![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
তোমাকে অনেককিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু কিছুই বলা হয় নাই। আমি জানি, তুমি হয়তো ভাবো যে আমি তোমাকে মনেই করি না। কিন্তু কথাটা সত্যি না। যখন তোমার কথা মনে পড়ে তখন মনে হয় তুমি যেন আমার পাশেই আছো। তখন আশেপাশের সব কিছুই অচেনা লাগে। আমি জানি সব দোষ আমার। সব না হলেও ৮০% আমার। কিন্তু আমি খুবই জেদী একটা মেয়ে। ভাংগবো কিন্তু মচকাবো না। কিছুতেই তোমার সামনে মাথা নত করি নাই। তোমাকে বিনা দোষেই অনেক কষ্ট দিছি। আমি কি করব বলো?? তোমার সামনে এতো বড় একটা অপমান কাঁধে নিয়ে তোমার চোখে চোখ রাখতে পারতাম না আর জীবনেও। তাই তোমার শত অনুনয়েও তোমার কাছে ফিরে যাই নাই। তোমার সাথে কাটানো সময়গুলো ছিলো আমার জীবনের সবথেকে ভালো সময় । মিথ্যা বলব না, তুমি আমাকে সবসময় রাজকুমারীর মতই ট্রিট করেছিলে । আমি তোমার মত একজনকেই তো চেয়েছিলাম। কিন্তু আমি নিজেই যেন সব কিছু গুড়িয়ে দিলাম। কোন সর্বনাশা নেশায় জানিনা। কিন্তু তুমিও তো আমাকে বুঝলে না। তুমি ভাবতে আমি তোমাকে ভালোবাসি না। কেন?? তোমার অতিরিক্ত পাগলামির ঢেউয়ে আমি ভেঙ্গে যেতে থাকলাম। তোমাকে যতই বুঝাতাম তাও তুমি বুঝতে না। হয়তো এটা তোমার বয়সের দোষ। বড়রা বলতো সমবয়সীদের মধ্যে সম্পর্কে অনেক সমস্যা হয়। সবথেকে বড়টার উদাহরণ তো আমরাই। আমাদের কারোরই ধৈর্য ছিলো না। মানসিকতার সমস্যাও ছিলো। আর সবথেকে বড় সমস্যা ছিল ভাগ্যের। কিন্তু এিসব বলার জন্যে এই চিঠি লেখা না। আমি তোমাকে বলতে চাই যে আমার ভালোবাসা সত্যি ছিল। আর আমি তোমার ক্ষমাপ্রার্থী কারণ আমি নাকি তোমার জীবন নষ্ট করে দিয়েছি । তোমাকে মুখে বলার সাহস আমার নেই। এই জন্যে এখানে চিঠি লিখলাম। জানি , এটা তুমি কোনোদিন পড়বে না। কিন্তু এগুলো না বললে আমিও হয়তো দায়মুক্ত হব না। তোমাকে মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে । ভালো থেকো। অনেক ভালো। আর আমাকে ভুলে যেও। প্লিজ।
ইতি , তোমার ব্ল্যাকএন্জেল।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
মুরাদপােভল বলেছেন: onak sohoj kota o mayra bujana
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪
মুরাদপােভল বলেছেন: onak sohoj kota o mayra bujana
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০
বাংলার হাসান বলেছেন: কিন্তু আমি খুবই জেদী একটা মেয়ে। ভাংগবো কিন্তু মচকাবো না। মন্দ না।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জানি মন্দ না ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
এরিস বলেছেন: Nijer upor eto oviman...!! Ki lav..!!!
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: কোনো লাভ নাই।
৬| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এক আলোকবর্ষ দূরে বলেছেন: চিঠিটা কার জন্য ছিল, আদৌ কারও জন্য ছিল কিনা বা লেখার প্রয়োজনে লেখা কিনা, সে ব্যাপারে কোন প্রশ্ন করব না। করাটা সমীচীনও হবে না। তবে ভাল লাগলো এই ভেবে যে মানুষ নিজের দোষটা এভাবে অকপটে স্বীকার করে। এমন অনেকগুলো চিঠি আমারও লেখা ছিল। কিন্তু দেবার মত কেউ কোনদিন ছিল না। মুলত দুজন মানুষের সম্পর্ককে ভেবেই লিখেছিলাম সেগুলো। অবাস্তব অনেক কিছু ভাবি আর লিখি। আজ আপনার লেখাটা পরে অনেক ভাল লাগলো। বিশেষ করে শেষের দিকের একটা শব্দ।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। চিঠিটা একজন বিশেষ মানুষের জন্য লেখা। । অনেক বেশিই বাস্তব এই লেখাটা। কোন শব্দটা আপনার ভালো লেগেছে বুঝলাম না ঠিকমত। তবে একটা আন্দাজ করেছি। আমি যদি খুব সাহসী হতাম এই কথাগুলো মুখে বলতাম। আমি ভীতু। বলতে পারেন হিপোক্রিট।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
স্বপ্নসমুদ্র বলেছেন: চিঠিটা একজন বিশেষ মানুষের জন্য লেখা।
অন্যের চিঠি তো পড়তে নাই। কিন্তু পড়ে ফেলাইলাম। এখন?
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এখন তাহলে জরিমানা দিন। আপনার আইডি নাম কনসিডার করে জরিমানা ধরা হল ৫০০০০ টাকা। কম ধরলাম না??
৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
স্বপ্নসমুদ্র বলেছেন: আইডি নামের সাথে কি সম্পর্ক?? বুঝিয়ে বলেন।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: নাম যত ভালো, তত ডিসকাউন্ট।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলন।
শুভ কামনা।