নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"অগোছালো মনের কথা"

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১

যে কথা যায়না বলা,

যে ব্যথা যায়না ভোলা,

যে পানি সাগরের নয়, তবুও লোনা,

সেই কথার মত অব্যক্ত তুমি,

সেই ব্যথার মত অমোচনীয় তুমি,

সেই পানির মত,তোমাকে যেমন ভাবি তা নও তুমি।

যে গানের সুর আমার,

যে ছবির রং আমার,

যে নাচের মুদ্রা আমার,

সেই সুরের মত আপন তুমি,

সেই রঙ্গের মত চেনা তুমি,

সেই নাচের মত আমার তুমি।

তবুও অন্য কারো মনের ঘরে

সাজানো তোমার ভালোবাসার তোড়া,

জানি আমি নেই তোমার মনের ঘরে,

তবুও তোমার জন্যে অপেক্ষা করা।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮

ৈতয়ব খান বলেছেন: আমার নিজের সম্পর্কে আমার ধারণা নেই :): নো দাইশেলফ- আপনাকে চেনো। সক্রেটিস।

মনের কথাগুলো গুছিয়ে লিখলেই হয়, সবাই বুঝতে পারে।
কবিতার থিম ভালো, কিন্তু ছন্দহারা।

*নোট: যায়না : (ব্যাকরণগত ভুল) হবে ‍"যায় না"। "না" একটি পরিপূর্ণ আলাদা শব্দ, ক্রিয়া পদের সাথে এটা কখনও মিলবে না। এরূপ "হয় (টু বি ভার্ব) না, খাই না, যাই না, পারি না" ইত্যাদি।
অনুমতি ছাড়াই মাতাব্বরি করলাম। ক্ষমা করবেন।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আপনি কি বাংলার শিক্ষক? ধন্যবাদ "মাতব্বরি" করার জন্য। আপনার মন্তব্য পড়ে আমার স্কুলের বাংলা ম্যাডামের কথা মনে পড়ে গেলো। নিজেকে যে চিনে সে তো মনীষী হয়ে যায়। আমি সাধারণ মানুষ। মনটাই অগোছালো, কথা গোছানো হবে কিভাবে???

২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

ৈতয়ব খান বলেছেন: মাফ করবেন, আপনাকে কষ্ট দিতে চাই নি। আমি বাংলার শিক্ষক নই, একসময় শুধু শিক্ষক ছিলাম। এখন পত্রিকার সাথে জড়িত, তাই বানানের ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা করি। সামহয়ারইনব্লগে আমি অনেক লেখকদের বানান সংশোধন করে মন্তব্য করি, এটা আমার স্বভাব।

আপনি বলেছেন, ‌'নিজেকে যে চেনে সে মনীষী হয়ে যায়" এ প্রসঙ্গে আমার একটা কবিতায় বলেছি,

মনের কথা

মনের কথা মন বুঝে না মানব বনে কেহ,
ভাবনা সবার ভিন্ন ধারার- একই রূপের দেহ।
রসিক কারিগর
সর্বহৃদে বসত করেন; রচেন বাসরঘর।।

কেউ জানে না অন্য ঘরে মধুর প্রণয়ে-
কেমন করে ডুবে থাকেন একাই শতেক হয়ে।
ভিন্ন ভিন্নতর।।

আমায় যদি তুমি জানো, তোমায় যদি আমি-
আপনাকেই জানতে পাবে-, হবে সকলগামী।
ভাবনা উচ্চতর।।

অনুভূতির অণু যদি ভূতেই গিলে খায়,
না জেনে আর কাজ হবে না সিজদা দিয়ে পায়।
বেহুঁশ বে-খবর।

তৈয়ব খান
(প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি আসলে সোজা কথা বুঝি। এত গভীর তত্ত্ব কথা বুঝি না । আমার মনে হয় যারা নিজেকে চিনতে পারে তারাই শুধু নিজের গুণগুলো কাজে লাগাতে পারে ১০০% । তাই তারা সাধারণের থেকে বেশি কিছু হয়ে যায়। আর আমি নিজেকে চেনার অনেক চেষ্টা করেছি, পারিনি। সবাইকে দিয়ে সবকিছু হয় না। :)

৩| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

একজন আরমান বলেছেন:
মনের কথা অগোছালোই হয় !
দারুন লাগলো অগোছালো কথামালা। :)

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

৪| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা :)

+++

ভালো থাকবেন সবসময় :)

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :) । চেষ্টা করব ভালো থাকার । :)

৫| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

লীলা চক্রব্ত্তী বলেছেন: এই মনটা এত আগোছালো বলেই না এত কিছু ভাবতে পারি। নাহয় তো একই যায়গায় এসে সব স্থির হয়ে যেত, হোত কি এত লেখা?

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। আপনার সাথে একমত। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.