নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো সত্ত্বা https://www.youtube.com/channel/UC0KzULq05noDm_sAQsoYlnQ

মৌমিতা আহমেদ মৌ

আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।

মৌমিতা আহমেদ মৌ › বিস্তারিত পোস্টঃ

"বড়বেলার গল্প ৪: বাস্তবতা "

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫

মানুষ ছোটোবেলায় ভাবে কবে বড় হবো, আর বড় হয়ে গেলে ভাবে কেন বড় হয়ে গেলাম ? বড় হয়ে গেলে ছোটবেলার সব ছোটো ছোটো আনন্দগুলো কেমন যেনো নষ্ট হয়ে যায়। ছোটোবেলায় ঈদের দিন খুব খুশি থাকতাম। কিন্তু এখন ঈদের দিন আসে যায়, কোনো ভালোলাগা কাজ করে না। আনন্দ জিনিসটা হারিয়ে গেছে। বড় হয়ে গেলে মানুষ জীবনের বাস্তবতার কঠিন সত্য বুঝতে শিখে তাই হয়তো তার মাঝে আর আনন্দের ছিটেফোঁটাও অবশিষ্ট থাকে না।

বাস্তবতা একটা মেয়ে তখন বুঝে যখন তার মাথায় এই কথাটা ঢুকে যায় যে যে কোনো দিনই তার স্বপ্নের মৃত্যু হতে পারে বিয়ের আসরে। তার পাইলট হয়ে আকাশে উড়ার স্বপ্ন হয়তো থেমে যাবে মাটিতে বসে তরকারি কাটতে কাটতে। বাস্তবতা একটা ছেলে তখন বুঝে যখন সে জানতে পারে অনেক ভালো রেজাল্ট করলেও ভালো চাকরি তার জুটবে না হয়তো। তার ব্র্যান্ড নিউ কারে করে বাবা-মাকে নিয়ে ঘুরার স্বপ্ন শেষ হবে ছোটো একটা দোকানে দোকানদারি করে।

বাস্তবতা নির্মম।কৈশোরে মানুষ ভালোবাসে, কিন্তু যৌবনে বুঝে ভালোবাসলেই একসাথে থাকা যায় না। কিশোরী মেয়ের চোখে ভালোবাসার রঙ্গিন চশমা খুলে যায় বাস্তবতার ঝড়ো হাওয়ায়। আশেপাশে ভালোবাসার মানুষ কম, খুবলে খাওয়ার মানুষই বেশি। কিশোর প্রেমিকের হৃদয় ভাঙ্গে ভালোবাসার মানুষকে তার থেকে বয়সে বড় প্রতিষ্ঠিত বড় ভাইয়ের প্রেমের ডাকে তাকে ফেলে চলে যায়। বয়স বাড়ে আর ভালোবাসার সংজ্ঞা পাল্টে যায়। নিষ্পাপ ভালোবাসা পাল্টে যায় স্বার্থপরতায়।

বাস্তবতা আরও কি কি করে তা লিখতে বসলে হয়তো কয়েকশো পাতা লেখা যাবে। কিন্তু এত কিছু লিখতে ভালো লাগছে না। একটা গল্প দিয়ে বাস্তবতার গল্প শেষ করছি।

দুই বান্ধবী। ধরি তাদের নাম ময়না আর টিয়া। স্কুল থেকেই একসাথে থাকে তারা। টিয়া খুব চঞ্চল, আর ময়না ভদ্র আর পড়ুয়া, পড়া ছাড়া আর কিছুই মাথায় ঢুকে না তার।টিয়ার চোখে খালি স্বপ্ন, কৈশোরের রঙ্গিন স্বপ্ন। একটা রাজকুমার আসবে আর টিয়াকে তার সাথে নিয়ে যাবে। নিজের স্বপ্লগুলোকে টিয়া ময়নার মাঝেও ছড়িয়ে দেয় ময়না, দুইজনই অপেক্ষা করে সেই স্বপ্নের মানুষের জন্যে।

টিয়ার জীবনে আসে যে সে তাকে উপহার দেয় শুধুই হতাশা, নিজের সৌন্দর্য নিয়ে একরাশ প্রশ্ন, কালো ফর্সার তফাৎ বুঝা , ভালোবাসার প্রতি অবিশ্বাস আর আত্মবিশ্বাসের মৃত্যু । ময়নার জীবনে যে আসে সে তাকে উপহার দেয় বিশ্বাসঘাতকতা, নির্যাতন, একটা ডিভোর্স, একরাশ কলঙ্ক, সারাজীবনের কান্না। দুইজনই ভালোবাসার মানুষের কাছ থেকে চরম কষ্ট পায় জীবনে। তবে একটা আশার কথা হল, তারা জীবনে থেমে থাকেনি। শুধু কিছু চরম মূল্য দিয়েছে নিজেদের স্বপ্নের। এখন স্বপ্ন তারা দেখে না। বাস্তববাদী হয়ে গেছে মেয়েগুলো। তবে হ্যা, তারা হারিয়েছে নিষ্পাপ সত্ত্বাকে, স্বপ্ন দেখার ইচ্ছাকে আর আত্মবিশ্বাসকে। সবই বাস্তবতা!!!!!!





(*** শেষের গল্পটা মেয়েদেরকে নিয়ে লিখেছি কারণ ছেলেদের এমন গল্প খুব কাছে থেকে দেখার সুযোগ হয়নি আমার। কিন্তু ছেলেদের জীবনেও এমন বাস্তবতা আছে তা আমি জানি। ****)

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫

তোমোদাচি বলেছেন: অসম্ভব সুন্দর করে লিখেছেন

নিষ্পাপ ভালোবাসা পাল্টে যায় স্বার্থপরতায়।

এই লাইনটা সবচেয়ে ভাল লেগেছে !

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

সপ্নাতুর আহসান বলেছেন: খুব সুন্দর। বিশেষ করে
ভালোবাসার মানুষ কম, খুবলে খাওয়ার মানুষই বেশি। কিশোর প্রেমিকের হৃদয় ভাঙ্গে ভালোবাসার মানুষকে তার থেকে বয়সে বড় প্রতিষ্ঠিত বড় ভাইয়ের প্রেমের ডাকে তাকে ফেলে চলে যায়। বয়স বাড়ে আর ভালোবাসার সংজ্ঞা পাল্টে যায়। নিষ্পাপ ভালোবাসা পাল্টে যায় স্বার্থপরতায়।

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :)

৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:২০

আতা2010 বলেছেন: আনন্দ জিনিসটা হারিয়ে গেছে। বড় হয়ে গেলে মানুষ জীবনের বাস্তবতার কঠিন সত্য বুঝতে শিখে তাই হয়তো তার মাঝে আর আনন্দের ছিটেফোঁটাও অবশিষ্ট থাকে না।অসম্ভব সুন্দর করে লিখেছেন

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ । :)

৪| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন।


++++++++++

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: :)

৫| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

রাজু মাষ্টার বলেছেন: আশেপাশে ভালোবাসার মানুষ কম, খুবলে খাওয়ার মানুষই বেশি। কিশোর প্রেমিকের হৃদয় ভাঙ্গে ভালোবাসার মানুষকে তার থেকে বয়সে বড় প্রতিষ্ঠিত বড় ভাইয়ের প্রেমের ডাকে তাকে ফেলে চলে যায়। বয়স বাড়ে আর ভালোবাসার সংজ্ঞা পাল্টে যায়। নিষ্পাপ ভালোবাসা পাল্টে যায় স্বার্থপরতায়।
+++ !:#P

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৩৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: B-))

৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:

রূহ বাস্তবতা নিয়ে চমৎকার লিখেছেন।

২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: B-)

৭| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: প্লাসায়িত :)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.