![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
তুমি আর আমি,
মিলেও মিলি না,
বলেও বলি না,
ভালোবাসার কথা।
তুমি আর আমি,
কাছে এসেও আসিনা,
ভালোবেসেও বাসিনা।
তুমি আর আমি,
রেখাও না,বৃত্তও না।
তুমি আর আমি সমান্তরাল,
একপথেই তবু একসাথে না।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। এটা আসলে ইনস্ট্যান্ট লেখা। একজনকে এসএমএস করার সময় লেখা। তাই তেমন আবেগ নাই , খালি সোজাসাপ্টা কথা আছে।
২| ০২ রা মে, ২০১৩ রাত ৮:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
তুমি আর আমি সমান্তরাল,
একপথেই তবু একসাথে না।
সুন্দর লাগলো।
২য় ভালোলাগা।
+++
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ।
৩| ০২ রা মে, ২০১৩ রাত ৮:২৪
সৈকতে আমি বলেছেন: ভাল লিখেছেন
০২ রা মে, ২০১৩ রাত ৮:২৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: চেষ্টা করি লেখার ভালো লাগাটা আপনাদের ব্যাপার ।
৪| ০২ রা মে, ২০১৩ রাত ৯:০২
একজন আরমান বলেছেন:
তুমি আর আমি সমান্তরাল,
একপথেই তবু একসাথে না।
দারুন হয়েছে আপু।
০২ রা মে, ২০১৩ রাত ৯:১৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৫| ০২ রা মে, ২০১৩ রাত ১০:০১
পেন্সিল চোর বলেছেন: আমার ছবিই আমার কমেন্ট । কি বুঝলেন!!!
০২ রা মে, ২০১৩ রাত ১০:১৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: বুঝলাম ।
৬| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:২৩
এরিস বলেছেন: বেবি কবিতা। তবে পাকনা।
সুন্দর হয়েছে।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি বেবি, তাই আমার কবিতাও বেবি ।
৭| ০২ রা জুন, ২০১৩ রাত ৩:১৭
শ্রাবণ জল বলেছেন: তুমি আর আমি সমান্তরাল,
একপথেই তবু একসাথে না।
ভাল লেগেছে ছোট্ট কবিতা।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শ্যাডো ডেভিল বলেছেন: সুন্দর