![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালীদের সাংকৃতিক ও ঐতিহ্যগতভাবে এখন পর্যন্ত সময় জ্ঞান হল না। বাস, ট্রাক, রেল স্টেশন, বিমান, জাহাজ সর্বক্ষেত্রেই সময় জ্ঞানের বড়ই অভাব। এখনো বলতে শুনা যায় নয়টার ট্রেন কয়টায় ছাড়ে। একটি জিনিস লক্ষ করেছেন যে, মাঝে মধ্যে আমাদের সময়ই কাটে না আবার মধ্যে মধ্যে অনেক সময় চলে যায়। কিন্তু নিজেও বুঝতে পারি না যে, ঘড়ির কাটা কত তাড়াতাড়ি চলছে। বাংলাদেশের মানুষের সময় জ্ঞান এতটা খারাপ যে অাপনি অামি সবাই ভূক্তভোগী ৷ ডাঃ অপারেশন করবেন বল্লেন যেন ৭.৩০ টায় হাসপাতেলে অাসি। সম্মান জানাতে অাগে অাসলাম, এরপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ....... ৷ অতঃপর শিখলাম সময় জ্ঞান৷ দেশ ভেদে সময় জ্ঞান অনেক কিছু শেখায়। অপেক্ষা শেখাবে ধর্য্য ধরে বিরক্ত সহ্য করা ৷ যতই চেষ্টা করেন সময় মত কাজ করবেন ততই পারবেন না৷ সময় মানুষের সাথে প্রতারনা করে না মানুষিই সময়ের প্রতারণা শেখায়।
২| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩
সুবোধ বালক বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৪৬
রোষানল বলেছেন: এটাই বাঙালী চেনার আইডেন্টি সময় জ্ঞান কম
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: ব্যপারটা খুবি দুঃখজনক, এটা আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারন।