![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
ক্লাস নাইন-টেনে উঠলেই সব ছেলেমেয়ের মনেই একটা সুপ্ত ইচ্ছা জেগে উঠে। রাস্তাঘাটে বিপরীত লিঙ্গের কাউকে দেখলেই কেন জানি ভালো লেগে যায়। ছেলেরা হা করে মেয়েদের দেখে আর সুশীলা মেয়েরা লুকিয়ে লুকিয়ে তার দিকে তাকিয়ে থাকা ছেলেটাকে চোরাচোখে দেখে। শুরু হয় "খোঁজ- দা সার্চ"। এই সার্চের শেষ হয় কারো কয়েক মাসে কারো কয়েক বছরে। প্রেম পিরীতির ব্যাপারে আমি আবার খুবই ক্লাসিক মুভির মত ছিলাম। ভালোবাসা হবে সারাজীবনের, এই আর কি। কিন্তু সবাই একদিন বুঝতে পারে যে এটা শুধুই একটা ভুল ধারণা। ভালোবাসা হচ্ছে ফারুকী সাহেবের সিনেমা "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" এর মত। ভালোবাসা শুধুই কনফিউশন।আমি তাকে , সে আরেকজনকে, আরেকজন আবার আরেকজনকে ভালোবাসে। তো বয়সের দোষে আমিও একজনকে শয়নে স্বপনে দেখতে শুরু করলাম। এবং প্রায় ২ বছর চুপ থাকার পর আর টিকতে না পেরে তাকে বলে বসলাম। সে শুধুই হাসল , কিছু বলল না। প্রায় ৬ মাস পর হঠাৎ সে মুঠোফোনে আমাকে জবাব দিল হ্যা সূচক । আমি তো মহাখুশি। যাই হোক এই কাহিনি ৬ মাস ও টিকেনি। কারণ সে আসলে ভালোবাসতো আরেকজনকে, আর সেই আরেকজন ছিল কনফিউজড্ । অবশ্য এটা ঐ "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" মুভি রিলিজ পাওয়ার ও আগের সময় ছিল। তাই ফারুকী ভাইয়ের আমার উপর মামলা করার কোনো সুযোগ নাই, উল্টা আমার আছে।ঐখানেই ক্লাসিকের স্বপ্নভঙ্গ ।
এইবার শুরু হল ফারুকী পর্ব। সে আমাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে না। সে আমার জন্যে সব করে কিন্তু আমাকে সেটার কথা মনেও করিয়ে দেয়। আর আমিও কম যাই না। সারাদিন ঝগড়া করি, বলি "ব্রেকআপ"। তখন ছ্যাঁক খাওয়া গান আর ছোখের জল। কিন্তু আবার ফোন করে "প্যাচআপ"। এভাবে কয়েকমাস। আর একদিন প্যাচআপের প্যাচ একেবারেই খুলে গেল। ফারুকী পর্বও ফেল ।
মানুষের জীবনের সাথে সিনেমার এত মিল থাকবে আগে হলে আমিও বিশ্বাস করতাম না। কিন্তু এখন করি। ভালোবাসা আসলেই ভালো না। গুরুজনেরা ঠিকই বলেন । জয়তু একাজীবন (সিঙ্গেলিজম) [যদিও ছ্যাঁক খাওয়া গান চলতেছে জোর তালে আমার রুমে ] ।
২| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: এখন কোন পর্বে আছেন?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: লেখাটা কি ভালোমত পড়েন নাই ভাইয়া?? পড়লে এই প্রশ্নটা করতেন না... ভালো করে পড়েন ।
৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬
সন্দীপ হালদার বলেছেন: লেখা পড়ে মনে হল আসলেই "জয়তু একাজীবন (সিঙ্গেলিজম)"
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কেন? নিজের জীবনে এই কথা টা মনে হয় নাই??
৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
সন্দীপ হালদার বলেছেন: নিজের জীবন নিয়া আমি confused. মাঝে মাকজে মনে হয় একা থাকতে পারব না, আবার মনে হয় "একা জীবনই" ভাল।
একটা কথা বলি রাগ কইরেণ না। আপনি লিখেছেন , "সে আমার জন্যে সব করে কিন্তু আমাকে সেটার কথা মনেও করিয়ে দেয়"। আপনার এই লাইনটা আমাকে চিন্তার মাঝে ফেলে দিয়েছে। ধরুন আমি আমার প্রিয় এক মানুষের জন্য সব করলাম কিন্তু সে আমার কোন কথার দামই রাখল না। তখন কি করা যায়??? তখন তার জন্য আমার করা টা কি কষ্ট তৈরী কোড়বে না???
কতটুকু নিঃস্বার্থ থাকা যায় বলুন???
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জানি নিঃস্বার্থ থাকা কঠিন। কিন্তু আমি তো এমনটা করি নাই। তাই আমার খারাপ লাগছে। আর আমি দাম দিতাম না এমনও না। তাই তার এই কাজের ব্যাখ্যা আমি বের করতে পারি নাই। এই জন্যেই এটা বলা ।
৫| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৪৩
এরিস বলেছেন: সিঙ্গেলিজম এর উপকারিতা আগে বুঝলে ভালো হত। ছ্যাঁকদগ্ধ হবার পর জেনে আর কি কাজ...!!
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আহারে । লাভ আছে । পরবর্তীতে আর কোনো ডাবলিজমে না যাওয়ার পরামর্শ আর কি..
৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আরে ভাই আর কত হুমম???
৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৭
নাঈম বলেছেন: একা থাকার যেমন মজাও আছে স্বাধীনভাবে দিন যাপন করা যায়, আবার অসুবিধাও আছে - কখনও জীবনে কোন ঝড় আসলে কাছের কাউকে খুব কাছে পেতে ইচ্ছে করে, যখন পাওয়া যায়না তখন একাকীত্বের কষ্ট কুঁড়ে কুঁড়ে খায়।
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি.... ঠিক বলেছেন!!!! তবে সারাদিন ঝগড়া করার থেকে সারাদিন চুপচাপ বসে থাকা ভালো!!! মাথা ঠান্ডা থাকে!!!
৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
নাঈম বলেছেন: হাহাহাহা ভালই বলেছেন
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
টানিম বলেছেন: পড়ে দেখুন । মজাই মজা।
Click This Link