![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনিরা লিখতে খুব ভালবাসি । আর যতক্ষন আমি অবসর এ থাকি নিজের এবং পরিবার নিয়ে লিখতে বসে পড়ি।কোথায় লিখি জানেন আমার ব্যক্তিগত ডায়রিতে। \n\nধন্যবাদ\nআমি মনিরা
আজ খুব খারাপ লাগছে সময়টা কাটে না
তাই লিখলাম বলবেন কেমন লাগলো
গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি
বলব বলব বলেও কোন দিন বলতে পারিনি
মনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমায় ভালোবাস?
মনে আবার ভয় জাগে কি জানি কি ভাবে
চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা, মনের কথা
সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা
এই না বলা কথাটি শুধু কষ্ট দিচ্ছে আমায়
আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তোমায়।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫
আমি মনিরা বলেছেন: ধণ্যবাদ আপনাকে
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯
সোজা কথা বলেছেন: ভালোই লাগলো। তবে মনের কথা গোপন করে লাভ নেই, ব্যক্তি বুঝে ভেবেচিন্তে বলে ফেলুন!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
আমি মনিরা বলেছেন: ধন্যবাদ .......
আসলে আমি যে টা লিখেছি ওটা কিন্তু সময় কাটে না তাই লিখছি।
আসলে বলার মত এখন তেমন কাউকে পাই নি।
ধন্যবাদ
৪| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অব্যক্ততার নিজস্ব ভাষা আছে। বললে ফেল্লেই তো বলা হয়ে গেল। তাই না? আপনার লেখনী ভাল। আশা করি লিখে চলবেন নিরন্তর।
৫| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬
শোভ বলেছেন: সবসময় শুনে এসছি মেয়েদের বুক ফাটে টো মুখফুটেনা আজ তোমার কবিতায় তার প্রমান পেলাম । ভয় না পেয়ে সাহস করে লিখে যাও একদিন হয়ে যাবে । তোমার লেখার সারল্য আছে ছন্দ ও আছে ।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
মো: নিজাম গাজী বলেছেন: bah darun he monira.
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭
সনেট কবি বলেছেন: পড়লাম
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
কলমের কালি শেষ বলেছেন: লিখতে থাকুন আর বানানের দিকে খেয়াল রাখুন । কবিতায় বানান ঠিক রাখা বেশ জরুরী ।

ভাল থাকুন ।