![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
ছোটবেলায় খুব বোকা ছিলাম । আমি আমার বাবা-মার প্রথম সন্তান । বড় ভাই বোন থাকার সুবিধা হল তাদের দেখে দুষ্টুমি শিখা যায় । কিন্তু আমার এই সুযোগ ছিলো না । একটু শান্ত ছিলাম । খেলতে গেলেই পড়ে যেতাম আর ব্যথা পেতাম । এটার ও একটা কারণ ছিলো। খুব রোগা ছিলাম। স্কুল এ যেতাম , কিন্তু বরাবরই খেলতে যেতাম না । টিফিনের ঘন্টা পরতো। কিন্তু আমি চুপচাপ নিজের মত বসে খেতাম। একদিন ঠিক করলাম আর না , এইবার খেলতে হবে। তো মাঠে নামলাম। বান্ধবীরা খেলছে, আমি ও যোগ দিলাম । ছোঁয়াছুয়ি খেলা । খেলা শুরু হল । ১০ মিনিট পর যখন ঘন্টা বাজল ঠিক সেই মুহুর্তে আমি বুঝলাম আমি মাটিতে। হাঁটুর একদিকে ছিলে গেছে। এবং বাসায় এসে বরাবরের মত মার বকুনি খেলাম। ঠিক করলাম আর খেলতে যাব না। তাও মাঝেমাঝে খেলতে ইচ্ছা করতো, কিন্তু ফলাফল বরাবরই এক ছিলো। এই ছিলো আমার রোগা হওয়ার বড় সমস্যা। এই আমার ভোগান্তির শেষ নয়। একবার আমার দুই কাজিন , তারা যমজ, এর সাথে গেলাম একটা যায়গায় ঘুরতে। আপুরা সাঁকো পার হবে। আমার তখন বয়স ৮ হবে। আমি যেই সাঁকো পার হতে যাবো,দুই কদম এগিয়েই আমি বাতাসের ধাক্কা সামলাতে না পেরে সাঁকো থেকে একদম নিচে। ফলাফল এবারো মার বকুনি। মা আমার ওজন বাড়ানোর জন্যে হাজারো চেষ্টা করতেন। সবই ছিলো বৃথা।
আমার ছোটোবেলার এই দিনগুলো বহু আগেই শেষ। কিন্তু যা বলতে আজ আমার এই লেখা তা আমি ছোটোবেলায় শুকনা ছিলাম তা না। ঠিক ক্লাস এইটের দিকে আমার অনেক ধরণের অসুখ ধরা পরলো, আর বহু ওষুধ খেয়ে আমি কিছুদিনের মধ্যেই আমার মায়ের প্রত্যাশার চেয়ে বেশি মোটা হয়ে গেলাম। এখন আমি সকাল বিকাল না খেয়ে থাকি ওজন কমার আশায়। বাতাস আর আমাকে পরাজিত করতে পারে না। এখন প্রশ্ন , আমি যেসব ওষুধ খেতাম তার সাইডইফেক্ট এতোটাই ভয়াবহ যে আমার মা আমাকে ১২ বছর সাধনা করেও এতটা মোটা বানাতে পারে নাই , তাহলে আমরা এইসব ওষুধ খাই কেন ? এইসব ওষুধের গায়ে তার সাইডইফেক্ট লেখা থাকেনা কেন ?
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
লেখোয়াড় বলেছেন:
মৌমিতা ব্লগার হয়েছে।
এবার মৌমিতা বুদ্ধিজীবি হবে।
আমার একটা কবিতা আছে মৌমিতা বুদ্ধিজীবি হবে এই নামে।
শুভব্লগিং মৌমিতা।
ভাল থাকুন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: লেখোয়াড় ভাই আমি আপনার কবিতাটা পড়েছি। আমি নিউ ব্লগার তাই আপনারটাতে কমেন্ট দিতে পারিনাই। আমার খুব ভালো লেগেছে। থ্যাংকস।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
আমিনুর রহমান বলেছেন: +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এটার মানে বুঝি নাই ।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
শার্লক বলেছেন: ভাল। আপনি একদিনে কিভাবে অন্যের পোস্টে কমেন্ট করলেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনি শার্লক, আপনিই খুঁজে নিন এই প্রশ্নের উত্তর ।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
শার্লক বলেছেন: বুঝছি আপনি হীরক রাজার আত্বীয় ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কোন হীরক রাজা? গল্পের? না অন্যকেউ????
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
শ্রাবণ জল বলেছেন: আমার ছোটবেলার কোন স্মৃতিই ক্লিয়ার মনে পড়েনা আমার।
আপনার পোস্ট গুলো পড়তে ভাল লাগছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
জাওয়াদ তাহমিদ বলেছেন: আসলেই। ঔষধ কম্পানি গুলারে ধইরা ভালমতন ঠাসি দেয়া দরকার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: দেন ভাই দেন।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
শার্লক বলেছেন: বুদ্ধিমান কে লিয়ে ইশারাই কাফি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি একটু বোকা। আমার অন্য পোস্টগুলাতেও আমি তা বলে দিয়েছি। এখন বলুন। ইশারাতে চলবে না।
১০| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪২
শাহেদ খান বলেছেন: ভাল প্রশ্ন করেছেন ! চিন্তার বিষয়।
সাবলীল লেখায় শুভকামনা।
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: চিন্তা করে যদি কিছু খুঁজে পান আমাকে জানাবেন ।
১১| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
শাহেদ খান বলেছেন: বিষয়টা চিন্তা করার মত, কিন্তু তাই বলে এখন আমি এটা নিয়ে চিন্তায় বসতে যাচ্ছি না !
আমি বিরাট অলস !
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমিও।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮
বেলা শেষে বলেছেন: I like your old post ছেলেবেলার গল্প ১ : ওজন এবং ওষুধ
& i study them.
up to next time.
salam & respect.
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: Thanx..
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সবুজ ছেলে বলেছেন: moja palam onk ( Misir Ali)