![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে বেড়াই নিজেকে হাজারো মানুষের ভিড়ে।
ভালোবাসা মরে গেছে,
কতো কতো রাত নির্ঘুম চোখে
মৃত্যু কামনা করেছিলাম ভালোবাসার,
তবুও মরেনি ভালোবাসা।
আমিও ভালোবেসে গেছি...
আর আজ সেই ভালোবাসা হঠাৎ মরে গেছে
অদ্ভুত এক শূণ্যতা,
হয়তো প্রতিরাতে নির্ঘুম চোখে ভালোবাসার যে অভ্যাস,
সেই অভ্যাসের শূণ্যতা,
হয়তো বুকের পাঁজরে হাড়ভাঙার মত এক অসীম কষ্ট পাওয়ার যে অভ্যাস,
সেই অভ্যাসের শূণ্যতা,
সেই কষ্টে নির্ঘুম রাতের পর রাত কাটানোর শূণ্যতা।
অবশেষে মরলো তো সেই ভালোবাসা,
নচ্ছাড় ভালোবাসা, কষ্টের ভালোবাসা,
প্রতি মুহূর্তে হৃদয় পোড়ানো ভালোবাসা,
তবুও রেখে গেলো একগাদা শূণ্যতা।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯
অ্যামফিবিয়্যাস বলেছেন: nice
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫
এম এম কামাল ৭৭ বলেছেন:
অনুভুতি ও প্রকাশ ভাল লাগলো......।
হয়তো ভালবাসা মরে না, মরে যায় ভালবাসার মানুষ গুলো। হয়তো অপর পক্ষের অনৈতিক লোভের কাছে কবিতার মানুষটিরভালবাসা পরাজিত হয়েছে।
'নচ্ছাড় ভালোবাসা, কষ্টের ভালোবাসা,
প্রতি মুহূর্তে হৃদয় পোড়ানো ভালোবাসা,
তবুও রেখে গেলো একগাদা শূণ্যতা। '
কবিতার মানুষটির শুন্যতা পূরন হোক কামনা করি।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ। ভালোবাসাও মরে যায়, তবে সময় একটু বেশি লাগে।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০
শাহীদুল বলেছেন: এক কথায় অসাধারন
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২
মাহবু১৫৪ বলেছেন: ২য় ভাল লাগা
++++++
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৬| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১
সািহদা বলেছেন: সেই কষ্টে নির্ঘুম রাতের পর রাত কাটানোর শূণ্যতা।
অবশেষে মরলো তো সেই ভালোবাসা,
নচ্ছাড় ভালোবাসা, কষ্টের ভালোবাসা,
প্রতি মুহূর্তে হৃদয় পোড়ানো ভালোবাসা,
তবুও রেখে গেলো একগাদা শূণ্যতা।
আপু কবিতাটা ভালো লেগেছে । তবে আপু কিছু মনে করবেন না এই কবিতাটা পড়ে আমার চোখের কোণে জল চলে এসেছে মনে হচ্ছে আমাকে ঘিরে এই কবিতাটা লিখা ।
২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এই কবিতাটা আপনাকে ঘিরেই তো... আপনার , আমার, আমার রুমমেট বান্ধবীটাকে নিয়ে লেখা... সবাই তো এই কষ্ট , শূণ্যতা নিয়ে আছি। ধন্যবাদ।
৭| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০
ভিটামিন সি বলেছেন: ভালোবাসা মরে নাই,
জাষ্ট একটু ঝিমিয়ে পড়েছে,
মনে হয় পেট্রোল ফুরিয়ে গেছে।
ফিল্টার পেপারটি পরিবর্তন করে
ভালোবাসা নামক ইঞ্জিনটি নতুন করে রিস্টার্ট করুন।
২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: নাহ, ভালোবাসা ব হুবার রিস্টার্ট দিয়েছি, এখন সে সত্যিই মৃত। আরো কয়েকটা লাইন লিখলে হয়তো বুঝতেন কেন সে মৃত। কারণ
"প্রতারক ভালোবাসা, নিষ্ঠুর ভালোবাসা,
প্রতি মুহূর্তে সত্ত্বাকে অপমান করে সে ভালোবাসা।"
বুঝেছেন নিশ্চয়ই।
৮| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার মরণ হলো। কি নিষ্ঠুর । ভালবাসা বেঁচে থাকুক।
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
৯| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৭
সানড্যান্স বলেছেন: কবর দিয়ে দেন, সাথে কুলখানি, কুলখানিতে তেহারী! মাংস বাড়ায়ে দিতে বলবেন।
যতবার মরবে ততবার কুলখানী!!
ভাল হয় নাই কবিতা!
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: যতবারই আপনার মন্তবের জবাব লিখি আমার নেট হ্যাং করে। হিহিহি। ব্যাপার না। আমিও তেহারী পছন্দ করি না। কি বুঝলেন?
১০| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
রাইসুল নয়ন বলেছেন:
দারুণ লিখেছেন।
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
১১| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!
ভালো লাগা রইলো!
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন:
১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮
সপ্নাতুর আহসান বলেছেন: ভালবাসা মরে গেলে অনুভুতিরাও ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: জ্বি কথাটা ঠিকই বলেছেন।
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: ধন্যবাদ।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
এম এম কামাল ৭৭ বলেছেন: কিভাবে লিখতে পারলেন এই কবিতা!
আসলে এটা আমার লিখার কথা ছিল। যাক! লিখার কষ্ট একটু কমিয়ে দিলেন।
'তবুও রেখে গেলো একগাদা শূণ্যতা। '
তাকে পূর্ন করে আমি শুন্য রয়ে গেলাম। আমরন যা বয়ে রেড়াতে হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: স্বপ্নে পেলাম, মনে হয় আপনার কবিতাটা ভুল করে আমার স্বপ্নে চলে এসেছিলো। সমস্যা নাই, এক কাজ করেন, আমার আগামী কবিতাটা আপনি স্বপ্নে দেখে ফেলুন। তাহলে শোধ হয়ে যাবে। তাকে পূর্ণ করে শুণ্য হয়তো হইনি, তবে আমরণ বয়ে বেড়াবো এটা ঠিক। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা
ভাললাগা +