| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল সকাল প্রথম আলোর নিউজ "সবাইকে কাঁদিয়ে নিথর বঙ্গবাহাদূর" মেজাজটা খারাপ হইয়া গেল।শুরু হইল ভারত পাকি তর্ক যুদ্ধ।পাকিস্তান নিয়া বললে কারো গায়ে লাগতে দেখিনি, অন্তত আমার বন্ধু মহলে, কিন্তু ভারত নিয়া বললে অনেকের গায়ে লাগে।ভারতের প্রতি আমার কৃতজ্ঞতা আজীবনের। কিন্তু যা করা হচ্ছে তা কি কৃতজ্ঞতা? অনেকেই স্বাধীনতার স্বাদ নিতে এখনও একাকী বোধ করেন। অনেকে আবার "চটি সাংবাদিকের" পক্ষেও বলেন।ভারত আমাদের প্রতিবেশি ও বন্ধু দেশ। ভারত থেকে আমাদের প্রয়োজনীয় অনেক দ্রব্য আমদানি করি।কিন্তু তাতো বিনে পয়সায় না বা এমন নয় যে তারা অনাহারে থেকে আমাদের দিচ্ছেন। কৃতজ্ঞতার মানে কি আজীবন গোলামী? তাদের জন্যই তো স্বাধীনতা পেলাম, বোধকরি আত্মসম্মানও হারালাম আজীবনের জন্য।
©somewhere in net ltd.