![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোক প্রকাশে ভালো আছি
শিশির মোরশেদ
******★************
দুঃখে দুঃখে গেরস্থালী শুকনো পাতার গেরস্থালী
সন্ধ্যা হলে এমন করে শুকনা পাতাও পুরিয়ে গেলে
দৈনিক জমা দুঃখগুলো লোকুবে কোথায়?
পৃথক কোন দ্বীপের মতো,মতো করে হারায় যদি
জলেরদাম দামে,শস্তা হয়ে অশ্রুধারা নামে যদি
দুঃখগুলো ভীড়বে কোথায়?
বরাদ্দ সব স্বপ্নগুলো,স্বপ্ন হয়ে থেকে গেলে
কাঁটার মতো ভীষণভাবে শরীরসহ ভেস্তে গেলে
দেহটাকে রাখবো কোথায়?
শোকগুলো সব সুখের মতো,ব্যাথার ঔষধ হতো যদি
দুঃখটাকে কিনে নিতাম,লেনদেনটা মিলতো যদি
এখন কেবল ব্যাথাটুকু, বক্র হয়ে থেকে গেলে
সমান্তরালে মিলবো কোথায়?
কষ্টে যখন ঘুম আসে না,মধ্যরাতে সুযোগ পেয়ে
বালিশটাও নালিশ জানায়
ভাবছি এখন আর হবে না,মিথ্যে সমাচার
বৃষ্টি নামুক সন্ধ্যা আসুক,আসলে আসুক বিপদতরী
তুবও এবার বলবো শোকে উচ্চ গলায় প্রাণ ভরি
কষ্ট আমার ভীষণ মানায়।
,
২৬ আশ্বিন ১৪২৩.
©somewhere in net ltd.