![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের উপযোগ
শিশির মোরশেদ
********★*************
শীতের ভোরে একটু বাইরে এসে দাঁড়াও
জানি কষ্ট হবে,শহুরেদের জন্য কষ্ট বৈ না তো কি
নিসর্গশোভা কি চমকপ্রদ
স্বচক্ষে না দেখলে আঁচ করা যাবে না,
আরে প্রতিদিন কি চোখের ইচ্ছেমতো ঘুমোবে?
দেখো না,কেমন অসহ্য ঠাণ্ডায় গায়ের মানুষগুলো ছুটাছুটি করছে
আমপারা নিয়ে ছোটনের মতো ছেলেগুলো ছুটছে মকতবের দিখে
প্রতিবেশী রসওয়ালা হারু ঘোষ
তার কথা আর নাইবা বললাম,
আগুনপোহানো কি দেখেছো কখনো?
বৃদ্ধেরা কিভাবে চতুরপাশগিরে আগুন পোহায়,
গায়ে এসেছো অনেকদিন হলো,শীতের আয়োজন তো চলেই যাচ্ছে
আরে,যার জন্য আসা তাকেই যদি না দেখো নিতান্তই বৃথা হবে সফর
এবার নাহয় একটা সকাল,অন্তত ক্ষণিকের জন্য সকালের আয়োজনটুকু দেখো
কিভাবে কুয়াশা টিনের চাল বেয়ে,শিমের লতা বেয়ে
আলতো করে ঝরে যায়,নিঃশব্দে
তুমি জানলার ফাঁকে হাত বাড়ালে ছুঁয়ে দিবে শিশির
তোমার শহুরে দু'হাত
অতঃপর তুমি উল্লাসে ভুলে যাবে ঠাণ্ডার তকলিফে বিহান।
,
০১/০১/২০১৭ খ্রিষ্টাব্দ, সন্ধ্যেবেলায় রচিত।
©somewhere in net ltd.