নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার \'কলম\'।

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)

পৃথিবীতে ঘুরতে আসা কিছু দিনের পর্যটক

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল) › বিস্তারিত পোস্টঃ

অনন্ত ভাবনা

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বিনিদ্র রাত্রি জাগরন

সেতো শুধু তোমারই ভাবনায়,

হৃদয় আকাশের কোথা হতে তুমি উল্কার মত উদয় হয়ে

আবার মিশে য়াও মহাকাশে,

শুধু বাড়িয়ে দাও ভাবনা।



তোমাকে ভাবতে ভাবতে

আমি ভাবনার মহাকাশে মিশে যাই

তবুও ভাবনার কুল খুজে পাইনা।



কোন এক পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কবি মনা ভাবে বসে দু লাইন কবিতা

সেতো শুধু তোমারই ভাবনায় লেখা।

অনুরাগে কবিতার কাগজটুকু নৌকা বানিয়ে ভাসিয়ে দিলাম পদ্মার ঘোলা জলে,

ভেবেছিলাম ভাবনার শেষ এখানেই হবে,

শেষ হয়নি

বরং তোমাকে ভেবে লিখেছি এক গুচ্ছ বিচ্ছেদ প্রেমের কবিতা।



শুরু আছে যার,শেষও আছে তার

এই পৃথিবীও একদিন শেষ হবে,

জানিনা তোমাকে নিয়ে আমার ভাবনার শেষ হবে কিনা।



Eternal Thought



All my Sleepless nights

Passes only thinking of you

like a meteorite you emerge in the sky of my mind all on a sudden

then disappear into the space soon,

just leaving me alone with the mounting thought .

Thinking of you

I often get lost into the vast space

Still don’t find the edge of this notion

On an afternoon, sitting of beside the bank of river

my poetic heart wrote some verses of love

it’s for none but in thought of you

then being gloomy I make some paper boat with it

and drift it in the messy water of Padma,

Thinking it would be the end of it.

But being all in vain

I ended up with a bunch of severance poems.

Things that have a beginning have an ending too

One day the world will end,

I don’t know whether it will be the end of my eternal thoughts for you.



Translator: Ayesha Siddiquea

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.