![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
তুমি আর আমি পাশাপাশি বসে যাচ্ছি চলে
নেটওয়ার্কের বাইরে ।
যেখানে কেউ পারবে না জ্বালাতে আমাদের
মুঠোফোনে কড়া নেড়ে।
পাশের সিটের বুড়ো চাচার কড়া চোখের চাওয়াকে
বুড়ো আংগুল দেখিয়ে,
তোমার কাঁধে মাথা রাখি আমি,
সব দ্বিধা এড়িয়ে।
ভাবি এভাবেই যদি কেটে যেত সারাজীবন,
জানি তা শুধুই কল্পনা আমার,
তোমার আমার রাস্তা নয়তো এক,
পথ আমাদের আলাদা চলার।
দুনিয়া থেকে আলাদা,
নেটওয়ার্কের বাইরে ,
যদি এভাবেই দিন কাটত,
পাশে রেখে তোমারে।
সবাই বলে, কাছে থাকুন,
আমিও বলি, "শুধু কয়েকটা দিন নেটওয়ার্কের বাইরে রাখুন।"
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি।
২| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
একজন আরমান বলেছেন:
আহা।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি হ্যা ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
পেন্সিল চোর বলেছেন: নেটওয়ার্কের বাইরে... চল বহুদুর...