![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
যখনই তোর দেওয়া কাজলটা চোখে লাগাই,
মনে হয় তুই তো এখনও আছিস আমার চোখে,
যখন তোর দেওয়া নুপুরটা পায়ে বাজে,
মনে হয় তুই তো এখনো বাজিস আমার মাঝে,
যখনই তোর দেওয়া খোপার ফুলকে দেখি
মনে হয় এখনো তুই আমার ভোরের পাখি।
যখনই তোর দেওয়া চিরকুটটা পড়ি,
ভাবি আবার তোকে নিজের করি।
যখনই তোর দেওয়া লকেট টা পরি,
মনে পরে যায় আমি তো ছিলাম তোর কালোপরী।
যখনই তোর কথা মনে পড়ে যা্য ,
নিজেকে বুঝাই আমাদের ছিল না এক হওয়ার উপায়।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
একলা চলো রে বলেছেন: ভাল লাগা গ্রহণ করুন মৌ|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ । । আপনার ছবিটা আমার ভালো লেগেছে ।
৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
একটু স্বপ্ন বলেছেন:
না পাওয়ার বেদনায় বসবাস বুঝি? অথচ কি প্রবল ভাবেই না মিশে থাকা তার সাথে.. অনুভূতির অনন্য প্রকাশ।
ভাল হোক আপনার, আপনাদের।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: পেলে হয়তো এতটা ভালো থাকতাম না। ভালো তো এখন হবেই । দূরে থাকাই আমাদের জন্য মঙ্গলজনক । দূরেই আছি ।
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: যখনই সঙ্গি
অঙ্গের ছায়া
লেগে থাকে
বাড়িয়ে মায়া
সুন্দর কুবতে
ভাললাগা
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ।
৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
একটু স্বপ্ন বলেছেন:
যাকে ভালবাসা গেল তাকে পাওয়া গেলনা, আর তাকে না পাওয়ার ব্যার্থতা মঙ্গলময় হল!! ইন্টারেষ্টিং তো.. রবীন্দ্রনাথ কি কখনও বলেছিলেন এমন কিছু? হয়তো..
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কেন?? শেষের কবিতা পড়েন নাই?? অনেকসময় কাছে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দূরে থেকে ভালোবাসাই ভালো । ঠিক না??
৬| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
একজন আরমান বলেছেন:
সব কবিতারই শেষে এসে নাটকীয় ক্লাইম্যাক্স !
দারুন।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। । একটু নাটকীয় না হলে তো তা পাঠকের মনে দোলা দিবে না। তাই না??
৭| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
একটু স্বপ্ন বলেছেন:
আমি সেটাই মিন করেছিলাম! তবে বিষয়টিতে আমি একটু কনফিউজড থাকি সবসময়ই। "একজনের পাশে থেকে আরেকজনের জন্য ভালবাসা বরাদ্দ রাখলে বর্তমান জনকে কিছুটা কি ঠকানো হয়?" এজাতীয় একটা কনফিউশন.. কি মনে হয় আপনার?
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আসলে জীবন মানেই কনফিউশন। আপনি যা বলছেন আমি তা বুঝতে পারছি। কিন্তু আজকের এই সময়ে শুধু একজনের সাথে ভালোবেসে থাকতে চাইলেও কেন জানি তা সম্ভব হয় না। আমার তো অনেক কিছুই মনে হয়। যদি তা জানতে চান তাহলে আপনার ইমেইল আইডি শেয়ার করতে পারেন। অনেক কিছু বলা যাবে।
৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
একটু স্বপ্ন বলেছেন:
আপনার ব্যাখ্যাগুলো শুনতে ইচ্ছে করছে। ইমেইলের মতই লাগে ফেইসবুক এর ইনবক্স, তাইনা?
ভাল থাকুন।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনার ইনবক্স খুলে দেখবেন।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪
সন্দীপ হালদার বলেছেন: "যখনই তোর কথা মনে পড়ে যা্য ,
নিজেকে বুঝাই আমাদের ছিল না এক হওয়ার উপায়।"
লাইন দুটো অনেক ভাল লাগল।
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: .
১০| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৪৪
এরিস বলেছেন: কাজল, নুপুর, খোঁপার ফুল, লকেট চিরকুট, সব দিলো...!! তারপরেও এক হতে পারলনা...
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কষ্ট পেলেন নাকি???
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
শাহজাহান মুনির বলেছেন: প্রথম ভাল লাগা। কবিতায় +++++++++