![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
পায়ের শব্দে ঘুম ভেঙ্গে যায়,চোখ মেলে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে ।
আমি আঁৎকে উঠি।
বলি," তুমি?! কেন এসেছ?কি চাও তুমি?"
আমার রক্তে তখন হিমশীতল প্রবাহ;মাথার ভেতর প্রশ্নের ঝড়।
কেন দাঁড়ালে তুমি সামনে আমার?
তোমার প্রশ্নবিদ্ধ চোখের দিকে তাকাতে ভয় পাই।
যদি ঐ চোখের অতল গহ্বরে হারিয়ে যাই!
তুমি বললে,"কেন?কেন আমাকে ফেলে পালিয়ে গেলে?
কেন আমায় ভুলে গেলে?
কেন ভুলে গেলে আমি ছাড়া মিথ্যা তুমি?
আমি ছাড়া অপূর্ণ তুমি।"
আমি বলি," আমায় তুমি ক্ষমা কর,
আমি পারিনি, আমি পারবনা তোমায় ধরে রাখতে,
জানি, বিশ্বাসঘাতক আমি,মিথ্যাবাদী আমি,
জানি, আমি অপূর্ণ,তোমার কাছে দায়বদ্ধ।তবুও তুমি ফিরে যাও।
আমি আজ পরাজিত, শক্তিহীন,আমি যে আর তোমার নই।"
তুমি চলে গেলে,তোমার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম আমি।
চোখে নিয়ে নোনা জল আর ঝাপসা দৃষ্টি।
তবু সান্তনা,নিজের পুরনো সত্তাকে ফিরিয়ে দিয়ে বর্তমানকে বাঁচানোর চেষ্টা সফল আমার।
ভাবি, সেই পুরনো আমি থাক,সে স্মৃতিতেই বেঁচে থাক সবার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
শ্রাবণ জল বলেছেন: ভাবি, সেই পুরনো আমি থাক,সে স্মৃতিতেই বেঁচে থাক সবার।
ভাল লাগিল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
তাসজিদ বলেছেন: শুধু মাত্র শিরোনামের এর জন্নই ১০০ টা প্লাস।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
তাসজিদ বলেছেন: ভালবাসার কি রঙ, কি তার রূপ, কি তার আবেদন, কি তার অনুভূতি, কি তার যন্ত্রণা, কি তার সৃতি কিংবা বিসৃতি
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এটা কেন লিখেছেন তা বুঝি নাই। কিন্তু কথাগুলো ভালো।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
তাসজিদ বলেছেন: লেখক বলেছেন: এটা কেন লিখেছেন তা বুঝি নাই
কি কারনে লিখলাম তা আমিও জানি না। মনে চাইল তাই হয়ত..................
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
অস্থির ভদ্রলোক বলেছেন: আসলেই নাম টা অস্থির হইছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: একদম আপনার মতো , তাইনা???
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে।
শিরোনামটা চমৎকার লাগলো ||