![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনিরা লিখতে খুব ভালবাসি । আর যতক্ষন আমি অবসর এ থাকি নিজের এবং পরিবার নিয়ে লিখতে বসে পড়ি।কোথায় লিখি জানেন আমার ব্যক্তিগত ডায়রিতে। \n\nধন্যবাদ\nআমি মনিরা
তার নাম রাশেদ আহমেদ। মজা করতে খুব ভালবাসে । তার সাথে আমার এক সসিয়াল মিডিয়া অর্থ্যৎ http://badoo.com/ এ আমাদের পরিচয়। তারপর ফেসবুক এ। সে আমাকে মনে হয় ১২ ঘন্টার মধ্যে ১৩ ঘন্টাই মনে করে । কিন্তু খুব দুষ্টু কিন্তু আমার কাছে সে অনেক বেশি প্রিয়। সে আমাকে সব সময় হাঁসায়। আর আমি হাসি ।
তার কথা লিখে শেষই করা যাবে না। অন্য একদিন বলব।
ভাল থাকিস রাশেদ । আর আমার ব্লগ এর সবাই । ভুল হলে সরি। মানে দুঃখিত।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১
আমি মনিরা বলেছেন: ধন্যবাদ কোবিদ আপনাকে। তার সাথে আপনার পরিচয় হলে আপনিও জানতে পারবেন যে আসলেই সে অনেক ভাল .।
ধন্যবাদ আপনাকে
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
কোবিদ বলেছেন:
ধন্যবাদ মনিরা'পু
যুগ যুগ ধরে নদীর স্রোতের মতো
বহমান থাকুন আপনাদের বন্ধুত্ব
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০
প্রামানিক বলেছেন: রসিক বাবুর জন্য ধন্যবাদ সাথে আপনেকেও।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
কোবিদ বলেছেন:
রসিক বাবুর সাথে পরিচয় হবার
অপেক্ষায় রইলাম।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
আমি মনিরা বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রামািনক । কিন্তু রসিক বাবু টা কে.
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাই আপনার রাশেদের কথা বলছে!!
সে তো আপনারকে সারা দিন হাসায়,
আর রশিক না হলে কি হাসাতে পারে।
হাসাতে পারে বলেই রশিক বাবু
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
আমি মনিরা বলেছেন: একদম ঠিক
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
কোবিদ বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনিরা'পু,
আপনি সত্যি রাশেদকে খুব ভালোবাসেন তা
আজ প্রমান করলেন। ছেলেরা সব সময়ই
দুষ্ট হয়, আর মেয়েরা মিষ্টি!! তো দুষ্ট হয়েই
থাক আপনার বন্ধু রাশেদ, ধন্যবাদ উভয়কে।
ভােলো থাকবেন