![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইলে তুমি মানুষ হয়ে বাঁচতে পারো
শিশির মোরশেদ
********★***************
তুমি কি আর মানুষ নও?চাইলে তুমি মানুষ হয়ে বাঁচতে পারো
ঘেন্না যত মনেপুষা,একযোগে সব ময়লা করে-ভালোবাসা পুষতে পারো
নেশাপ্রবণ মনটাকে,নেশার মতো একবোতলে বন্ধি করে
রাখতে পারো,
এ বলবে সে বলবে,লোকে কতো বলবে কি
লোকলীলা দেত্তারি সব,নেশার মতো ছাড়তে পারো
এই পথে এটা,ও পথে সেটা,এটা-সেটা ভুলে গিয়ে
নতুন কিছু ভাবতে পারো,
বলতে গেলে আপত্তি,শুনতে গেলে বারণ
যত্রতত্র কান না দিয়ে
আলোর পথে হাঁটতে পারো,
যাদের তুমি দু'হাত ভরে,আপন ভেবে নিজের করে
উজাড় করে সুখ দিয়েছো
বিনিঃশেষে পেয়েছো কি?এমন প্রশ্ন আসে যদি
ভুলের মতো ভুলতে পারো,
শুধু তুমি,তোমার মতো মানুষ নামের প্রাণীটাকে
মনখুলে সব প্রেমর বার্তা দিতে পারো,
বিনিময়ে কি পেলে?পাওয়ার কথা ভেস্তে যাক্
কষ্টে তুমি কাঠ হয়েসব পুড়েগেলে
পোড়ার সময় হাসতে হাসতে বলতে পারো
বলতে পারো,এবার তবে আসি
তবু ও আবার বলে গেলাম
মানুষনামের প্রাণীটাকে বড্ড ভালোবাসি।
,
৩ আশ্বিন ১৪২৩.
©somewhere in net ltd.