নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য ভালবাসা

কলম সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলা আর দেশের জন্য কিছু কাজ করা এই অঙ্গীকার নিয়েই পথ চলা....

মঞ্জুর হোসেন

নিজের বিবেক যা কিছু সত্য বলে তা অকপটে স্বীকার করা এবং লিখে অন্যকে জানানোই আমার অঙ্গীকার

মঞ্জুর হোসেন › বিস্তারিত পোস্টঃ

কবি আবদুল হাই শিকদারের ৫৭তম জন্মদিন আজ, জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানাবে

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮



বর্তমান সময়ের একজন সাহসী লেখক, নির্ভিক কলম যোদ্ধা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’কে নিয়ে দীর্ঘদিন গবেষনা করছেন সেই সকলের প্রিয় বিশিষ্ট কবি, সাংবাদিক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদারের ৫৭তম জন্মদিন আজ। ১৯৫৭ সালের এইদিনে তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর তীরে গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কৃষিবিদ বাবা ওয়াজেদ আলী এবং মা হালিমা খাতুন দু’জনই ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর আসাম জীবনের ছাত্র। কবিতা, গল্প, শিশু-সাহিত্য, গবেষণা, সম্পাদনা ইত্যাদি সাহিত্যের সব শাখাতেই আবদুল হাই শিকদার রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর। এ যাবত তার ৯০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।



এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক প্রেক্ষাপটে সাহসীকতার সাথে কলাম লিখে চলেছেন।



কবির ৫৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ ও উৎসঙ্গ সৃজন চিন্তন জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আজ বিকাল ৪টায় ‘নিত্য প্রবল হও’ শিরোনামে আয়োজন করেছে কবিতার আসর। আসরের উদ্বোধন করবেন কবি আল মাহমুদ। আসরে কবি মোহাম্মদ মাহফুজউল্লাহ, কবি ফজল শাহাবুদ্দীন, কবি বেলাল চৌধুরী, কবি আসাদ চৌধুরীসহ দেশের খ্যাতনামা কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন। আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করবেন আবদুল হাই শিকদারের কবিতা। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবিকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হবে।



এছাড়াও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বেপারী সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রেসক্লাবের কবির জন্মদিন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানাবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: happy birth day
dear writer

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.