নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা-অজানা

I Love of Good

েমাতাহার

Stone

েমাতাহার › বিস্তারিত পোস্টঃ

সেক্স

২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৬

আপনার পার্টনারের সঙ্গে যৌন মিলনকে মধুর করতে হলে আপনাকে চারটে নিয়ম মেনে চলতে হবে৷ আপনি যদি এই চারটে নিয়মকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে পার্টনারের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হন তাহলে আপনি প্রকৃত অর্থে সহবাসের সুখ লাভ করবেন৷



'দ্য ফোর সিক্রেটস অফ আমাজিং সেক্স' এই গ্রন্থে লেখক জর্জিয়া ফস্টার এবং বেভারলি এনি ফস্টার চারটে নিয়মের কথা বলেছেন৷ তাদের মতে যৌন মিলনের আগে শরীরের তুলনায় মানসিক ভাবে প্রস্তুতি নেওয়াটা জরুরি৷ মানসিক ভাবে আপনি যদি যৌন মিলনের জন্য তৈরি থাকেন তাহলেই আপনি এর চরম সুখ লাভ করতে পারবেন৷ যৌন মিলনের জন্য চারটে গোপণ তথ্যের প্রথমটা হল :



সিডাকশান: বেশীরভাগ মানুষই মনে করে যৌন মিলনের আগে নিজেদের যৌন উত্তেজনা বাড়াতে হবে৷ না সেটা একেবারেই ভুল ধারনা৷ আগে মনে প্রাণে যৌন চেতনা জাগান৷ যৌন মিলনের আগে মানসিক ভাবে প্রস্তুতি নিন৷ আপনি কখনই ভাববেন না আপনার পার্টনারের যৌন উত্তেজনা নিমেষেই বেড়ে যাবে৷ মানসিক ভাবে অনুভব করার পরেই এটা বাড়ানো সম্ভব৷



সেনসেশান: যৌন মিলনের ক্ষেত্রে সিক্স সেনস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়৷ সেক্ষেত্রে আপনি এবং আপনার পার্টনার উভয়েরই ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করতে হবে৷ কারণ যৌন মিলনের সময়ে প্রচুর এনার্জীর প্রয়োজন জয়৷ এনার্জী লাভের জন্য ষষ্ট ইন্দ্রিয়কে জাগানো জরুরি৷



সারেন্ডার: তৃতীয় চাবিকাঠিটা হল নিরাপত্তা৷ যৌন মিলনের সময় আপনি যদি নিশ্চিন্তে আপনার পার্টনারের কাছে নিজেকে সপে দিতে পারেন তাহলেই আপনার যৌন মিলন সফল হবে৷ এর জন্য পার্টনারের কাছে আপনি যে নিরাপদ রয়েছে সেই মানসিক ভাবনাটা থাকা জরুরি৷



রিফ্লেকশান: আপনি যদি প্রথম তিনটে নিয়্ম ভ্রুনাক্ষরে পালন করে তাহলে আপনি আপনার অভিজ্ঞতাতেই এর প্রতিবিম্বটা খুঁজে পাবেন৷ পুণরায় যৌন মিলনের আগ্রহ আপনার মনে জাগবে৷

বাংলাদেশ একটি কনসারভেটিভ দেশ, তবে বর্তমানে এদেশের সেক্স কালচার অনেক ফাস্ট, অনেক কম বয়স থেকেই ছেলে মেয়েরা সব কিছু জানে, বুঝে এবং করে ( বিশেষ করে শহরে )। কিন্তু সেক্সের এট্রাকটিভ দিক গুলোতেই সবার সাভাবিক ভাবেই আকর্ষন বেশি এবং এসব সমন্ধে জানার আগ্রহ থাকে, বেশি। তবে সেকসু্যাল সমস্যার বেপারে রয়ে গেছে ভয়ানক অগ্যতা, এবং যা জানা থাকে তার বেশিরভাগি ভুল তথ্য। আমি এই পোস্টে এইডস এর বেপারে কোনো আলোচনা করবো না কারন বিদেশি ফান্ডের সুবাদে এই সমন্ধে যথেষ্ঠ প্রচারনা হয়। কিন্তু এইডস হচ্ছে একটি রেয়ার প্রবলেম, এর থেকে কমন কমন সমস্যা সমন্ধে বেশিরভাগ মানুষের কোন আইডিয়া নাই, যেসব সমস্যা ঘরের কাছের সমস্যা। আর কমন সমমস্যার নিয়ে অনেক আরটিকেল পেপার মেগাজিনে পরলেও এর সঠিক মেডিকাল সমাধান খুব কমি পরসি। তাই আমি চেষ্টা করবো কমন লেংগুয়েজে শুধু মাত্র মোস্ট কমন কারোন গুলো উল্যেখ করার এবং সহজ সমাধান গুলো তুলে ধরার চেস্টা করলাম। ছেলেদের কমন সেকসুয়াল সমস্যা এবং তার সমাধান।

মেইল ইমপোটেন্স:

ছেলেরা যেই বেপারে সবচাইতে বেশি চিন্তিত থাকে সেটা হচ্ছে ইরেকশন প্রবলেম। যদিও এই সমস্যা মধ্যবয়সিদের মাঝে বেশি দেখা দেয়, কিন্তু অনেকগুলো কারোনের জন্য দেশের যুবক শ্রেনিদের মাঝেও এখন এই সমস্যা টা একটি বরো সমস্যা।

ধুমপান: ইউথ ইমপোটেন্স বা যুবকদের যৈন অক্ষমতার প্রধান কারন গুলোর মধ্যে একটি হচ্ছে ধুমপান, বাংলাদেশের মোটামুটি সবাই ধুমপান করে যা নাকি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা হাইয়েস্ট। দেশে অনেক আজিরা কথা প্রচলিত আছে যেমন গোল্ড লিফ খেলে সেক্স পাওয়ার কমে যায়, আর বেনসন খেলে তেমন একটা খতি হয় না। ইটস আ বুলশিট। নিকোটিন সব সিগারেটেই আছে কম বেশি আর সিগারেটের অন্যান্য খতিকারক কেমিকাল গুলো সব সিগারেটেই সমপর্যায়ে থাকে। যেসবের কারনে পেনিসের রক্তনালি সংকচিত হতে থাকে।

স্ট্রেস: এটি পশ্চমা দেশ গুলোতে ইমপোটেন্সের প্রধান সমস্যা তবে দেশেও এটি একটি উল্যেখযোগ্য কারন। বিভিন্য কারনে যদি মাথায় বিভিন্য ধরনের টেনশন থাকে তাহলে ব্রেইন সেক্সের দিকে যথেষ্ঠ এটেনশন দিতে পারেন না। আপনার যদি সেক্স করার সময় ( এনাফ ) ইরেকশন না হয়ে থাকে, কিন্তু মর্নিং ইরেকশন ঠিক থাকে তাহলে মনে করবেন আপনার ফিসিকাল পাওয়ার ঠিকি আছে কিন্তু স্ট্রেস বা অন্য কোন মানসিক সমস্যার কারনে মেন্টাল কনসেনট্রেশন টা নেই। ড্রাগস: ড্বাগসের মধ্যে বিশেষ করে হেরোইন এর জন্য ইমপোটেন্স হতে পারে। কোকেইন সেবনে প্রথম দিকে সাময়িক ইরেকশন হলেও পরে সেটা আর হয় না এবং উল্টো খতি করে।

ওভার এক্সপেকটেশন: এটি আসলে কোন সমস্যা না। এটি ভুল বুঝা বা জানার জন্য হয়। সেক্স কালচার বেশি অপেন হওয়াতে পর্ন দেখে বা মৈখিক মিথ্যরচনার কারনে দেশ বিদেশ সব খানেই সেক্স পাওয়ার সমন্ধে ৯০ ভাগ মানুশের একটি ভুল ইমেজ তৈরি হয়েছে। এই বেপারে দেখা যায় যে মানুশ মনে করে তার হয়তো সেক্স পাওয়ার কম, কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনকিছু ধরা পরে না ( যদিও দেশের ডাক্তাররা অযথা অনেক টেস্ট করাবে)। ডাক্তার জিগ্যেশ করার পর দেখা যায় তার সেক্সয়াল একটিভিটি নর্মালি আছে, কিন্তু পেশেন্ট সেটা নিয়ে সন্তুষ্ট নয়। মানুস মনে করে যে ডেইলি এবং লং এনাফ সেক্স করতে না পারাটাই অক্ষমতার লক্ষন। আবার অনেকে তার পেনিসের লেনথ নিয়ে খুশি নয়। এসব হচ্ছে অযথা টেনশন, পর্ন মুভিতে যা দেখানো হয় সেটা নর্মাল সেকসুয়াল একটিভিটি নয়। আপনার বউ ( সেক্সুয়াল পার্টনার) কে জিগ্গেশ করুন যে সে সেটিসফাইড নাকি, তাহলেই কিস্সা খতম। এক্সেসিভ পর্ন দেখার বদৈলতে আবার নিজের বউ বা সেকসুয়াল পার্টনারের প্রতি এট্রাকশন কমে যায় অনেকের।

জেনে রাখা ভালো, এভারেজ সেক্সয়াল ফ্রিকয়েন্স হলো সপ্তাহে ৩ বার।

ডিইরেশন ১৫ মিন। পেনিস লেনথ রেস অনুযায়ি ভেরি করে। ইউরোপ এমেরিকা: ১৪,৫ সে. মি. চায়না/ জাপান: ১২ সে.মি. সাবকন্টিনেন্ট ( ইন্ডিয়া/ বাংলাদেশ): ১৩ সে.মি. থেরাপি:

সবচে এফেকটিভ থেরাপি হচ্ছে চেন্জ অফ লাইফ স্টাইল

-ধুমপান বন্ধ করুন। বেপারটি খুবি কঠিন, এই বেপারেও আপনি সঠিক মেডিকাল গাইড পেতে পারেন আপনার ডাক্তারের কাছ থেকে।

-যথেষ্ঠ বেয়াম করুন। ফিসিকাল মুগমেন্ট ভায়াগরা বা অন্যান্য অষুধ থেকে অনেক বেশি এফেকটিভ, বিশেষ করে ইয়াং দের জন্য। -সেক্স বেপারটাকে স্পোর্টসের মতন দেখবেন না যে এটা তে আপনাকে ফার্সট প্রাইজ আনতেই হবে। বাট হালকা / রিলেক্স ভাবে নেন দেখবেন ফার্সট প্রাইজ থেকা বেশি এনজয় পাচ্ছেন।

-ভায়াগ্রা থেরাপি ডাক্তারের পরামর্শ ছারা শুরু করবেন না। এতে সাময়িক উপকারিতা পেলেও লং টার্মের জন্য এফেকটিভ থেরাপি নয়। -আল্টারনেটিভ ( ফুটপাথের সপ্নে পাওয়া ) ওৈষধ থেকে ১০০ মাইল দুরে থাকুন )

মেয়েদের কমন যৈন অক্ষমতার সমস্যা:

মেয়েদের যৈন অক্ষমতার বেপারে রয়েছে আরো বেশি নলেজের অভাব। এটা যে হয় সেটাই ৯০ ভাগ মানুশ জানে কিনা সন্দেহ আছে, এমনকি স্বয়ং মেয়েরাও জানে না অনেক সময়। দেশে আমি এই পর্যন্ত কোথাও এই বেপারে কোনো আরটিকেল দেখি নাই।

ভাজাইনাল ড্রাইনেস এবং পেইনফুল ইন্টারকোর্স:

মেয়েদের বেলায় সেক্সুয়াল এরাউসালের ( যৈন উত্যেজনার ) সময় লুব্রিকেশন (যোনিরস) হয় যার ফলে ভাজায়না ভিজে যায় এবং সেক্স করতে ( পেনিস ঢুকতে ) সুবিধা হয়। লুব্রিকেশনের বেশির ভাগ ফ্লুইড (রস) ভাজাইনার দেয়াল থেকে নির্গত হয় তবে ছোট একটি গ্লেন্ড ( থলি )থেকেও কিছু বর হয়। অনেক মেয়েদের সমস্যা দেখা দেয় যে লুব্রিকেশন হয়না বা সময়মত হয়না, যার ফলে সেক্স এনজয়ের বদলে পেইনফুল হয় ( পেইনফুল ইন্টারকোর্স)।বেশিরভাগ মেয়েরা সেটা তার হাসবেন্ড কে জানায় না নিজের অক্ষমতা মনে করে। কিনতু এখানে খোলামেলা কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। ভাজাইনাল ড্রাইনেসের সবচে বরো কারনটা আসলে ছেলেদেরই দোষ। ইন্টারকোর্স ( ভাজিনাতে পেনিস প্রবেশে) এর পুর্বে যথেষ্ঠ স্টিমুলেশন ( যৈন উত্যেজনা ) না থাকলে লুব্রিকেশন সময় মতন হয় না। ইন্টারকোর্সের আগে যথেষ্ঠ সময় আর এটেনশন নিয়ে সেক্সয়াল স্টিমুলশন ( কিসিং, সাকিং ) করলেই বেশিরভাগ বেলায় এর সমাধান সম্ভব। ছেলেদের যেমন পেনিসে রক্তনালিতে ফেট ( চর্বি ) জমার কারনে ইমপোটেন্সি হয় তেমনি মেয়েদের বেলাতেও তেমনি ভাজাইনাল ব্লাড ভেসেলের ( রক্তনালিতে ) চর্বি জমলে এই সমস্যা হতে পারে। তাই ব্লাড ভেসেলের চর্বি কমানোর চেস্টা করতে হবে। ফেট কম খাওয়া, বেয়াম করা, সিগারেট না খাওয়া হল এর উপায়।

আর্টফিসিয়াল লুব্রিকেশন: এরপরেয় যদি এনাফ লুব্রিকশন না হয় এবং সেক্স পেইনফুল হয় তাহলে আর্টিসিয়াল লুব্রিকেশন ( নকল যোনিরস) ইউজ করা যায়। দেশের মেয়েরা সাধারনত তেল বা ভেসলিন ইউজ করে থাকে কিন্তু এতে সমস্যা হচছে যে বেশি ইউজ করলে ভাজাইনার নরমাল বেকটেরিয়াল ফ্লোরা ( শরিরের জন্য উপকারি বেকটেরিয়া ) নষ্ট হয় এবং তাতে ঘন ঘন ভাজাইনাল ইনফেকশন হতে পারে। এর জন্য স্শেপয়াল আর্টিফিসিয়াল লুব্রিকেশন পাওয়া যায় যা নাকি ঘন পানির মতন হয়। ( বাংলাদেশে আছে কিনা জানিনা )। যদি তেল বা ভেসেলিন ইউজ করা হয় তাহলে সেটা সেক্সের পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৮

রোবট ভিশন বলেছেন: সব কিছু কেমন যেন খুব কঠিন মনে হল...

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১২

েমাতাহার বলেছেন: আপনি নিজেই একটি কঠিন জিনিস। এই দুনিয়া যে যেভাবে দেখতে চাইবে, তার কাছে সেভাবেই উপস্হাপন করা হবে।

২| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৪

আমি বন্য বলেছেন: valo likhesen. akta sensititive jinis ke avabe tule dhorar jonno apner prosongsa na kore parlam na

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৭

েমাতাহার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৪

১১স্টার বলেছেন: অভিজ্ঞতা ঠিকই কাজে লাগাইছেন। :P

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৬

েমাতাহার বলেছেন: আপনিতো নিজেই এক হিট। অভিজ্ঞতাতো আপনার চেয়ে আমার বেশি নেই।

৪| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

chin২ বলেছেন: বাংলা দেশের লোক ফাস্ট হাসালেন মশাই?????

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৪

েমাতাহার বলেছেন: (ফাস্ট হাসালেন)আমি আপনার মনের কথা বুঝি।

৫| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

শিবলী১২৩ বলেছেন: very informative...thanx for your excellent effort

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৭

েমাতাহার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০০

গরম কফি বলেছেন:
শিক্ষার কোন শেষ নাইরে মমীন!!

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৬

েমাতাহার বলেছেন: একদম সাচা কইছেন দাদা।।

৭| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৪

অলস শরীফ বলেছেন: এই বিষয়গুলোকে আমাদের দেশের মানুষ দুইভাবে দেখে।প্রথমত মনে মনে নিজে গভীর করে জানতে চায় আবার কেউ সরাসরি বললে তাকে খারাপ মনে করে, দ্বিতীয়ত ব্যাপারটি অনেকে সঠিক ভাবে জানতে চায় কিন্তু সঠিকভাবে তুলে ধরার মানুষের অভাব। আমি মনে করি আপনি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ!

আর ১১ ষ্টার সাহেবকে বলব আপনি সবকিছুকেই নেগেটিভ চিন্তা করেন সব সময় কিন্তু এটা ঠিক না। আপনার ব্লগে অনেক কমেন্ট লক্ষ্য করেই বলছি। নিজেকে সবসময় বেশী বুদ্ধিমান মনে করা ঠিক না। ভালো থাকবেন।

৮| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৪

অলস শরীফ বলেছেন: এই বিষয়গুলোকে আমাদের দেশের মানুষ দুইভাবে দেখে।প্রথমত মনে মনে নিজে গভীর করে জানতে চায় আবার কেউ সরাসরি বললে তাকে খারাপ মনে করে, দ্বিতীয়ত ব্যাপারটি অনেকে সঠিক ভাবে জানতে চায় কিন্তু সঠিকভাবে তুলে ধরার মানুষের অভাব। আমি মনে করি আপনি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ!

আর ১১ ষ্টার সাহেবকে বলব আপনি সবকিছুকেই নেগেটিভ চিন্তা করেন সব সময় কিন্তু এটা ঠিক না। আপনার ব্লগে অনেক কমেন্ট লক্ষ্য করেই বলছি। নিজেকে সবসময় বেশী বুদ্ধিমান মনে করা ঠিক না। ভালো থাকবেন।

৯| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৪

অলস শরীফ বলেছেন: এই বিষয়গুলোকে আমাদের দেশের মানুষ দুইভাবে দেখে।প্রথমত মনে মনে নিজে গভীর করে জানতে চায় আবার কেউ সরাসরি বললে তাকে খারাপ মনে করে, দ্বিতীয়ত ব্যাপারটি অনেকে সঠিক ভাবে জানতে চায় কিন্তু সঠিকভাবে তুলে ধরার মানুষের অভাব। আমি মনে করি আপনি সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ!

আর ১১ ষ্টার সাহেবকে বলব আপনি সবকিছুকেই নেগেটিভ চিন্তা করেন সব সময় কিন্তু এটা ঠিক না। আপনার ব্লগে অনেক কমেন্ট লক্ষ্য করেই বলছি। নিজেকে সবসময় বেশী বুদ্ধিমান মনে করা ঠিক না। ভালো থাকবেন।

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১১

েমাতাহার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১০

এ আর খান বলেছেন: ভাল লাগছে।

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৬

েমাতাহার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১১| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২০

লালনমাঝি বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৩

েমাতাহার বলেছেন: আপনি নিজেই একটি ফান। এই দুনিয়া যে যেভাবে দেখতে চাইবে, তার কাছে সেভাবেই উপস্হাপন করা হবে।

১২| ২১ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২২

নিষ্‌কর্মা বলেছেন:
সেক্সে কোন হারজিত নাই, আছে খালি আনন্দ আর মজা। তাই সেই আনন্দ আর মজা পেতে হলে স্বাস্থ্য সমন্ধীয় সব নিয়মনীতি মেনে চলতে হবে সবাইকে।

লেখক যে কথাটা বলেন নাই, সেটি হল, সবাইকে পর্ণোছবিতে প্রদর্শিত বিকৃত যৌনাচার পরিহার করে চলতে হবে

আরো একটি কথা, সেক্সের জন্য বৈধ সম্পর্ক মেনে চলুন। অবৈধ যে কোন কিছুই ক্ষতিকর, তা মনে রাখেবন। আর সেক্সের জন্য তো খুবই ক্ষতিকর। মনে রাখবেন, অবৈধ সেক্স আপনাকে স্বাস্থ্য হুমকিতে ফেলতে পারে, তাতে আপনার জীবননাশও হতে পারে!

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮

েমাতাহার বলেছেন: আমার দুর্বল দিকটি তুলে ধরায় আমনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৪

সামস উদ দোহা বলেছেন: মোমিন রে অনতাই অ্যাঁই বিয়া করিনো অ্যাঁই তোঁ মজা হাই নো অন্তাই কিত্তাম ক সাই ? :>

২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৮

েমাতাহার বলেছেন: মা রে অনতাই অ্যাঁই বিয়া করব, অ্যাঁই তোঁ মজা পাইছি, অন্তাই অ্যাঁই প্রস্তুত
বিয়া করবার লায়। একটু শুধরে দিলাম মনে কিছু নিবেন না। যা বলবেন স্পষ্ট ভাবে কলবেন। যাতে অন্যের বুঝতে অসুবিধা না হয়।

১৪| ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৪

কিছু নেই বলেছেন: ভাই এমন একটা ব্যাপার কে খুব সহজ করে লিখসেন।খুব ভালো লাগলো।
এখনো বিয়া করি নাই।কিনতু জানতে পাইরা ভালো হইলো।
:):):):):):):):):)

২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২২

েমাতাহার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।আপনার বিয়েতে দাওয়াত দিতে যেন ভুলবেন না!

১৫| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৯

কানা ফকীর বলেছেন: নিষ্‌কর্মা বলেছেন:
সেক্সে কোন হারজিত নাই, আছে খালি আনন্দ আর মজা। তাই সেই আনন্দ আর মজা পেতে হলে স্বাস্থ্য সমন্ধীয় সব নিয়মনীতি মেনে চলতে হবে সবাইকে

খুব ভালো লাগলো।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:০০

সামস উদ দোহা বলেছেন: মাস্তারবেসন নিয়ে কিছু বলেন নি যে? এটা অনেক বেশি প্রচলিত। পারলে ভাল খারাপ নিয়ে কিছু বলেন।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩২

দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: এ বিষয়ে আরো আলোচনা হওয়া উচিত। আমরা অনেক কম জানি। সেক্সও একটা শিল্প। এটাকে ভালভাবে এনজয় করার ব্যাপার আছে।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৭

অন্য হিমু বলেছেন: সেক্স আবার কবে থেকে শিল্প অইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.