নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রংয়ের হাড়ি

একা থাকতে ভালো লাগে ।কথাটাও খুব কম বলতে পছন্দ করি ।

মোশারফ তানভীর

স্বপ্ন আছে অনেক কিন্তু পূরনের সাধ্য আদৌ হবে কিনা জানিনা ।

মোশারফ তানভীর › বিস্তারিত পোস্টঃ

কূটনৈতিকতার দোহাই দিয়ে নিজের দেশকে আর কতো বিলাতে হবে?

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

দেশে তনু নিয়া এত চিল্লাচিল্লি হল কিন্তু সুন্দরবন নিয়া সাউন্ড নাই কেন?
একজনকে রেপ করে মেরে ফেলা হল তাতেই অনলাইন-অফলাইন কেপে উঠল। কিন্তু এখন গোটা সুন্দরবনকে দিনে দুপুরে তিলে তিলে খুন করা হবে তাতে কারো কোনো আক্ষেপ নাই। বিশেষ করে মিডিয়া এবং পপুলার মিডিয়াব্যাক্তিত্বরা মুখ খোলে না কেন? সুন্দরবন নষ্ট হলে বাংলাদেশ প্রাকৃতিক ভারসাম্য হারাবে। গোটা বাংলাদেশ হুমকির মুখে পড়বে।

চিন্তা করেন একবার সারাদেশে বিদ্যুৎ এর অভাব নাই কিন্তু তাপমাত্রা ৪৮ ডিগ্রি এর নিচে নামতে চায়না। কী করবেন তখন? নিজেকে এসির ভিতরে পুরে রাখবেন?

শাহবাগী ভোদাইরা কোথায় আজ? দাদাবাবুদের বগলের নিচে আশ্রয় নিয়েছেন?
অমাবস্যা এলে কেউ পথ পাবেন না। পাইক্কা দালালদের অমাবস্যা এসেছিল ৪০ বছর পর আপনাদেরটা কত বছর পর আসবে বলে মনে করেন দাদাবাবুর দালালরা? প্রকৃতির বিচার প্রাকৃতিকভাবেই হবে, ভাববেন না বিশাল কাড়ি জমিয়ে বিদেশে পাড়ি দিয়ে বেচে যাবেন। ৪৫ বছর আগে ওরাও ভেবেছিল বিদেশে পাড়ি দিয়ে বেচে যাবে কিন্তু পারেনি। কেউ পার পাবেন না।

দেশের মানুষ এখন মরিচায় আক্রান্ত তবে কেউ একজন এসে ঘষামাজা করলে ইস্পাত হয়ে আঘাত হানবে নিশ্চিত থাকেন। বাঙ্গালি দিক নির্দেশনা পেলে কতটা হিংস্র হয়ে ওঠতে পারে সেটা আমরা ইতিহাস থেকে জানি।

কূটনৈতিকতার দোহাই দিয়ে নিজের দেশকে এভাবে বিলিয়ে দিয়েছে এমন নজির থাকলে আমাকে দেখান দয়া করে। দেখে ধন্য হই! :)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

সবুজ২০১২ বলেছেন: টক শো আর পত্রিকার বুদ্ধি(হীন)জীবিরা কোথায় আজ?শালারা লেঙ্গুর উঁচু করে দৌড়ে পালাবি, শুধু সময়ের অপেক্ষায় আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.