নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"একজন মেয়ের মনের কথা"

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

যখন একটু বড় হলাম , এই ৫ কি ৬ বছর বয়স , তখন থেকেই বুঝতে শুরু করলাম ছেলে আর মেয়ের তফাৎ । খুব রাগ লাগত যখন একটা সময় হটাৎই আমার বাইরে গিয়ে খেলার বয়সটা চলে গেল আর আমি হলাম চারদেয়ালে বন্দী। খুব খারাপ লাগতো। ভাবতাম, " কেন যে মেয়ে হলাম। ছেলে হলে কত ভালো হতো। খেলতে পারতাম । ঘুরতে পারতাম । " আরেকটু বড় হবার পর মনে হত , " কেন মেয়েদের এতো দূর্বল করে বানিয়েছে বিধাতা?? " অনেক ক্ষোভ জমা থাকতো মনে । কিন্তু একটা সময় এই আমিই আমার ছোটো বোনটাকে ঠিক আমার মা যেমন আমাকে সবসময় চোখে চোখে রাখত সেভাবে সবসময় দেখে রাখতাম। এ এক অদ্ভুত রূপান্তর যেন। এখন বুঝি মেয়েদের কেন এতো দূর্বল করে বানিয়েছে বিধাতা। কারণ মেয়েরা মা । আর মায়ের শক্তিই হল ভালোবাসা। কি অপরিসীম ভালোবাসা , মায়া , মমতা যে প্রতিটি মেয়ের মাঝে বিধাতা ভরে দিয়েছেন তা শুধু একজন মেয়েই ভালো বুঝবে। যখন একজন অপছন্দের মানুষের কষ্টেও তার জন্যে চোখে পানি আসে তখন বুঝি আমার ভিতরে ভালোবাসার কত গভীর সমুদ্র আছে। যখন অপরিচিত কারো বিপদে নিজের সব ভয় ভুলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই তখন বুঝি ভালোবাসার শক্তিই সবথেকে বড় শক্তি । যখন আমার মাকে দেখি আমাদের বিপদে সব বাধা ভেঙে আমাদের পাশে দাড়াতে তখন বুঝি মা যেমন ভালোবাসতে জানে তেমন সেই ভালোবাসাকে রক্ষার জন্যে লড়তেও জানে । এখন ভাবি, ধন্য জন্ম আমার , যে মায়ের কোল থেকে জন্মেছি একদিন তেমনই আরেকটা হয়তো আমার কোলে জন্মাবে , এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই নেই। যারা কন্যা ভ্রূণ নষ্ট করেন তাদেরকে বলছি, যদি আমার একটি সন্তানও হয় আমি চাইব সে যেন মেয়েই হয়।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

এনজেল মাইন্ড বলেছেন: Valo laglo

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: apnar valo legeche jene amar o valo laglo :)

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

গেস্টাপো বলেছেন: আমার মায়ের কথা মনে পইড়া গেল :(
ছোট বেলায় মা-বাবা দুজনেই চাকরিজীবি ছিলো।বুয়াদের হাতে মানুষ হইছি।যদিও এখন আমার মা জী বাংলা দেখতাছে কিন্তু তারপরও কেন যেন ছোট বেলার সেই মাকে মনে পড়ছে :(( :(( :((

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হমম। বুঝলাম । :-*

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কিছু বলার নাই আপু, ভাল লাগা দিয়ে গেলাম

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোষ্টের জন্য অনেক ভাল লাগা রইল।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




আমার কিন্তু মনে হয়না সৃষ্টিকর্তা মেয়েদের দূর্বল করে সৃষ্টি করেছেন। বরং ছেলে ও মেয়ের মধ্যে শক্তির, ক্ষমতা ,অধিকার ইত্যাদির দিক থেকে বেশ সমতা বিধান করেছেন। আর প্রেম-ভালোবাসা, মায়া-মমতা, সহনশীলতার যে কথাগুলো বললেন সেটার সাথে আমার একান্তই ব্যক্তিগত একটা চিন্তা সংযুক্ত করতে চাই। আমার মনে হয় সৃষ্টিকর্তা মেয়েদের যে সব কারনে সৃষ্টি করেছেন তার মধ্যে একটি হচ্ছে- এই অগোছালো পৃথিবীকে সুন্দর ভাবে সাজানো!!!



যাইহোক, বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা নিয়েন!!! ধন্যবাদ। :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: apnakeo dhonnobad .. :)

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

পেন্সিল চোর বলেছেন: কথাগুলো খুব গুছিয়ে লিখেছেন।৫ম ভালো লাগা পেন্সিল চোরের পক্ষ থেকে।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :#) B-)) ;)

৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

মাক্স বলেছেন: টাচি!
৬ষ্ঠ ভালোলাগা!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি জানি না, মেয়েরা কেন নিজেদের দুর্বল মনে করে? আমি তো তাদের অনেক শক্তিশালী দেখি। যে দৈহিক আর মানসিক শক্তি নিয়ে একটি মেয়ে মা হয়, তার কাছে পুরুষের যে কোনো শক্তিই তুচ্ছ!

কিন্তু দুঃখ হলো, খুব কম মেয়েই তার শক্তিকে অনুধাবন করতে পারে। যারা অনুধাবন করতে পারে, তারা ঠিকই এগিয়ে যান।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা রইল। ভালো থাকুন।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

বাংলাদেশী দালাল বলেছেন: যদি আমার একটি সন্তানও হয় আমি চাইব সে যেন মেয়েই হয়।
বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: শুনে ভালো লাগল। :)

১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব রাগ লাগত যখন একটা সময় হটাৎই আমার বাইরে গিয়ে খেলার বয়সটা চলে গেল আর আমি হলাম চারদেয়ালে বন্দী। খুব খারাপ লাগতো। ভাবতাম, " কেন যে মেয়ে হলা..........একটা সময় এই আমিই আমার ছোটো বোনটাকে ঠিক আমার মা যেমন আমাকে সবসময় চোখে চোখে রাখত সেভাবে সবসময় দেখে রাখতা......


সত্যি প্রায় সব মেয়েই মনে হয় একটা সময় এমন অনুভূতির মধ্যে দিয়ে যায় ....... ভাল লাগল লেখা ।

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

আইজউদদীন বলেছেন: বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা :) :)

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ভালো আছেন তো আইজউদদীন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.