নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুবোধ বালক

সুবোধ বালক › বিস্তারিত পোস্টঃ

বিয়ে ও কিছু কথা।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

বিয়ে করার পরপরই আমি জানতে পেরেছি, সুখ কী জিনিস। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গেছে…!
কত দেরি? নিজের কথা বলার আগে কবিগুরুর কথাই না হয় বলি। কবিগুরু বলে কথা-
রবি ঠাকুর প্রিয়নাথ সেনকে নিজের বিয়ের নেমন্তন্ন জানিয়ে যে চিঠি লিখেছিলেন তার মাথায় লেখা ছিল – ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’।
ছেলেটি বলেছিল মেয়েটির জন্য সে নরক পযর্ন্ত যেতে রাজি। ঈশ্বর তার কথা শুনেছে। তাদের বিয়ে শেষ পর্যন্ত হয়েছে।
তাহলে কি বিয়ের কিছুই ভাল নেই? আছে। আছে। একটা গ্রিক মতবাদ বলি- যদি ভাল স্ত্রী পাও, তা হলে তোমার নিজের লাভ।
কারন তখন তুমি সুখী হতে পারবে।
কিন্তু যদি খারাপ স্ত্রী পাও তা হলে দেশের লাভ, কারন তখন
তুমি দার্শনিক হতে পারবে।

অনেক ভাবের কথা হল। বিয়ে নিয়ে আসল আর সেরা কথাটাই বলি:
‘তুমি দিব্যি ছিলে, একটা সাপ এসে তোমাকে ছোবল দিল – এটা হল সম্বন্ধ করে বিয়ে, আর সাপটা দিব্যি ছিল, তুমি তার লেজে পা দিয়ে ছোবল খেলে – এটা হল প্রেম করে বিয়ে। যেভাবেই কর না কেন, করেছ তো বাপু বিয়েই’।
বিয়ে করে পাগলে, আর প্রেম করে ছাগলে, কিন্তু সময়মত বুঝি না এই আর কি! পোড়াকপাল ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪

লালপরী বলেছেন: হা হা হা গ্রিক মতবাদটাই ভালো লাগলো =p~

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭

সুবোধ বালক বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪০

নতুন বলেছেন: By all means, marry. If you get a good wife, you'll become happy; if you get a bad one, you'll become a philosopher.

Socrates

:) নিজের জীবনের অভিঙ্গতার কথাই বস বলেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.