষ একা হতে পারে, একা হতে পারে না প্রগতি
মগজ শূন্য হলে, তার দায় নেয় না প্রকৃতি৷

তোমাদের সন্মুখে কখনো দাঁড়াবো না নতজানু
তুমি জানো না, কতো শক্তি গোপনে রাখে পরমাণু
সব নদীর কিনারে, দেখেছি অপরাভব জীবন
ঘৃণার স্রোতে অবজ্ঞা করি দস্যুর মুক্তিপণ৷

ধর্ষক, খুনি, দস্যুদের গ্রাস করুক শামুক
পিতার শুক্রাশয়ে ফিরে যাক যত আছে কামুক
জনকের জননাঙ্গ দিয়ে কমোডে হোক স্খলিত
ঠৌঁটে চুমু দেয়ার আগেই হোক নষ্ট গলিত৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.