![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
তোর জন্যে ক্লাসের ফাঁকে জানালাতে উঁকিঝুকি,
তোর জন্যে লেকচার না লিখে বেঞ্চে আঁকিবুকি।
তোর জন্যে সারাদিন ফেসবুকে বসি,
তোকে অনলাইন দেখলেই হার্টবিট একশোবিশ থেকে হয় একশো আশি।
তোর জন্য এলোচুলে আমার আসা যাওয়া,
তোর জন্য হাজারো পাতা গল্প লিখে যাওয়া।
তোর জন্যে আমার চোখে হঠাৎ হঠাৎ কাজল,
তোর জন্যে কপালে লাল নীল টিপ গোল।
তোর জন্য বিকেলের রোদে ভেজা গান,
তোর জন্য অচেনা সুরে নেচে উঠে প্রাণ।
তোর জন্য সকাল বিকাল ফোনের দিকে দেখা,
তোর জন্য মাঝে মাঝে কবিতা লেখা শেখা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
ইখতামিন বলেছেন: দ্বিতীয় ভালো লাগা.
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
শ্রাবণ জল বলেছেন: তোর জন্যে আমার চোখে হঠাৎ হঠাৎ কাজল,
তোর জন্যে কপালে লাল নীল টিপ গোল।
ভাল লেগেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
একজন আরমান বলেছেন:
এলোমেলো মনের গোছানো কথামালা।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: তাই বুঝি??
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: তোর জন্যে সারাদিন ফেসবুকে বসি,
তোকে অনলাইন দেখলেই হার্টবিট একশোবিশ থেকে হয় একশো আশি।
তোর জন্য এলোচুলে আমার আসা যাওয়া,
তোর জন্য হাজারো পাতা গল্প লিখে যাওয়া।