![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
যদি তোর চোখের সামনে দিয়ে
চলে যাই অন্যের ঘরে,
তখনও কি থাকবি রে তুই
একলা বসে চুপটি করে ।
ভালো যদি নাই বাসতি,
তবে কেন কাছে আসতি?
চুপিচুপি কানে কানে
ভালোবাসার কথা বলতি?
আমিতো তোর মত তুলিনি ভালোবাসাকে
৩০-৭০ পার্সেন্টের কোনো হিসাবে,
তোর মত আমিতো পারিনি
আরো অনেকের চোখে নিজেকে খুঁজতে।
তুই তো খুব সহজে বলে দিলি
দেখতে পারবি আমায় অন্যের সাথে
আমি তো পারিনি বলতে,
তোকে ছাড়া থাকব সুখে।
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: একদম ... ছোটোবেলার প্রেম তো , তাই ।
২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Se tokhon gaibe,' faitta jay bukta .......
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি জানি সে এটা সহ্য করতে পারবে না । কিন্তু সে জানেনা যে এটা কতটা কষ্ট দিবে তাকে ।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তুই তো খুব সহজে বলে দিলি
দেখতে পারবি আমায় অন্যের সাথে
আমি তো পারিনি বলতে,
তোকে ছাড়া থাকব সুখে।
ভালো লাগল।+++
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫২
একজন আরমান বলেছেন:
আমি তো পারিনি বলতে,
তোকে ছাড়া থাকব সুখে।
কবিতায় ভালো লাগা।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: .ধন্যবাদ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
ফারজানা শিরিন বলেছেন: : (
১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কেন??
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০
শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৭| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৩৬
এরিস বলেছেন: ইয়াল্লা...!! এখানে এসব কি কথা হচ্ছে??? :`> 'তুই' বললে মেজাজ গরম হয়ে যায়।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমার হয় না। কি আর হবে? ওর ভালোবাসার নিকুচি করছি ।
৮| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :#> :!>
১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কি হলো? লজ্জা পেলেন কেনো?
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
পেন্সিল চোর বলেছেন: Tui tukari valobasha