![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
আমার স্কুল জীবনের সাথে কলেজ জীবনের কোনোই মিল ছিল না। স্কুলে খুব কড়া শাসনে ছিলাম, অবশ্য তা আমার জীবনে খুবই কাজে লেগেছিলো।আমার স্কুলটা ছিল স্কুল এণ্ড কলেজ। কিন্তু আরো ভালো কলেজে পড়ার আশায় নিজের শিক্ষাঙ্গণ ছাড়লাম। কলেজের প্রথম দিন।অনেক মানুষের ভিড়ে দুই একটা চেনা মুখ ও ছিল।তাও কি যেন একটা নেই। নিজের রোল নম্বরটা জেনে নিজের ক্লাসরুমে গিয়ে বসলাম। আমার সাথে আমার আরও একজন বান্ধবীও ছিল। কাছাকাছিই রোল। অনেক অচেনা মুখ।একবার ভাবলাম, হয়তো ভুলই করলাম।এ কোন অচেনা জায়গা । পাশের রোলের মেয়েটা এসে বসল।একটু ছটফটে টাইপের চেহারা। আমার নাম জিজ্ঞেস করল। আমি নাম বললাম।ও নিজের নাম বলল। ক্লাসে ম্যাডাম স্যাররা এসে প্রতি পিরিয়ডে একটাই কথা বললেন, আজ থেকে নতুন পুরনো সবাই এই প্রতিষ্ঠানের ছাত্রী। আমি তখনও একটু শংকিত। এভাবেই কাটল আমার কলেজের প্রথম দিনটি। আমার শংকা কাটলো যখন প্রথম আমি আমার নাম কারো মুখে শুনলাম প্রথম।নিজের নাম শুনে এর আগে এতো খুশি মনে হয় আমি কখনও হইনি। কেমন একটা শান্তি লাগছিল।
আমার পাশের রোলের মেয়েটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেলো। আমি ভাবতাম আমার মনে হয় কোন বন্ধু হবে না, কিন্তু আমি ভুল ভাবতাম।খুব ভালো কয়েকজন বান্ধবী পেয়েছিলাম কলেজে, যাদের সাথে অসম্ভব ভালো কিছু সময় কাটিয়েছি। আমার বড় হয়ে উঠার প্রথম কিছু সময় যাদের ছাড়া আসলেই অনেক অপূর্ণ হত। আর আমার কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে যে ব্যবহার, শিক্ষা, উপদেশ পেয়েছি তা আর কোথাও পাইনি। তারা আমাদের একজন পরিপূর্ণ মানুষ হতে যে সাহায্য করেছে তা কখনই ভুলবো না। একটা কথা না বললেই নয়, কিভাবে একজন মানুষের মতের মর্যাদা দিতে হয় তা আমি আমার কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকেই শিখেছি। আর কোনো কলেজে তা শিখানো হয় কিনা আমি জানিনা। যদি শিখানো হত তাহলে হয়তো বাংলাদেশে ঘরে ঘরে মেয়েদের প্রতিমুহূর্তে নিজের সবইচ্ছা বিসর্জন দিয়ে খেলার পুতুল হতে হত না।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনাকেও এটা ধন্যবাদ পড়ার জন্য ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
টুকরো কাগজ বলেছেন: কলেজ লাইফটা ছিল খুব সংক্ষিপ্ত কিন্তু খুব মজার। আমি বড়জোর দুই বা তিনটা ক্লাস করতাম। প্রাইভেট আর আড্ডা। আহ অতীত কত মধুর।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: একটা প্রবাদ আছে ," যায় দিন ভালো, আসে দিন খারাপ।" অতীত আসলেই মধুর....
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
চ।ন্দু বলেছেন: আপনার লেখায় সাবলীলতা আছে। তবে প্রশংসা করার মত কিছু নেই। আমি নিজে ভাল লিখতে পারিনে এটা সঠিক, কিন্তু সমালোচনায় ওস্তাদ আমি। আরো ভাল লেখা চাই।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এই মন্তব্য টা আমার অনেক পছন্দ হইছিল। কিন্তু তখন আমার নেট প্যাকেজ ছিল না। তাই কিছু লিখতে পারি নাই।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
শাহজাহান মুনির বলেছেন: তখন শুধু ফাকি মারছি। এখন বুঝতেছি মজা।
ব্লগে স্বাগতম।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমিও ফাঁকি মারছিলাম । এই জন্যে সারাজীবন পস্তাবো।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
সুলাইমান হাসান বলেছেন: কলেজ লাইফে আমার উপর দিয়ে স্টিমরোলার চলেছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: স্কুল লাইফে যায় নাই???
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ । আমি তো আপনার মতো একজন সমালোচককেই খুঁজছিলাম। আর আমি জানি আমার লেখায় প্রশংসা করার মতো কিছুই নাই। আমার লিখতে ভালো লাগছে। তাই লিখছি। নিজের মানসিক শান্তি এই মুহূর্তে আমার খুবই দরকার ছিল। আমি আমার ওষুধ পেয়ে গেছি। @ চ।ন্দু
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১
আশিকুর রহমান অমিত বলেছেন: অনেকে স্কুল লাইফের স্মৃতিচারনা করতে করতে ২ বছরের কলেজ লাইফ কেটে দেয়। কিন্তু কলেজ লাইফের ২ বছর যারা এনজয় করতে পারে তাঁরা লাকি বলা চলে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ঠিক কথা ।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
অস্থির ভদ্রলোক বলেছেন: কলেজ লাইফটা মনে পইরা গেছে।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ভালো লাগছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
জাওয়াদ তাহমিদ বলেছেন: আহারে কি সব দিন আছিলো।
আগে কি সুন্দর দিন কাটাইতাম।
নস্টালজিক কইরা দিলেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এতেই আমার সার্থকতা।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
নাঈম বলেছেন: ছাত্রজীবনের প্রতিটা মূহুর্তই আসলে স্মরণীয়, সেটা কলেজের প্রথম দিন হলে তো আর কথাই নেই, কত উত্তেজনা, হঠাৎ করে নিজেকে কেমন যেন "বড় হয়ে গেছি" মনে করা, আরো কত অনুভূতি কাজ করে!!!
ভাল লাগল স্মৃতিচারণ।
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর স্মৃতি চারন
লেখায় অভিনন্দন