নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"রাজনীতি এবং ইসলাম"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ধর্ম মানুষের আত্মার সাথে সম্পর্কযুক্ত। সব ধর্মেই শান্তির বাণী প্রচারিত হয়েছে। ইসলাম যে সময়ে প্রচারিত হয় তা ছিল এমন এক সময় যখন মানুষ ভুলে গিয়াছিল মনুষ্যত্ব। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। রাজনীতি এবং ধর্ম দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস।একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে সবারই অধিকার আছে নিজ নিজ রাজনৈতিক চিন্তার প্রকাশ ঘটানো। কিন্তু ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি জামায়াত শিবির আজ বাংলাদেশে করছে তা কি সত্যিই ইসলামপন্হী???

আসুন একটু চিন্তা করি, ইসলাম কি আমাদের বলেছে নিজের ধর্ম অন্যের উপর চাপাতে?? ইসলাম কি আমাদের শিক্ষা দিয়েছে ধর্মের নামে মানুষের রক্তে হাত রাঙ্গাতে?? ইসলাম কি আমাদের বলেছে ইসলামকে ঢাল বানিয়ে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করতে নিজের দেশে?? ইসলাম কি আমাদের শিক্ষা দিয়েছে নিজের মাটির সাথে ধোঁকাবাজি করতে? নিজের জাতির মা বোনদের রাক্ষসের হাতে তুলে দিতে?? তাদের ইজ্জত আবরুর সওদা করতে??

না । ইসলাম আমাদের এধরণের শিক্ষা দেয়নি। তাহলে ইসলামের নামে যে রাজনীতি জামায়াত শিবির করছে এবং ১৯৭১ সালে যা তারা করছে, তা সমর্থন করছেন যারা, তারা কি ইসলামের অবমাননা করছেন না??? আসুন, একজন মুসলমান এবং বাংলাদেশি হিসেবে আমরা জামায়াত শিবিরের এই রাজনীতিকে বন্ধ করতে সমর্থন জানাই।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪

নাঈম বলেছেন: দেশের কর্তাব্যক্তিরাই যেখানে জামাত-শিবিরকে ভোটের রাজনীতিতে ব্যবহার করছে, সেখানে আমাদের সাধারণ জনগণের জামাত-শিবির নিষিদ্ধ করার দাবী আদৌ পূরণ হবে কি?

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জানিনা, হবে কিনা!!! কিন্তু আমি মনে করি ধর্ম আমাদের সবার জীবনের অনেক বড় অংশ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল পথে চালানো, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না!!!!!আর আমার ধর্ম আমার নিজের ভিতরে সত্ত্বায়, সে ধর্মকে বিক্রি করে মুনাফা লাভ করে যারা তাদের কি মহান রাব্বুল আলামিন মাফ করবেন??

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯

নাঈম বলেছেন: আল্লাহ্ তো তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন পরপারের জীবনে, কিন্তু ইহজীবনে তো তারা দিব্যি বহাল তবিয়তেই আছে।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: B:-) B:-) B:-) হুমমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.