নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোরশেদুজ্জামান

আমি সত্যের অনুসন্ধানী। মিথ্যের কারাধনী।

মোরশেদুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

নাভীর নিচে হাত বাঁধা কতটুকু সহীহ??

২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪১

প্রশ্ন: নাভীর নীচে হাত
বাঁধার কোনো প্রমাণ সহীহ
হাদীসে নেই। এ সম্পর্কে যত হাদীস
ও আছার আছে সব জয়ীফ।’
আমার বন্ধুটি একজন আলেম। আমারও
উলূমুল হাদীস বিষয়ে কিছু
পড়াশোনা আছে। তার
সাথে আলোচনার পর আমি বিষয়টির
উপর কিছু পড়াশোনাও করেছি।
নামাযে হাত বাঁধার
বিষয়ে একটি পূর্ণাঙ্গ
আলোচনা এবং উপরোক্ত
বিষয়ে ইলমী সমাধান আপনাদের
নিকট কামনা করছি। আল্লাহ
তাআলা আপনাদের
জাযায়ে খায়ের দান করুন।
রাইয়ান ইবনে লুৎফুর রহমান
পল্লবী, ঢাকা-১২১৬
উত্তর : নামাযে হাত বাঁধা সুন্নত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নামাযে হাত
বেঁধেছেন। তাঁর ডান হাত থাকত বাম
হাতের কব্জির উপর।
সাহাবায়ে কেরামকে এভাবেই
নামায পড়ার আদেশ করা হত
এবং তাঁরাও এভাবেই হাত
বেঁধে নামায পড়তেন।
নামাযে হাত বাঁধা
হযরত ওয়াইল ইবনে হুজর রা.
থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তাকবীর
দিয়ে দুই হাত তুললেন। রাবী বলেন,
দুই কান বরাবর। এরপর পরিধানের চাদর
গায়ে জড়িয়ে নিলেন, এরপর ডান
হাত বাম হাতের উপর রাখলেন ...।
ﻋﻦ ﻭﺍﺋﻞ ﺑﻦ ﺣﺠﺮ : ﺃﻧﻪ ﺭﺃﻯ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﺭﻓﻊ ﻳﺪﻳﻪ ﺣﻴﻦ ﺩﺧﻞ ﻓﻲ ﺍﻟﺼﻼﺓ ﻛﺒﺮ، ﻭﺻﻒ
ﻫﻤﺎﻡ ﺣﻴﺎﻝ ﺃﺫﻳﻨﻪ، ﺛﻢ ﺍﻟﺘﺤﻒ ﺑﺜﻮﺑﻪ، ﺛﻢ ﻭﺿﻊ ﻳﺪﻩ
ﺍﻟﻴﻤﻨﻰ ﻋﻠﻰ ﺍﻟﻴﺴﺮﻯ ...
- সহীহ মুসলিম ১/১৭৩
হযরত হুলব আতত্বয়ী রা. বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম
হতেন এবং তাঁর ডান হাত দিয়ে বাম
হাত ধরতেন।
ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺆﻣﻨﺎ ﻓﻴﺄﺧﺬ
ﺷﻤﺎﻟﻪ ﺑﻴﻤﻴﻨﻪ . ﺭﻭﺍﻩ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ .
-জামে তিরমিযী ১/৩৪;
ইবনে মাজাহ ৫৯
হযরত সাহল ইবনে সাদ রা. বলেন,
লোকদেরকে আদেশ করা হত, পুরুষ
যেন নামাযে ডান হাত বাম বাহুর
উপর রাখে।’-সহীহ বুখারী ১/১০৪
ﻛﺎﻥ ﺍﻟﻨﺎﺱ ﻳﺆﻣﺮﻭﻥ ﺃﻥ ﻳﻀﻊ ﺍﻟﺮﺟﻞ ﺍﻟﻴﺪ ﺍﻟﻴﻤﻨﻰ
ﻋﻠﻰ ﺫﺭﺍﻋﻪ ﺍﻟﻴﺴﺮﻯ ﻓﻲ ﺍﻟﺼﻼﺓ . ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺣﺎﺗﻢ : ﻻ
ﺃﻋﻠﻤﻪ ﺇﻻ ﻳﻨﻤﻰ ﺫﻟﻚ ﺇﻟﻰ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ .
হযরত জাবির রা. বলেন, আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একজন নামাযরত
ব্যক্তির নিকট দিয়ে গমন করছিলেন,
যিনি ডান হাতের উপর বাম হাত
রেখে নামায পড়ছিলেন। আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তার হাত
খুলে ডান হাত বাম হাতের উপর
রাখলেন।-মুসনাদে আহমদ, হাদীস
br /> ১৫০৯০
ﻣﺮ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺮﺟﻞ ﻭﻫﻮ
ﻳﺼﻠﻲ ﻗﺪ ﻭﺿﻊ ﻳﺪﻩ ﺍﻟﻴﺴﺮﻯ ﻋﻠﻰ ﺍﻟﻴﻤﻨﻰ ﻓﺎﻧﺘﺰﻋﻬﺎ
ﻭﻭﺿﻊ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.