![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
আমি ব্লগের ব্যাপারে অনেক কিছুই শুনতাম। ব্লগার হওয়ার ইচ্ছা জাগে নাই ভুলেও। যারা আমার পোস্টগুলো পড়েছেন তারা দেখে থাকবেন যে আমি আমার জীবনের নানা ঘটনা নিয়েই বেশি লিখি। কেন?? কারণ আমার অনেক না বলা কথা আছে যা আমি বলতে চাই। সবাইকে জানাতে চাই। আমি খুবই হতাশাগ্রস্ত একজন মানুষ ছিলাম। কিন্তু প্রথম যেদিন লিখলাম, বুঝলাম যে আমি আমার হতাশার ওষুধ পেয়ে গেছি। যেই ব্যক্তিটি এই ব্লগ জিনিসটি আবিষ্কার করেছেন তাকে আমার ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কেন আপা?? ঠিক বুঝলাম না এখানে ফেবুর কাহিনীটা !!!!
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
এম এম কামাল ৭৭ বলেছেন: "কিন্তু প্রথম যেদিন লিখলাম, বুঝলাম যে আমি আমার হতাশার ওষুধ পেয়ে গেছি। "
আমি ও আমার হতাশার ওষুধ পেয়ে গেছি.........। শুধু হতাশা নয় আরও অনেক কিছু আছে এখানে আবিষ্কার করার মত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি, বুঝতে পারছি ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: এমনি আপনার সাথে ফ্রেন্ডশিপ করমু
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপা, আপনি সত্যিই 'আপা' তো ???
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: কন কি আপি? আমাকে ভাই মনে হয়?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: স্যরি আপি। আমি আসলে কনফিউজড। বুঝতেসি না। আপনি আপনার আইডি দেন। আমি আপনাকে খুঁজে নিব।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: আপি কই আপনি? আমি চলে যাব। আপনার দুলাভাই চলে আসবেন
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
জাওয়াদ তাহমিদ বলেছেন:
হুম, আমারও সেইম অবস্থা।
সমস্যা হল, আপনি তো তাও ঔষধ পেয়েছেন।
আমার বেলায় ব্লগে লিখেও কাজ হয়না।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: শিরোনাম তো হতাশামূলক! আমি ভেবেছিলাম হতাশার কথা বলবেন!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হতাশ হয়েছেন? স্যরি।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: পাইছি তোমার আইডি, ফেবুকে প্রেম কয়টা করছো? সবাইকে দেখলাম জান জান বলো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: মানে কি? হাহাহা। আমার আইডি তে প্রাইভেসী দেওয়া আছে। কেউ দেখতে পাবেন না।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: হতাশাগ্রস্থ মানুষ হলে ব্লগে না আসাই ভালো। আশেপাশের মানুষদের সাথে কথা বলাই আপনার আসল ঔষধ। কমিনিকেশন বাড়ান।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি অনেক কথা বলি। যারা আমাকে চিনে তারা জানেন । অনেক তো কথা বলেছি। কিন্তু যখন কথা বলতে ইচ্ছা করে না তখন কি করব? আর যদি আমি যেখানে থাকি সেই জায়গার মানুষজন আমার সাথে কথা বলতে না চায় তাহলে??? অনেক প্রশ্ন। উত্তর কে দিবে??? যাই হোক , ব্লগ লেখা না লেখা একান্তই আমার নিজস্ব ব্যাপার। । তাও আপনাকে ধন্যবাদ।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
আশিক মাসুম বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: হতাশাগ্রস্থ মানুষ হলে ব্লগে না আসাই ভালো। আশেপাশের মানুষদের সাথে কথা বলাই আপনার আসল ঔষধ। কমিনিকেশন বাড়ান।
সহমত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনাকেও আপনার মতবাদ প্রকাশের জন্য ধন্যবাদ।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
১১স্টার বলেছেন: মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: পাইছি তোমার আইডি, ফেবুকে প্রেম কয়টা করছো? সবাইকে দেখলাম জান জান বলো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ফেবু আইডি তো কেউ দেখতে পায় না। তাও বলছে এই কথা । কিছুই বলার নাই।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
অস্থির ভদ্রলোক বলেছেন: মাসুম ভাই কন তো কি দিনকাল আইলো মানুষ হতাশাগ্রস্থ হইয়া ব্লগে আইতাছে। আহা রে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আহারে। আপনি বুঝি খুব সুখি?? ১০০% ?? উত্তরটা দিবেন প্লিজ।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এসএমফারুক৮৮ বলেছেন: ++
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
অস্থির ভদ্রলোক বলেছেন: না ১০০% সুখি না তবে হতাশাগ্রস্থ নই। দুখি আর হতাশাগ্রস্থের মধ্যে বিস্তর ফারাক।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমমমম।
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
তাসজিদ বলেছেন: ব্লগ যদি আপনার depression কাটাতে পারে, তাহলে সেটা ত দারুণ বেপার হবে।
তবে বেছে বেছে লেখা পড়বেন, সব লেখা পড়তে যাবেন না। তাহলে হতাশা আরও বেড়ে যেতে পারে।
একটু উপদেশ দিলাম। আশা করি কিছু মনে করবেন না।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
তাসজিদ বলেছেন: আর মনে রাখবেন, আমরা কেও ই খুব একটা ভাল নেই। শুধু ভাল থাকার অভিনয় করছি, প্রতিনিয়ত।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি বেছে বেছেই লেখা পড়ি। আপনি যা বলেছেন তা আমার জানা, অন্যরা জানেনা।
১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একাকী থাকলে ব্লগে থাকা ভাল, একাকী না হলে এখানে থাকলে ডিপ্রেশান বেড়ে যেতে পারে।
স্বাগতম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমার লিখতে ভালো লাগছে। কোনো একটা জিনিস নিয়ে এতো মাথা ঘামাচ্ছি বলেই নিজের ডিপ্রেশনকে পাত্তা দেওয়ার টাইম পাইতেছি না।
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
লেখোয়াড় বলেছেন:
ব্লগ লেখা তাহলে বন্ধ করবেন??
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: নাহতো। ব্লগ লেখা বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। আপাতত সামনে কি কি লিখবো তাই ভাবছি।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
মাসুমা সুলতানা (ঝর্না) বলেছেন: আপনার ফেবু আইডি টা দেন