![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
আমার জীবনের প্রথম স্কুলের নাম ছিলো টিউলিপ কিন্ডারগার্টেন । "বড়" সন্তান হওয়ার খারাপ দিক ২: বাবা-মা চায় তাড়াতাড়ি বাবুটাকে স্কুলে ভর্তি করতে । মা-বাবার হাত ধরে স্কুলে ঢুকলাম । নার্সারিতে ভর্তি হলাম । প্রথমদিনটা ভয়ের মধ্যেই কাটলো। তাও শৈশবের স্বভাবসুলোভ দুরন্তপনায় বন্ধু জুটে গেলো কয়েকজন । ম্যাডামরাও আমাকে পছন্দ করতেন । এইদিকটাতেই "বড়" হওয়ার সুবিধা, দুষ্টুমি পারিনা, তাই হাবার মত বসে থাকি । সেই থেকে শুরু পড়ালেখা। আজও শেষ হয় নাই। ক্লাস ওয়ানে ভর্তি হলাম মগবাজার বালিকা বিদ্যালয়ে। খুব একটা কাঠখড় পোহাতে হ্য় নাই । প্রথম দিন থেকেই অনেক বান্ধবী জুটে গেলো। ছোটো ছিলাম তো, খুব বেশি ভাবা লাগতো না বন্ধুত্ব করতে । এরই মাঝে আমাদের বাসা চেন্জ হল। নতুন বাসায় উঠার পর মাও নতুন মিশনে নেমে গেলেন। আমাকে ভালো স্কুলে ভর্তি করার মিশন। অবশ্য এই মিশনের পিছনে ইন্ধনদাতা ছিলেন আমাদের নতুন প্রতিবেশীরা।"ভালো স্কুলে ভর্তি না হলে ভবিষ্যত অন্ধকার"। আর আমিও বাধ্য মেয়ের মত পড়া শুরু করলাম। না, কোনো কোচিং সেন্টার এ না। বাসায় , আমার বাবার শক্ত তত্তাবধানে। চান্স ও পেলাম। আবারও নতুন স্কুল, প্রথম দিনের সেই ভয়। অনেক টেনশন। এইবার এতো সহজে বান্ধবী জুটলো না। তাও বেশি সময় লাগেনি ,খুব একটা একলা সময় পার করিনি। বন্ধুত্ত্ব হল স্টুডেন্ট লাইফের বড় পাওয়া। খুবই দুর্ভাগ্যবান তারা যাদের ভালো বন্ধু নেই।
কিন্তু আজকের সময়ে বন্ধুই সবথেকে বড় বিপদ। বন্ধুর হাতে বন্ধু খুন। বান্ধবীর ষড়যন্ত্রে এক মেয়ের জীবন শেষ হতে দেখলাম আমরা টাংগাইলে। বন্ধুত্ত্বের দাম আজকের দিনে কোথায়?
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
কয়েস সামী বলেছেন: লিখতে থাকুন।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ @ কয়েস সামী
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
শার্লক বলেছেন: হুম এখন বন্ধুত্বের কোন দাম নেই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: সত্যি কথা ।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভালো লাগলো মনে পড়ে গেলো আমার ছেলে বেলার কথা ।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আমিনুর রহমান বলেছেন:
