![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
চোখের কি দোষ ?
যদি তোমাকে সে খুঁজে বেড়ায়?
মনের কি দোষ?
যদি সে শুধু তোমাকেই ভালোবাসে??
স্বপ্নের কি দোষ?
যদি সে শুধু তোমাকেই দেখায়?
ভাগ্যের কি দোষ?
যদি তোমার পথেই আমাকে পাঠায়??
অতীতের কি দোষ?
যদি তা ঘাটলেই শুধু তুমি আসো??
ভবিষ্যতের কি দোষ?
যদি তা আমাকে দূরে করে দেয় তোমার?
ভালোবাসার কি দোষ?
যদি তা শুধু তোমাকেই চায়?
আশার কি দোষ?
যদি তা তোমাকে পাওয়ার কথা ভাবায়?
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: লজ্জা পাইলাম ভাই । :#>
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৮
মাহবু১৫৪ বলেছেন: আমার কি দোষ
যদি কবিতাটি ভাল লেগে যায়
++++++++
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কোন দোষ নাই । :!>
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
শ্যাডো ডেভিল বলেছেন: আমার কি দোষ ?
কেন পারি না লিখতে এমন সুন্দর কবিতা ??
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনার কোনো দোষ নাই । চেষ্টা করেন , পারবেন ।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৮
একজন আরমান বলেছেন:
কোন দোষ নেই। চালিয়ে যান।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: চালিয়ে যাচ্ছি তো ।
৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩৮
শাহেদ খান বলেছেন: ভাল লাগল সরলতায় বলা প্রশ্নগুলো।
শুভকামনা, মৌমিতা আহমেদ মৌ।
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। । আপনাকেও শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
কয়েস সামী বলেছেন: তোমার কবিতার কি দোষ
যদি তা আমাকে দোলা দেয়?