নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলা যায় অবেলার পরে

শিশির মোরশেদ

এই তো মানুষ হয়ে বেচে আছি

শিশির মোরশেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতাপাঠ

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

অলৌকিক কবিতা-২
***********★***********
দু'জনের পরিচয় ভুল ডায়ালিং এ
পাঁচ বছরের নিটুল প্রেমে জাররা পরিমাণ খাদ নেই।

পাঁচ সালে তাদের মাঝে সবকিছু হয়েছে বার্তাশালে
কেবল মুখোমুখি সাক্ষাৎটুকু হয় নি।

রাজরানী কিংবা তাজমহলের ঘটনা হতে শুরু করে
পৃথিবীগ্রহ বাদে ও তারা ঘুরে আসে অন্যান্য গ্রহ থেকে।

সবকিছু তারা কল্পনায় পায়
বাস্তবে পায়না কোনদিন।

একদিন তারা ঠিক করলো
কোনো এক সদ্য ভোরের জমিনে সাক্ষাৎ করবে।

তখন ভোর ছ'টা দু'জনের মাঝে দেখা হয় চৌরাস্তার মোড়ে
মহিলাটি ছেলেটাকে দেখা মাত্রই মূর্ছিত হয়ে গেলো।

"ছেলেটি ছিলো তার একমাত্র পুত্র"
যাকে সে পাঁচ বছর আগে খুন করেছিলো।

পরকীয়ায় মগ্ন হয়ে খুন করেছিলো।

মুসল্লিরা মসজিদ থেকে বেরুতেই মূর্ছিত মহিলাটিকে দেখে
দীর্ঘক্ষণ পর হুশ ফিরে আসলে সবাইকে সে ঘটনাটি বলে।

কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না,এমনকি আপনি ও না।

, শিশির মোরশেদ।
২মাঘ ১৪২৩.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.