![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনিরা লিখতে খুব ভালবাসি । আর যতক্ষন আমি অবসর এ থাকি নিজের এবং পরিবার নিয়ে লিখতে বসে পড়ি।কোথায় লিখি জানেন আমার ব্যক্তিগত ডায়রিতে। \n\nধন্যবাদ\nআমি মনিরা
জানি সবাই ভাবছেন আর এ মেয়েটা তো দেখি লোভি। আসলে আমি চাচ্ছি যে মনের দিক দিয়ে ধনী । সত্যি আমি তাকে চাই । কারন আমি সবসময় সেই মানুষটিকে নিয়েই ভাবি।
আছে কি এমন মানুষ।
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
আমি মনিরা বলেছেন: হা হা কি যে বলেন । পরের ধনে পোদ্দারী!! এ কথাটা তো আমি বলি নি
২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
সুমন ঘোষ বলেছেন: খঁুজে দেখুন - পাবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
আমি মনিরা বলেছেন: হুম খুজতে হবে
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
কোবিদ বলেছেন:
ধনী মন তো ধনী মানুষের থাকে,
গরীবের ধন না্ই বলে তাদের মান ও নাই,
তা হলে কী পক্ষান্তরে আপনি একটা্ ধনে মানে
ভরপুর মানুষ খুঁজছেন?
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
আমি মনিরা বলেছেন: কোবিদ আপনি যে বললেন গরীব এর মন নাই । এটা একদম মিথ্যা কথা । কারন গরীব এর মন আছে । কিন্তু একটা ধনী মানুষ এর মন নাই ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
সুমন ঘোষ বলেছেন: পেয়েছেন কি ? না পান নাই ?
আমিও অবশ্য ধনী মানুষ , ধনে নয় মনে । নামের মধ্যে মন'ও আছে আমার।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১
আমি মনিরা বলেছেন: এখন ও তো পেলাম না । কি যে করি
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
কোবিদ বলেছেন:
অপেক্ষায় থাকুন, আর পেলেন না কে বল্ল!!
একটা সু.......মন তো হাজির!!
ঘোষ বাবুকে প্রপোজ করে দেখতে পারেন!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১
আমি মনিরা বলেছেন: হা হা হা তাই নাকি...
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরের ধনে পোদ্দারী!!
ভালোই তো,
অপেক্ষায় থাকেন
আসবে সুদিন
পাবেন ধন!!!