![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্টপ্রায়
শিশির মোরশেদ
******★********
সে আর আমি
কেউ কারো হই নি
মাঝেমধ্যে কেবল দেখা হয়
যখন দু'জন ই কষ্টে থাকি
কষ্টকে তাই বুকের মাঝে
যত্ন করে বেঁধে রাখি।
আমরা দু'জন কেউ কারো না
বলতে গেলে গলা কাঁপে
একটা কথা কেমনে জানি
মনের ভীতর ভীষণ চাপে
কাঁদতে থাকে,
একলা থেকে,থেকে থেকে
মনেরাখা মুখখানি তার
ভুলে যাওয়া হয়না কেনো
এইনা ভেবে যুগ চলে যায়
হঠাৎ করে পাই না কেনো
দেখা আবার হবে নাকি
তাইতো শুধু ভাবছি
ভাবনাগুলো মন বোঝে না
কার অপেক্ষায় থাকছি।
,
০৪/০৯/২০১৬.
©somewhere in net ltd.