![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনিরা লিখতে খুব ভালবাসি । আর যতক্ষন আমি অবসর এ থাকি নিজের এবং পরিবার নিয়ে লিখতে বসে পড়ি।কোথায় লিখি জানেন আমার ব্যক্তিগত ডায়রিতে। \n\nধন্যবাদ\nআমি মনিরা
আমি মনিরা থাকি দিনাজপুর। আমি আমার জীবন নিয়ে এবং নিজেকে নিয়ে লিখব। আশা করি সবাই আমার পোস্ট গুলো নিয়মিত পড়বেন। আর আমাকে উৎসাহিত করবেন।
কি করবেন না ???
যতটুকু পারবো লিখব...............
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
আমি মনিরা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য । খুশি হলাম।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২
কোবিদ বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আশা করি আপনাকে সাথে পাবো
সবসময়। শীতের উষ্ঞ শুভেচ্ছা
আপনার জন্য।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
কোবিদ বলেছেন: কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)
কোবিদ
কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া আধার দেখি প্রাতে।
ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া
হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।
কবি হওয়া ব্যাপরতো নয় ভাবি মনে মনে
যে ভাবে বাড়ছে কবি প্রতি দিনে দিনে।
কোমর বেধে লেগে পড়ি হতে হবে কবি
কিন্তু একি দেখতে যে পাই শুধু কাকের ছবি।
কাক ও কবি সমান তালে পাল্লা দিয়ে বাড়ে
কাক হবো না কবি হবো কে যেতে কে হারে।
হিসাব কষি তাইতো আমি কার সংখ্যাটা বেশী
উত্তরটা জানতে পেরে পাচ্ছে শুধু হাসি।
কবি হবার খায়েশ নাই আর খাতা কলম ছাড়ি
জন্ম-মৃত্যু নিয়ে থাকি কবির সাথে আড়ি।
কবি হতে বিদ্যা লাগে যেটা আমার নাই
কবির কাছে আমি তাইতো ক্ষমা চাই।
কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান
কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।
কবি হতে পড়তে হবে গুণী কবির লেখা
তানা হলে কবি হবার পথটি হবে বাকা।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।
প্রকাশ কালঃ
ঢাকাঃ মঙ্গলবার ২০ মে, ২০১৪ ইং
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
আমি মনিরা বলেছেন: বাহ আপনি তো খুব ভাল কবিতা লিখেন । আপনাকে খুজছে বাংলাদেশ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫
কাবিল বলেছেন: লিখতে থাকেন সাথেই আছি
(বিঃ দ্রঃ - পতিউত্তর দেয়ার সময় মন্তব্যের উপরে সবুজ তীর চিহ্ন ক্লিক করুন)
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫
আমি মনিরা বলেছেন: ধণ্যবাদ কাবিল
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
মামুন তালুকদার বলেছেন: আমি তো নই কোন কবি আমার কবি হবার নেই কোন ভাষা,,
আপনার কবিতাগুলো ভাল হউক এটাই আমার আশা।।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
কোবিদ বলেছেন:
ভেরীগুড !!
এতদিন পরে সুমতি হলো।
লিখতে থাকুন অবিরাম।
শুভেচ্ছা রইলো আপনার জন্য।