![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতা
শিশির মোরশেদ
*****★*******
যেখানে আনন্দ নেই,দুঃখ নেই,সংসার নেই
সেখানে একদল মানুষ আমাকে খুঁজতে আসে
মরে চেপ্টা হয়ে আছি কিনা,দেখতে আসে
যেখানে যুদ্ধ নেই,মিছিল নেই,সমাবেশ নেই
সেখানে আমার মরা দেহ খুঁজতে আসে
মরে কোন পঁচা লাশের মতে হয়ে আছি কিনা,দেখতে আসে
যেখানে পাথর,হয়েছে শহর,মাটি ছিঁড়ে উঠেছে দালান
সেখানে কি রে আবার ফিরে,পাবি মোর দেহখান।
,
১ আশ্বিন ১৪২৩.
©somewhere in net ltd.