নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনস্বিনী

মনস্বিনী

দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

মনস্বিনী › বিস্তারিত পোস্টঃ

খান আতা বনাম বাচ্চু

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়ায় একটা বিতর্ক খুব চলছে। সেটা হচ্ছে বাচ্চু মিয়ার আবিষ্কার। তিনি প্রচুর গবেষণা করে একটি বিবৃতি আবিষ্কার করেছেন যে সেখানে খান আতার সাক্ষর ৯ নম্বরে।সুতরাং তিনি রাজাকার। তিনি ঐ তালিকায় আগে পিছে আরও যে ৫৪ জন আছে তাদের সম্পর্কে কোথাও কখনও কিছু বলছেন শুনি নাই।তাহলে খান আতা কে নিয়া তার মাথা ব্যাথা কেন? সেটা আমার মত মূর্খ মানুষের বুঝতে অসুবিধা হয় নাই। আসলে সেটা পেশাগত হিংসা। আমার মনে হয় তিনি ট্রাম্পের দেশে যে অনুষ্ঠানে এ কথা বলেছেন সেখানে হয়তো তার কানের কাছে কেউ খান আতার প্রশংসা করেছিল।তাই তার এত রাগ। তিনি জানেন তারা স্বামী স্ত্রী মিলা যতই শিল্প চর্চা করেন না কেন খান আতাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। কেবল তাই না তিনি যে সিনেমার কথা বলছেন সেই সিনেমার একটি গান দেশের মানুষের কাছে সারাজীবন যে আবেদন সৃষ্টি করবে তার সম্পূর্ণ ‘গেরিলা’ ছবিটি সে আবেদন কখনও সৃষ্টি করতে পারবে না।তার সমস্ত শিল্পকর্মও তা পারবে না। তাই সবাইকে “আবার তোরা মানুষ হ” সিনেমার “এক নদী রক্ত পেরিয়ে” গানটি মন দিয়ে শুনতে অনুরোধ করছি।তা হলেই বুঝতে পারবেন তিনি মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন না তাদের সম্মান চিরকালীন করেছেন। বাণী ও সুরে সমৃদ্ধ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে এমন গান আর আছে কি না আমার জানা নাই।এ গানটার গীতিকার ও সুরকার খান আতা।এ গানের কাছাকাছি মানের আর একটি গান আছে যার গীতিকার ও সুরকার দুই জন। হায় বাচ্চু কাদের সিদ্দিকী সাহেবের সেই কথা মনে আছে? আর আমি বলছি ঠগ বাছতে গা উজাড় হবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মলাসইলমুইনা বলেছেন: "দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত "! আপনার এই চিন্তা আর কোনোদিন শেষ হবে বলেতো মনে হচ্ছে না | আমাদের দেশে এই ধরণের ননসেন্স চলতেই থাকবে | কিছুই করার নেই | আমরা উল্টো দিকে যাবো, সামনে এগুবোনা বলে পণ করে বসেই আছি মনে হয় |

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

মনস্বিনী বলেছেন: অন্যের সম্পর্কে কিছু বলার আগে দশবার ভাবা দরকার। সেই কথাটা আমরা মনে রাখি না।

২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বইলা আর শরম দিয়েন না তেনাগো রে। তেনারা আমারে বলছে, আমার নাকি ল্যাঞ্জা দেখা গেছে। তেনারা যখন যুক্তিতে পারেন না তখন ল্যাঞ্জা, ছাগু এসব বইলা পাশ কাটান...

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

বিবাহিত ব্যাচেলর (বাপ্পী) বলেছেন: আলোচিত হওয়ার অনেক ট্রাই করেছিলেন অনেক দিন থেকে, অবশেষে সফল হয়েছেন বাচ্চু সাহেব। নামের মধ্যেই একটু সাদেকবাচ্চু সাদেক বাচ্চু আছে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

সনেট কবি বলেছেন: বিষয়টা খুব চিন্তার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.