![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। দ্বিজেন্দ্রলাল রায় এর লেখা এই গানটি যতবার শুনি , এক ভিন্ন রকমের গর্ব এবং আনন্দে মন পূর্ণ হয়ে যায়। ইদানিং কান্না আসে। কি দেশ কেমন হয়ে যাচ্ছে । সর্বত্র খুন গুম, রাহাজানি, দুর্নীতি, দায়িত্ব অবহেলা, দ্রব্যমূল্য উদ্ধগতি, মূদ্রাস্ফিতি, ধর্ষণ ইত্যাদি যেন রাম রাজত্ব। টিআইবি থেকে শুরু করে সকল সংস্থার রির্পোটে আমার দেশ চ্যাম্পিয়ন। ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা সংগ্রাম অতঃপর স্বৈরচার সরকার পতন এবং অদ্যাবধি কিছু না কিছু বিষয়ে যুদ্ধ চলছেই আর কত?
একদা ছোট কালে পড়তাম মদনমোহন তর্কালঙ্কার এর " আমার পণ" কবিতাটি- সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভাল মনে। এটি একটি আত্ব প্রত্যয়ন কবিতা। কোন শিশু যদি সকাল বেলা এই কবিতাটি আবৃত্তি করে বা পড়ে সে নিজে থেকে ভাল হওয়ার চেষ্টা করবে। আর এখন শিশুদের শিক্ষা দেয়া হয় "হাট্টিমাটিম টিম- তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমাটিম টিম" এমন প্রানী না লেখক দেখেছেন না আমরা কেউ দেখছি? এই ধরনের ভুল ও কাল্পনিক শিক্ষা যদি কোন শিশুকে দেয়া হয় তারই বা ভবিষ্যৎ কি হবে? শুধু কি তাই সকল পরীক্ষার আগে প্রশ্নপত্র অনলাইনে পাওয়া যায়। যেমন ধরেন কিছু দিন আগে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র। এক শ্রেণী প্রশ্নপত্র দেখে মিডিকেলে ভর্তি হলো আর কিছু ছাত্র পুলিস কর্তৃক আহত হয়ে মেডিকেলে ভর্তি। শিক্ষা ব্যবস্থার বারটা বেজে শেষ। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম কিভাবে দেশের হাল ধরবে? আর বাংলাদেশ এরই বা কি হবে? আমরা কি গর্ব করে বলতে পারবো "সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি"।
২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭
আবু মুছা আল আজাদ বলেছেন: "হাট্টিমাটিম টিম- তারা মাঠে পারে ডিম
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
সচেতনহ্যাপী বলেছেন: হাট্টিমাটিম টিম গোত্রেই আমরা বললে ভুল হবে কি??