![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম পর্ব........
"""""""""মাযহাব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ
প্রশ্নোত্তর """"""""""""""
মাযহাব কী এবং কেন?
আজকাল অনেক ভাইকে দেখা যায়
মাযহাব শব্দটি নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন।
আবার অনেকে জেনে শুনে মাযহাব
নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তাদের জন্য এই পোষ্ট নয়। কারণ ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব,
কিন্তু জাগ্রত ব্যক্তিকে সম্ভব নয়। যারা সত্যিকার অর্থেই মাযহাব। নিয়ে জানতে চান তাদের জন্য
এই ছোট্ট প্রচেষ্টা।
মাযহাব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মাযহাব কি এবং কেন?
মাযহাব কি রাসূল,সাহাবী এবং তাবেঈ
কারো মানার দলীল আছে?
কুরআন ও হাদীস দেখে আমল করলে অসুবিধা কোথায়? মুহাদ্দিসগন কি মাযহাব
মেনেছেন?
আমরা কেন চারটি মাযহাব থেকে বেছে বেছে মাসআলা আমল করতে পারব না? কেন একটি মাযহাবই মানতে হবে?
মাযহাব কি?
মাযহাব মানে মতামত, বিশ্বাস, ধর্ম, আদর্শ, পন্থা, মতবাদ, উৎস। মিসবাহুল লুগাত
(থানবী লাইব্রেরী-২৬২ পৃষ্ঠা)
মুজতাহিদ হল কুরআন সুন্নাহ, সাহাবাদের ফাতওয়া, কুরআন
সুন্নাহ সম্পর্কে বিজ্ঞ ব্যক্তিদের
ঐক্যমত্বে এবং যুক্তির নিরিখে কুরআন সুন্নাহ
থেকে মাসআলা বেরকারী গবেষক দলের নাম। যারা নিষ্ঠার সাথে বিভিন্ন মূলনীতি নির্ধারণ
করে কুরআন সুন্নাহর বাহ্যিক বিপরীতমুখী মাসআলার মাঝে সামাঞ্জস্যতা এনেছেন।
কুরআন সুন্নাহর একাধিক অর্থবোধক
শব্দের নির্ধারিত পালনীয় অর্থকে নির্ধারিত
করে দিয়েছেন। নতুন উদ্ভূত মাসআলার
শরয়ী মূলনীতির আলোকে সমাধান
বের করেছেন।
সেই সাথে নতুন নতুন মাসআলার কোন
মূলনীতির আলোকে হুকুম আরোপিত হবে যার বিধান সরাসরি কুরআন সুন্নাহে বর্ণিত নেই, সেই
মূলনীতিও নির্ধারিত করেছেন। মূলত সেই
গবেষক দলের নাম হল মুজতাহিদ।
আর তাদের উদ্ভাবিত মূলনীতির আলোকে বের হওয়া মাসআলার নাম মাযহাব।
মাযহাব মূলত এসেছে এই হাদীসটির মাধ্যমে…..
হযরত আবদুল্লাহ ইবনে উমর ও আবু
হুরায়রা রা. হুজুরের সা. হাদীস
বর্ণনা করেছেন, যখন কোন হাকীম (বিচারক ও মুফতী) কোন বিষয়ে ইজতিহাদ করে এবং তা সঠিক হয়, তবে সে দ্বিগুন সওয়াব পাবে।
আর ইজতিহাদে যদি ভুল করে, তবুও
সে একগুন সওয়াব পাবে।
– বুখারী 2/109, মুসলিম 2/72,
তিরমিজী 193
#এবং_কেন?
মাযহাব পালনের কথা এই জন্য বলা হয়
যে, যেহেতু কুরআন সুন্নাহ এর বিস্তারিত জ্ঞান
সম্পর্কে বর্তমানে আলেম খুবই নগণ্য।
যারাও আছে তারাও অনেক কিছু বিষয়ে বিজ্ঞ নন যেসব বিষয়ে বিজ্ঞ হওয়া অতীব জরুরী।
যেমনঃ
# কুরআনে কারীমের কোন আয়াতের হুকুম রহিত হয়ে গেছে?
# কোন আয়াতের হুকুম বহাল আছে?
# কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে?
# কোন আয়াত(কুর’আন-হাদীস উভয়ই) কাদের উদ্দেশ্য করে নাজিলর হয়েছে?
# কোন আয়াতাংশের প্রকৃত অর্থ কি?
# আরবী ব্যাকরণের কোন নীতিতে পড়েছে এই বাক্যটি?
# এই আয়াত বা হাদীসে কী কী অলংকারশাস্ত্র ব্যবহার করা হয়েছে? সেই সাথে হাদীস শাস্ত্রে নিম্নোক্ত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা খুবই জরুরী।
# হুজুর স. কর্তৃক ত্রিশ পারা কোরআনের
ব্যাখ্যায় রেখে যাওয়া দশ লক্ষ হাদীসের কয়টি হাদীস তিনি জানে?
# কোন হাদীসেরর হুকুম রহিত
হয়ে গেছে হাদীসটি সহীহ হলেও এবং কেন?
# কোন হাদীসের হুকুম বহাল আছে?
# কোনটি সহীহ হাদীস কোনটি দুর্বল হাদীস?
# কোন হাদীস কি কারণে দুর্বল?
# কোনো হাদীস দুর্বল হলে সেটা কোন রাবীর
কারণে দুর্বল হয়েছে?
# হাদীসের চেইনে এই দুর্বল রাবীর আসার
আগে হাদীসটি কি অবস্থায় ছিল?
# কোন হাদীস কী কারণে শক্তিশালী?
হাদীসের বর্ণনাকারীদের জীবনী একদম
নখদর্পনে থাকা আলেম বর্তমান যুগে একটাও নাই। অথচ হাদীসের বর্ণনাকারী শক্তিশালী না হলে তার দ্বারা শরয়ী হুকুম প্রমাণিত হয়না।
শুধু তাই নয়, সিয়াহ-সিত্তার কিতাবের লেখকের মতন হাদীস গবেষকও উনাদের পর আর কেউ জন্মাননি।
এই সকল বিষয়ে প্রাজ্ঞ ব্যক্তি পাওয়া যাওয়া দুস্কর। একেতু অধিকাংশ মানুষই আলেম না। আর
মুষ্টিমেয় যারা আসলেই আলেম তারাও উল্লেখিত সকল বিষয় সম্পর্কে প্রাজ্ঞ নয়। তাই যেখানে আলেমদেরই পক্ষে এত কিছু পুংখানুপুংখভাবে জানা সম্ভব হচ্ছে না সেখানে আমাদের
মতন মূর্খ মানুষদের পক্ষে কুরআন সুন্নাহ
থেকে সঠিক মাসআলা বের করা অসম্ভব।
বাকি...........চলবে.........
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
খেলাঘর বলেছেন:
প্রাচীনকালে মানুষের সামাজিক ধারণা পরিস্কার ছিলো না, তারা মানষকে বিভক্ত করেছে।
এখন মানুষকে কোনভাবে শ্রেণীতে বিভক্তকরণ অপরাধের সামিল।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ চালিয়ে যান।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯
হানিফঢাকা বলেছেন: Brother, your writing is totally absurd. Tell me one thing clearly, why do we need to follow mazhab when we do have Quran at our hand in its original form? Quran is not a mysterious book not written in elvish form and nor does it have any mysterious hidden meaning that one should not understand. Your points regarding the justification of mazhab can easily be answered each by each with all the explanations. But this is beyond the scope here. What was the mazhab of our prophet (PUBH)? Why we follow guidebook with full of errors while we have authentic free of error main book? From where did such Imam concept came? Did Quran says anything abut it? What Quran says about them?
[009:031] They take their priests and their anchorites to be their lords in derogation of God, and (they take as their Lord) Christ the son of Mary; yet they were commanded to worship but One God: there is no god but He. Praise and glory to Him: (Far is He) from having the partners they associate (with Him).
[009:034] O ye who believe! there are indeed many among the priests and anchorites, who in Falsehood devour the substance of men and hinder (them) from the way of God. And there are those who bury gold and silver and spend it not in the way of God: announce unto them a most grievous penalty-
Now come to the Imams. What did they say to each others? Followings are few examples of your beloved Imams
There were grave disputes between Imams Shafi’i, Abu Hanifa, Malik,
Hanbal and Sufiyan Sauri. Whoever uttered much nonsense was called a
Faqih (enlightened jurist). (Shah Waliullah, Hujjatullah Al Baligha pg 254)
The so-called Imams were all children of bondwomen. They destroyed
Islam just as the children of bondwomen had destroyed the Israelites.
(Safyan Sauri, Khateeb 13:394)
Out of the scores of mutual indictments of the ‘Imams’ , the following few are worthy of a glance in Tareekh Khateeb Baghdadi, Vol 13 pp 390 to 396,pg 498 on, and Vol 14 pg 257 on.
The mischief of Imam Abu Hanifa for the Ummah is no less than that of Dajjal. According to Imam Abdur Rahman Mehdi, his Fitna is greater then that of Dajjal, the anti-Christ. Safyan Thauri and Imam Auzaa’i said, "No one as reprehensible as Abu Hanifa has been born in Islam." Abu Hanifa called Imam Ja’far Sadiq and Imam Malik as the worst of creations.
Imam Shafi’i called Abu Hanifa the worst of creation.
Imam Abu Yousuf declared Imam Abdullah bin Mubarak a great sinner.
Abdullah replied, “Abu Yousuf is a greater sinner and a greater liar.”
Imam Ahmad bin Hanbal said, "I agree with what you are telling me, but if Abu Hanifa supported it, then I reject it as nonsense." Abu Hanifa and Imam Ahmad bin Hanbal were "Munkireen" (deniers) of Hadith.
A person told a Hadith on behalf of Imam Malik to Abu Hanifa that wudhu (ablution) is half of faith. Imam Abu Hanifa responded, “You should perform two ablutions so that your faith can become whole. (Khateeb Baghdadi 13:387). This one makes sense.
Abu Hanifa should have been flogged since he accepted only 17 Ahadith. (Khateeb 13:387)
Note: The complete name of the oft-quoted book below, Tahqiq-il-Mazahib, is Gharaib fil Tahqiq-il-Mazahib Wa Tafhimul Masaail. Abu Hanifa declared that Imam Malik was a man without any sense. (Tahqiq-il-Mazahib)
Imam Ja’afar Sadiq was an ugly blot on Islam according to Ahmad bin Hanbal. (Tahqiq-il-Mazahib)
Imam Naafe’ said, “Imam Shafi’i committed the most grievous crime, calling Hadith as another form of revelation. He equated Hadith with Wahi. (Tahqiq-il-Mazahib). This one is quite right.
Imam Shafi’i and Imam Malik were sodomites and catamites.” A Mullah at large from Deoband (“Maulana” Yousuf Islahi), these days begins his address by declaring Imam Shafi’i as his hero. Imam Shafi’I, being a great forger, is totally unreliable. (Imam Yahya Bin Moin in Jama’ Bayanul ‘Ilm)
Abu Hanifa had no trace of the knowledge of Deen. (Imam Ahmad Bin
Hanbal, Khateeb Baghdadi 13:396)
Imam Ahmad bin Hanbal was apparently a vanguard of Islam, but in truth, he was a dangerous hypocrite. Mujahid-al-Munafiq Imam Ahmad bin Hanbal, by Abdul Muhsin bin Mullah Ali Al-Qari, pg 67-135) Abu Hanifa is no less than Iblees and Dajjal. (Imam Malik, Khateeb Baghdadi 13:396)
The worst of all people in Islam is Abu Hanifa. He is Dajjal. (Abdur Rahman
Bin Mahdi, Imam Ozaa’i, Khateeb Baghdadi 13:498)
Imam Yahya bin Moin said that Iman Hanbal was a hidden Sabai (a bitter, hateful Shi’a). (Tahqiq-il-Mazahib)
The Sacred Tank of water, Intercession, Angels questioning in the grave, Doom of the grave, Returning of souls in the grave, are truths beyond doubt. But Imam Bukhari said, “If Hanbal says that, it is all nonsense.” (Tahqiq-il-Mazahib)
Abu Hanifa says, “Be the curse of Allah on those who call themselves Imams… Imam Malik, Shafi’i and Ja’far Sadiq were deceitful liars and sodomites. (Tahqiq-il-Mazahib)
Abu Hanifa said that the ‘Imams’ of Islam are worse than the crawling creatures. (Durre-Mukhtar)
Imam Ja’far Sadiq himself was a master forger, but he called all Imams of Figh and the hadith narrators as the worst creatures under the heavens.
(Tahqiq-il-Mazahib)
Imam Abu Yusuf said that other Imams were insects compared to Imam Abu Hanifa. (Fatawa Alamgiri)
Since the so called Imam did not have and showed any respect to others, how come we show respect them? Their saying can explain why people from one mazhab cannot tolerate others. The root lies in their speech.
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭
মোরশেদুজ্জামান বলেছেন: বর্তমানে মাযহবের বিরুদ্ধে খুব ফেতনা ছড়াচ্ছ