![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালার মানুষগুলা দিন দিন খুব হারামি হইতেছে। খারান রাগ কইরেন না কি জন্য কইলাম পরে কইত্যাছি। কয়েকদিন আগে আমার ছোট ভাইয়ের বুকে খুব ব্যাথা করতাছিল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইর্যা কইলো হার্টে একটা ব্লক খাইছে রিং পরাইতে হইবো। জিগাইলাম কয় ট্যাকা লাগবো ডাক্তার কইলো এক লক্ষ সত্তর হাজার ট্যাকা। আর কি করতে হইবো বললো বাকী জীবন তেল চর্বি ছাড়া শাক শবজি খাইতে হইবো। কইলাম এতো কষ্ট করে রিং লাগানোর পরও যদি গরু ছাগলের ল্যাহান লতা পাতা খাইতে হয়। তয় মানুষ হয়ে জন্মে লাভ কি? তিনি শুধু একটা ভেটকি হাসি দিলেন কিছু বললেন না।
আমি কইলাম ৫০% ট্যাকা এডভান্সড লন অপারেশনটা কইর্যা ফেল্যান। ডাক্তার কইলো হইবো না। আমি কইলাম ক্যারে হইবো না। তিনি কইলো কয়দিন আগে আট হাজার ট্যাকা জমা নিয়া এক রুগিরে অপারেশন করছিলাম। তিন দিন পরে দেহি রুগি ভাইগ্যা গেছে। তাই সব নগদ দেয়োন লাগবো। আমি কইলাম আচ্ছা আপনি শুরু করেন। আগামি শনিবার অপারেশন হইবো।
অবশেষে সকল ফরমালিটিসের পর অপারেশন শেষ হইলো। ডাক্তার সাব পেপসোডেন্ট দিয়ে ঘষা দাঁত বের কইর্যা কইলো অপারেশন সাকসেকফুল। আমি কইলাম ডাক্তার সাব আপনারা গলবব্লাডার, কিডনি বা শৈল্যের অন্যান্য জায়গা হতে পাথর টাইন্যা বের করেন। আর ব্লক খাওয়া জায়গা হতে কতদুর চর্বি বের করতে পারেন না খালি খালি রিংটা পরায় দিলেন। মনে হয় ডাক্তার মাইন্ড খাইচে। কইলো ডাক্তার আমি না আপনি। কইলাম অহন আপনিই ডাক্তার। তয় সময় দিলে বিকেল বেলা পাঁচ হাজার টাকা দিয়ে সার্টিফিকেট কিন্যা আইন্যা দেখামুনে। আমি কইলাম ডাক্তার সাব ট্যাকা জমা দেয়ার আগে কি সুন্দর ব্যবহার করছিলেন মনে হইছিলো আমি আপনের আত্বীয় লাগি আর অহন। ডাক্তার সাব রিং টা জায়গা মতো বসাইচে না আজায়গায় বসাইচে আল্লাহই জানেন। তয় আজ কাল ডাক্তারগো বিশ্বাস করা খুব কঠিন হইচে। কিছুদিন আগে একলোক পঙ্গু হাসপাতালে বাম পায়ের অসুবিধার জন্য হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার পরীক্ষা নিরিক্ষার পর কইলো ছোট্ট একটা অপারেশন লাগবো। পরে দেখা গেল ডাক্তার তার ডান পায়ে অপারেশন করছে। এইতো হলো আমাগো দেশের অবস্থা।
যাউগ্যা সিড়ি দিয়া নামত্যাছি লগে ছোট ভাই ছিল। সে কইলো ভাইডি তেল চর্বি না খাইলে হার্ট ফাউন্ডেশনে আইতে হইবো না এটা ঠিক। মাগার কিডনি ফাউন্ডেশনে যাইতে হইবো। আমি কইলাম ক্যারে? সে কইলো কিডনি ভাল রাখতে হলে পরিমিত পরিমান তেল চর্বি খাওন লাগবো। হ্যালায় যামু কই খাইলেও অসুবিধা না খাইলেও অসুবিধা?
তয় মাথা থেকে রিং বিষয়টা যাইতেছে না। চিন্তা হইতেছে মায়ের গর্ভ হতে বেরোনোর পর সুতা দিয়া রিং পরায়ে নাড়ী কাইট্যা দিছে। হের পর যখন বড় হইচি মানে পূর্ণ যৈবোন বাবা যখন গ্রামে দুই একটা বেড়া ভাঙ্গার খবর পাইলেন তখন রিং পরায়ে বিয়ে দিচে। আমি বৌরে একটা রিং দিচি বৌ আমারে একটা রিং দিচে। বিয়ের বয়স এহন প্রায় বিশ বৎসর হইলো পোলা মাইয়াও বড় হইছে। মনে হয় রিং এর মেয়াদও শেষ হইয়া যাইতেছে। যে কোন দিন আবার নতুন করে হার্টে রিং পরন লাগবো। হার্টের রিং এর মেয়াদ শেষ হইলে ডাইরেক্ট কবর। সেখানেও কাফনের কাপড়ে রিং এর মত একটা গিড়া দিবো মাথার উপর তারপর অনন্ত কাল।
যাউগ্যা, অন্য কথায় আসি আমাগো দেশে কিছু চান্দি ছিল্ল্যা আমলা, এমপি, মন্ত্রী আছে। তাগো গায়ে গতরে এত চর্বি মাংস যে ঠোট, মুখ, নাক সব ঝুইল্যা পরছে। কেউ মহান জাতীয় সংসদে দাড়ায়ে ষোল কুটি জনগনরে গান শুনায়। আবার কেউ টাকার পাহাড় গরতে গিয়ে কালো বিড়াল বাহির হইয়্যা মেঁউ মেঁউ করে। আবার কেউ বোগাস, রাবিশ, ইষ্টুপিড কইতে কইতে মুখে ফেনা তুলে। তাগো কিন্তু রিং পরতে হয়না। হ্যালায় আমরা যারা আম জনতা আছি তাগোই আল্লাহ হয়রানিতে ফ্যালায় (নাউযুজিবিল্লাহ)। আল্লাহ তুমি দয়ার সাগর আমাগো মাফ কইর্যা দিয়ো। যে কথা কইয়্যা ফালাইছি তেঁতুল মিয়া শুনলেতো ফাল দিয়া উঠবো মাফতো করবোই না। উল্ট্যা ডাইরেক্ট কোপা সামসুরে পাঠায়ে দিবো। আর কোপা সামসুর কি কাজ তাতো আপনারা ভালই জানেন।
যাউগ্যা বহুত আজাইর্যা প্যাঁচাল পারছি মাফ কইর্যা দিয়েন।
©somewhere in net ltd.