![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাদ্দিসগণ কি মাযহাব
মেনেছেন?
জ্বী, সাহাবায়ে কেরাম রাঃ যেমন তাকলীদ তথা মাযহাব মেনেছেন তেমনি মুহাদ্দিসগণও মাযহাব মেনেছেন। কারণ রাসূল সাঃ এর যামানা থেকেই দুই শ্রেণীর মানুষ চলে আসছে, এক শ্রেণী যারা ইজতিহাদ তথা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ছিলেন। তারা ইজতিহাদ করতেন তথা মত দিতেন বিভিন্ন বিষয়ে। আরেক শ্রেণী ছিলেন যাদের এই ক্ষমতা ছিল না, তারা মুজতাহিদদের মতের তথা মাযহাবের অনুসরণ করতেন। সাহাবাদের যুগে যারা মুজতাহিদ ছিলেন,
যাদের তালিকা ইতোপূর্বে উল্লেখিত হয়েছে। আর বিশাল এক জামাত ছিল যারা ইজতিহাদের
ক্ষমতা রাখতেন না। তারা সেই সকল
মুজতাহিদদের মাযহাব তথা মতের অনুসরণ
করতেন। তেমনি তাবেয়ীদের একই অবস্থা ছিল, এক শ্রেণী মুজতাহিদ, আরেক শ্রেণী মুকাল্লিদ
তথা অনুসারী। এমনি মুহাদ্দিসীনদের মাঝেও দুই শ্রেণী ছিল, এক শ্রেণী ছিল যারা ইজতিহাদের
ক্ষমতা রাখতেন, আরেক শ্রেণী ছিল যারা ইজতিহাদের ক্ষমতা রাখতেন না। তাই তাদের মাঝে কারো কারো মাযহাব রয়েছে কারো কারো নেই। কেউ কেউ নিজেই মাসআলা বের করেছেন, কেউ কেউ অন্য কোন ইমামের অনুসরণ করেছেন। যেমন ইমাম বুখারী মুজতাহিদ
ছিলেন, তাই তার কারো অনুসরণের দরকার নাই। তবে কেউ কেউ তাকে শাফেয়ী মাযহাবী বলে মত ব্যক্ত করেছেন। {আল ইনসাফ=৬৭,
তাবাকাতুশ শাফেয়িয়্যাহ-২/২, আবজাদুল উলুম—৮১০}
এমনিভাবে সর্ব সম্মতি ক্রমে ইমাম মুসলিম রহঃ ছিলেন শাফেয়ী মাযহাবের অনুসারী। {আল হিত্তাহ-১৮৬} নাসায়ী শরীফের সংকলক ইমাম
নাসায়ী রহঃ ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ এর মাযাহাবের অনুসারী ছিলেন।, ইমাম আবু দাউদ
রহঃও ছিলেন হাম্বলী মাযহাবের অনুসারী। {ফয়জুল বারী-১/৫৮, আবজাদুল উলুম-৮১০, ইলাউল মুয়াক্কিয়ীন-১/২৩৬}
ইমাম তাহাবী রহঃ ছিলেন হানাফী মাযহাবের
অনুসারী। যা তার সংকলিত তাহাবী শরীফ
পড়লেই যে কেউ বুঝতে পারবে। এছাড়াও বাকি সকল মুহাদ্দিস হয়ত মুজতাহিদ ছিলেন, নতুবা ছিলেন মুকাল্লিদ কোননা কোন ইমামের।
"----কেন একটি মাযহাবই মানতে হবে?-----
বাকী--------চলবে.............
©somewhere in net ltd.