নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক
তুমি এসো
সোনালী রোদের রুপালী ঝিলিক দিয়ে
কাক ডাকা ভোরে গুটি গুটি পায়ে।
তুমি এসো
শরতের রোদেলা দুপুরে
কাঁশ ফুলের সাদার শুভ্রতা নিয়ে।
তুমি এসো
বসন্তের কোকিল ডাকা মধ্যাহ্নে
আম্রমুকুলের মৌ মৌ গন্ধের আবেশ ছরিয়ে।
তুমি এসো
শ্রাবনের বর্ষনমূখর সন্ধ্যায়
এলোচুলে একবুক বিষন্নতা নিয়ে।
তুমি এসো
শৃংখল মুক্তির মিছিলে
শানিত শ্লোগানে হাতে হাত রেখে
মুক্তির বার্তা নিয়ে।
তুমি এসো
তোমার হৃদয় দেবতার তুষ্টির জন্য
ফুলের ডালী সাজিয়ে।
Please Come
Come
with little bashful steps
When the silver flash of the golden Sun shines the dawn
Come
With the purity of those white flowers
when the sun drenches the noon of the late autumn
Come
Spreading the zest of sweet-smelling mango buds
When the cuckoo coo’s in the spring midday
Come
With your unruly hair and heart-full melancholy
In the sprinkling evening of the rainy day
Come
With whetted slogan of liberty and hand in hand
In the rally of freedom
Come
To gratify the God of your heart
with promising garden full of flowers….
Translate :Ayesha Siddiquea
©somewhere in net ltd.