![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে কেবল রহস্য (উৎসর্গঃপ্রিয় কবি হেলাল হাফিজ)
শিশির মোরশেদ
********★************
তুমি যখন জানলার পাশে ধীরচিত্তে চুল আঁচড়াও
তখন আমি ওডিসিয়াসের ট্রয় নগরীর কাহিনী কল্পনা করি
তুমি যখন চুম্বনে চুম্বনে ভূমিষ্ঠ শিশুর ললাট ভরে দাও
তখন আমি পশ্চিমের আকাশে সূর্যাস্ত দেখি
তুমি যখন বিকেলের বারান্দায় হেঁটে হেঁটে সাইকোলজি পড়ো
তখন আমি মনের নাবিক হয়ে পাড়ি দিই ভূমধ্য সাগর
তুমি যখন মধ্যরাতে ঘুমানোর জন্য শয্যা রচনা করো
তেতলা বিল্ডিং'এ
তখন আমি শহরের অলি-গলিতে উদ্ভাস্তুর শীত বস্ত্র হয়ে যাই
তুমি যখন সদ্য ভোরের অপেক্ষায় থাকো অধীর আগ্রহে
তখন আমি পত্রিকাওয়ালার সাইকেল হয়ে ছুটে আসি
তোমার বারান্দায়
তোমার সাথে আমি যখন মুখোমুখি হই
দু'জনের মাঝে শুধু এটুকু পার্থক্য থাকে হে নারী
তুমি খোঁপায় গোলাপ গুঁজে পৃথিবী দেখতে গেলে
আমি কেবল দর্শনে তা মুগ্ধ হতে পারি।
,
২১/১২/২০১৬.
©somewhere in net ltd.