নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"নামহীন রচনা"

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

কন্যা,কেন আজ তোমার চোখে ঝরছে রক্তজল ?

কন্যা, আজ কেন তোমার হৃদয় ক্ষতবিক্ষত ?

তুমিতো জানতে কন্যা, তোমার অগ্রপথিকের বন্দিত্বের কথা।

তুমিতো জানতে কন্যা,সমাজের উচুঁ করে তোলা দেয়ালের আড়ালে তাদের লুকানো ব্যথা।

তুমিতো জানতে, তোমার মাথার উপর খোলা আকাশ জুড়ে শুধু শকুন।

তুমিতো জানতে, হায়েনারা তেড়ে আসছে লুটতে তোমার খুন।

তুমিতো জানতে কন্যা, দুনিয়ার ভালোবাসা শুধু ফাঁদ।

তুমিতো জানতে, তোমাকে বন্দি করেই দুনিয়া আজ আবাদ।

এ পৃথিবী যে নির্মম বড়, চায়না তোমার জয়।

তবুও কন্যা জেনে রেখো, একদিন দূর হবে সব ভয় ।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন: তবুও কন্যা জেনে রেখো, একদিন দূর হবে সব ভয় ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনার কমেন্টের নাকি অনেক মূল্য আছে?? :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

চয়নিকা আহমেদ বলেছেন: আহারে কন্যা!!

তুমিতো জানতে কন্যা, দুনিয়ার ভালোবাসা শুধু ফাঁদ।

খুব সুন্দর!
পোস্টে প্লাস!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ । :)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শ্রাবণ জল বলেছেন: তবুও কন্যা জেনে রেখো, একদিন দূর হবে সব ভয় ।

আশায় থাকা ভাল। :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আশা আছে বলেই তো বেঁচে আছি ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

কয়েস সামী বলেছেন: মোটামুটি হচ্ছে। আরো লিখুন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হমম....

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপনবাজ বলেছেন: তবুও কন্যা জেনে রেখো, একদিন দূর হবে সব ভয়

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

জাকারিয়া মুবিন বলেছেন: কবিতায় নারীর প্রতিবাদী সুর ভাল লাগলো। ++ দিলাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.